Ajker Patrika

‘বাংলাদেশকে এবার হালকাভাবে নেবে না ভারত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ০৩
‘বাংলাদেশকে এবার হালকাভাবে নেবে না ভারত’

পাকিস্তানকে তাদের মাঠে টেস্টে ধবলধোলাই করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেই সিরিজ শেষ হতে না হতেই আবার ভারত সিরিজে নামতে হচ্ছে বাংলাদেশ। ভারত সিরিজের আগে পাকিস্তানকে ধবলধোলাই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশকে অনেক আত্মবিশ্বাসী করেছে বলে মনে করেন জাকের আলী অনিক।

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ চলার সময়ই রবীচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়নারা ভারতকে হুঁশিয়ার করেছিলেন বাংলাদেশের ব্যাপারে। ভারত যেন বাংলাদেশকে হালকাভাবে না নেয়, সেটাই ছিল অশ্বিন ও রায়নার বক্তব্য। তাঁদের (অশ্বিন-রায়না) কথার প্রতিধ্বনিই যেন আজ শোনা গেল জাকেরের কণ্ঠে। মিরপুরে আজ দুপুরে ভারত সিরিজের প্রস্তুতি ক্যাম্পের ফাঁকে সংবাদমাধ্যমকে জাকের বলেন, ‘আমরা এখন ভারত সিরিজের জন্য সাদা বলের জন্য অনুশীলন করেছি। পাকিস্তানের সঙ্গে আমরা দারুণ একটা সিরিজ জয় করেছি। এই জয় দারুণ অনুপ্রেরণা আমাদের সবার জন্য। সবাই দারুণ ভালো খেলেছে। ভারতও এবার আমাদের হালকাভাবে নেবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সিরিজকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছে ভারতের সাবেক ক্রিকেটাররা।’

বড় দলের বিপক্ষে জিততে পারলে দলের পাশাপাশি ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন আসে বলে উল্লেখ করেছেন জাকের। বাংলাদেশের তরুণ ক্রিকেটার বলেন, ‘লাল কিংবা সাদা বলে খেলা হোক না কেন। যখন দল হিসাবে বড় দলের বিপক্ষে বড় পারফরম্যান্স করে দল, তখন অন্য রকম একটা আত্মবিশ্বাস তৈরি হয়। আমরা সেই আত্মবিশ্বাস নিয়ে ভারতে জেতার জন্য যাব। আমাদের মানসিকতাই এখন এমন—আমরা জেতার জন্য যাব। ভারত সিরিজে আমাদের লক্ষ্য থাকবে আমরা যেন সেরা সাফল্য করে আসতে পারি।’

ভারত সিরিজে বাংলাদেশ অনেক আত্মবিশ্বাসী থাকবে বলে মনে করেন জাকের আলী অনিক। ছবি: আজকের পত্রিকাপাকিস্তানের বিপক্ষে সিরিজে শান্তর সাহসী অধিনায়কত্বেও মুগ্ধ জাকের, ‘আপনারা দেখেছেন শান্ত কত দারুণ অধিনায়কত্ব করেছেন। সিরিজের এই ফলাফলই তার প্রমাণ। শান্ত সিরিজে বেশ কিছু ঝুঁকি নিয়েছেন। আপনি যখন অধিনায়ক হিসাবে ঝুঁকি নেবেন, তখন ফল আপনার পক্ষে আসতেও পারে আবার নাও পারে। তবে বেশির ভাগ সময় ইতিবাচক বিষয়গুলোই ঘটে দলের জন্য। তবে ঝুঁকি নেওয়ার সাহসটাই থাকা উচিত একজন অধিনায়কের। যেটা শান্তর আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত