Ajker Patrika

আইপিএলের সঙ্গে মুশফিকদের আড়ি

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২২: ৩৭
আইপিএলের  সঙ্গে মুশফিকদের আড়ি

জো রুট

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। স্ট্রোকঝলমলে ইনিংস খেলে অভ্যস্ত ইংলিশ ব্যাটসম্যান অধিনায়কের সঙ্গে আইপিএলের যোজন যোজন দূরত্ব। আইপিএলের সঙ্গে দূরত্ব থাকলেও ২০ ওভারের ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্কটা যথেষ্ট গভীর। খেলেছেন ৩২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ঘরোয়া–আন্তর্জাতিক মিলিয়ে খেলেছেন ৭৭ টি–টোয়েন্টি ম্যাচ। ৩৩ গড় আর ১২৮ স্ট্রাইক রেট বলছে, রুট ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণেও আলো ছড়াতে জানেন। ২০১৮ সালে আইপিএল নিলামে নাম উঠেছিল তাঁর। ১ কোটি ৫০ লাখ রূপি ভিত্তিমূল্যের রুটের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। আইপিএলে রুটের গল্প এতটুকুই।

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমের খেলা হয়নি আইপিএল।

বাবর আজম
আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তিনি এখন তিনে থাকলেও দ্রুতই একে উঠে যাওয়ার সমূহ সম্ভাবনা। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর এখনো যে আইসিসি র‍্যাঙ্কিং ঘোষণা করেনি আইসিসি। অথচ বাবরের কখনো খেলা হয়নি আইপিএল। না খেলার কারণটা যে অক্রিকেটীয়, অজানা নয়। পাক-ভারত বৈরিতায় প্রথম আইপিএলের পরই পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বন্ধ আইপিএলের দরজা। সেই দরজাটা আর খোলেনি বাবরদের সামনে।

মুশফিকের সঙ্গে আইপিএলের দূরত্ব অনেক বেশি। ফাইল ছবি

মুশফিকুর রহিম
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে দুর্দান্ত ইনিংস তাঁর কম আছে? অথচ ভারতের এই লিগের সঙ্গে এখনো আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে ওঠেনি মুশফিকুর রহিমের। ২০১৯ আইপিএলের নিলামে মুশফিককে নিয়ে ভালোই গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থেকেছে। ৮৬টি আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলা মুশফিকের এই সংস্করণে পরিসংখ্যান অনুজ্জ্বল নয়। সব মিলিয়ে ২০২ ম্যাচ খেলা বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যানের স্ট্রাইকরেট ১২৭, রান করেছেন ৪২৮৮ । দেশের বাইরে তাঁর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতা বলতে শুধু পিএসএল খেলা।

সেঞ্চুরির পর আফগান শেহজাদের ‘ট্রেডমার্ক’ উদযাপন । ফাইল ছবি

মোহাম্মদ শেহজাদ
মুশফিকের মতো মোহাম্মদ শেহজাদও ২০১৯ আইপিএলে বেশ আলোচিত হয়েছিলেন। অনেকে ধরে নিয়েছিলেন ,আইপিএলে নিশ্চিত দেখা যাবে আফগান হার্ড হিটারকে। নিলামে সেবার তাঁর ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। কোনো দলই আগ্রহ দেখায়নি তাঁর প্রতি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩০ ম্যাচে ১৩৫ স্ট্রাইক রেটে ৩৮৪২ রান করা শেহজাদ বারবার আইপিএলে খেলার আগ্রহ প্রকাশ করলেও তাঁকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ সামান্যই।

আইপিএল না খেললেও আন্তর্জাতিক ক্রিকেট ও অন্যান্য ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে কম আলো ছড়ান না উল্লেখিত চার তারকা ব্যাটসম্যান ! প্রত্যেকেই আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাবাহিক। কাঁড়ি কাঁড়ি টাকার ঝনঝনানি আর আলো ঝলমলে আইপিএলে না খেলেও যে ক্রিকেটাকাশে বড় নক্ষত্র হয়ে থাকা যায়, সেটির বড় উদাহরণও তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত