Ajker Patrika

বৃষ্টিও বাঁচাতে পারল না বাংলাদেশের মেয়েদের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২২: ৪৭
Thumbnail image

তীব্র তাপপ্রবাহে পুড়ছে বাংলাদেশ। রাজধানী ঢাকাসহ অনেক জেলাতেই তাপমাত্রা ৪০ এর ওপর। সেই তুলনায় সিলেটের আবহাওয়া তুলনামূলক স্বস্তির। এখানে বৃষ্টির দেখা মিলছে প্রায়ই। 

সিলেটের বৃষ্টির প্রভাব পড়েছে বাংলাদেশ-ভারত নারীদের টি-টোয়েন্টি সিরিজেও। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিলেটে আজ বৃষ্টি বাগড়া দিয়েছে দফায় দফায়। তবে বৃষ্টিও বাঁচাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে। বৃষ্টি আইনে বাংলাদেশকে ১৯ রানে হারিয়েছে ভারতীয় নারী ক্রিকেটাররা। পাচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত এগিয়ে গেল ২-০ ব্যবধানে। 

১২০ রানের লক্ষ্যে দলীয় ১ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ইনিংসের দ্বিতীয় বলে মারুফা আকতারকে লেগ সাইডে ঘোরাতে যান শেফালি ভার্মা। ফাইন লেগ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বল উইকেটের পেছনে তালুবন্দী করেছেন জ্যোতি। শেফালি মেরেছেন গোল্ডেন ডাক। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন দয়ালান হেমলতা। প্রথম ওভার ভারত শেষ করে ১ উইকেটে ২ রানে। বাংলাদেশের সাফল্য বলতে এই ওভারটুকুই। দ্বিতীয় ওভার থেকে হাত খুলে খেলতে থাকেন ভারতীয় ব্যাটাররা। সুলতানা খাতুন বোলিংয়ে এসে দেন ১২ রান। ম্যাচেরই প্রথম ছক্কা এসেছে হেমলতার ব্যাট থেকে এই ওভারেই। সবচেয়ে বেশি খরুচে বোলিং করেন নাহিদা আকতার। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে নাহিদা দেন ১৩ রান। বাংলাদেশের বাঁহাতি স্পিনারকে একটি করে ছক্কা ও চার মারেন হেমলতা। 

হেমলতাই ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে চার মারেন মারুফাকে। ৫.২ ওভারে ভারতের স্কোর হয়ে যায় ১ উইকেটে ৪৭ রান। তখনই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টি এরপর আর না থামায় খেলা এখানেই থেমে যায়। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) মেথডে ভারতকে তখন করতে হতো ২৮ রান। ১৯ রানেই জিতে যায় সফরকারীরা। ২৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন হেমলতা। ম্যাচসেরার পুরস্কার জেতেন হেমলতা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ১১ ওভারে ৫ উইকেটে ৭০ রান হয়ে যায় স্বাগতিকদের। এরপরই নামে বৃষ্টি। বাংলাদেশের স্থানীয় সময় বিকাল ৪টা ৫৬ মিনিট থেকে ৫টা ৪১ মিনিট— ৪৫ মিনিট খেলা বন্ধ ছিল। বৃষ্টি থামার পর যখন খেলা শুরু হয়, তারপর আর ওভার কমানো হয়নি। নির্ধারিত ২০ ওভারে ১১৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন স্বাগতিকদের ওপেনার মুর্শিদা খাতুন। ৪৯ বলের ইনিংসে তিনটি ৫ চার মারেন মুর্শিদা। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রাধা যাদব। ৪ ওভার বোলিং করে ১৯ রান দিয়েছেন তিনি।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত