ক্রীড়া ডেস্ক
ফর্ম যেমনই হোক, রোহিত শর্মার অধিনায়কত্বে ভারত রীতিমতো উড়ছে। এশিয়ার দলটি জিতেছে টানা ৬ ওয়ানডে। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। এমন পরিস্থিতিতে তাঁকে মোটা বলে বিদ্রুপ করেছেন কংগ্রেসের এক নেতা। তাঁর এই কথার প্রতিবাদ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
রোহিতকে মোটা বলেছেন কংগ্রেস নেত্রী শামা মোহামেদ। তুমুল সমালোচনার মুখে সেই পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছেন। কিন্তু ততক্ষণে শামার কথা ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে গতকাল বিসিসিআই সচিব বলেন, ‘দল যখন আইসিসি টুর্নামেন্ট খেলছে, তখন এমন দায়িত্ববান ব্যক্তির কাছ থেকে এমন তুচ্ছ কথা মানা যায় না। এটা দল কিংবা কোনো ক্রিকেটারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সবাই নিজেদের সেরাটা দিচ্ছে। ফলও তো দেখা যাচ্ছে।’
রোহিতের ফিটনেস নিয়ে মূলত প্রশ্ন তুলেছিলেন শামা। কংগ্রেস নেত্রীর মতে ভারতের অধিনায়ক হওয়ার যোগ্যতা নেই রোহিতের। কংগ্রেস নেত্রীর ডিলিট করা পোস্টে লেখা ছিল, ‘রোহিত শর্মা মোটা খেলোয়াড়। তার ওজন কমানো দরকার। ভারতের ইতিহাসে সবচেয়ে বাজে অধিনায়ক। ভারতের অধিনায়ক হওয়া তাঁর কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার।’
রোহিতকে উদ্দেশ্য করে দেওয়া শামার বক্তব্য মেনে নিতে পারেননি দিলিপ দোশি। পিটিআই ভিডিওসকে দিলিপ বলেন, ‘মানুষ তার মতামত দেবে। তবে কখনো কখনো তাদের কথা শুনতে খারাপ লাগতে পারে। মানুষকে তাদের মতামত জানাতে দিন। রোহিত দেখতে আধুনিক, ক্লাসিকাল ক্রিকেটার মনে হয় না। তবে রোহিত অনেক প্রতিভাবান এবং অনেক ফিট। রোহিত কি ক্রিকেটীয় দিক থেকে ফিট? আমি বলব হ্যাঁ।’
দুবাইয়ে আজ প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়েছে। স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি করেন ৭৩ ও ৬১ রান। রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ২২ ওভারে ২ উইকেটে ১১০ রান করেছে। বিরাট কোহলি ব্যাটিং করছেন ৩৮ রানে। শ্রেয়াস আইয়ার ৩৪ রানে অপরাজিত। রোহিত দুইবার জীবন পেয়ে করেছেন ২৯ বলে ২৮ রান।
ফর্ম যেমনই হোক, রোহিত শর্মার অধিনায়কত্বে ভারত রীতিমতো উড়ছে। এশিয়ার দলটি জিতেছে টানা ৬ ওয়ানডে। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। এমন পরিস্থিতিতে তাঁকে মোটা বলে বিদ্রুপ করেছেন কংগ্রেসের এক নেতা। তাঁর এই কথার প্রতিবাদ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
রোহিতকে মোটা বলেছেন কংগ্রেস নেত্রী শামা মোহামেদ। তুমুল সমালোচনার মুখে সেই পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছেন। কিন্তু ততক্ষণে শামার কথা ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে গতকাল বিসিসিআই সচিব বলেন, ‘দল যখন আইসিসি টুর্নামেন্ট খেলছে, তখন এমন দায়িত্ববান ব্যক্তির কাছ থেকে এমন তুচ্ছ কথা মানা যায় না। এটা দল কিংবা কোনো ক্রিকেটারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সবাই নিজেদের সেরাটা দিচ্ছে। ফলও তো দেখা যাচ্ছে।’
রোহিতের ফিটনেস নিয়ে মূলত প্রশ্ন তুলেছিলেন শামা। কংগ্রেস নেত্রীর মতে ভারতের অধিনায়ক হওয়ার যোগ্যতা নেই রোহিতের। কংগ্রেস নেত্রীর ডিলিট করা পোস্টে লেখা ছিল, ‘রোহিত শর্মা মোটা খেলোয়াড়। তার ওজন কমানো দরকার। ভারতের ইতিহাসে সবচেয়ে বাজে অধিনায়ক। ভারতের অধিনায়ক হওয়া তাঁর কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার।’
রোহিতকে উদ্দেশ্য করে দেওয়া শামার বক্তব্য মেনে নিতে পারেননি দিলিপ দোশি। পিটিআই ভিডিওসকে দিলিপ বলেন, ‘মানুষ তার মতামত দেবে। তবে কখনো কখনো তাদের কথা শুনতে খারাপ লাগতে পারে। মানুষকে তাদের মতামত জানাতে দিন। রোহিত দেখতে আধুনিক, ক্লাসিকাল ক্রিকেটার মনে হয় না। তবে রোহিত অনেক প্রতিভাবান এবং অনেক ফিট। রোহিত কি ক্রিকেটীয় দিক থেকে ফিট? আমি বলব হ্যাঁ।’
দুবাইয়ে আজ প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়েছে। স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি করেন ৭৩ ও ৬১ রান। রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ২২ ওভারে ২ উইকেটে ১১০ রান করেছে। বিরাট কোহলি ব্যাটিং করছেন ৩৮ রানে। শ্রেয়াস আইয়ার ৩৪ রানে অপরাজিত। রোহিত দুইবার জীবন পেয়ে করেছেন ২৯ বলে ২৮ রান।
টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
১১ মিনিট আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
২০ মিনিট আগেলিটন দাস, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমানরা এশিয়া কাপ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল। হংকংয়ের বিপক্ষে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে সুখবর পেলেন মোস্তাফিজ।
৪২ মিনিট আগেআজ কি ঢাকায় ফিরতে পারবে বাংলাদেশ ফুটবল দল? সেই সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। চলমান অস্থিরতার জেরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর আগে অবশ্য স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে খোলার কথা বলেছিল। এমন অনিশ্চয়তার মধ্যে হোটেলেই সময় কাটছে জামাল
২ ঘণ্টা আগে