Ajker Patrika

আইসিসির মাসসেরার তালিকায় লর্ডস কাঁপানো অ্যাটকিনসন 

আইসিসির মাসসেরার তালিকায় লর্ডস কাঁপানো অ্যাটকিনসন 

লর্ডসে টেস্ট অভিষেকটা গাস অ্যাটকিনসন রাঙিয়েছেন নিজের মতো করে। তাঁর বিধ্বংসী বোলিংয়ে দুমড়ে মুচড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। লর্ডস কাঁপানো ইংলিশ এই পেসার জায়গা করে নিয়েছেন আইসিসির মাসসেরার তালিকায়।  

আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৪-এর জুলাই মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনীত তিন ক্রিকেটারের নাম জানিয়েছে। সংক্ষিপ্ত তালিকায় থাকা ভারতের ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ডের চার্লি ক্যাসেল হলেন অ্যাটকিনসনের প্রতিদ্বন্দ্বী।লর্ডসে গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০৬ রানে ১২ উইকেট।  প্রথম ও দ্বিতীয় ইনিংসে নেন ৭ ও ৫ উইকেট। টেস্ট অভিষেকে ইংল্যান্ডের বোলারদের মধ্যে এটা দ্বিতীয় সেরা বোলিং। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেকে ইংল্যান্ডের সেরা বোলিংয়ের রেকর্ড অক্ষত আছে ১৩৪ বছর ধরে। ১৮৯০ সালে লন্ডনের ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০২ রানে ১২ উইকেট নিয়েছিলেন ইংলিশ বাঁহাতি পেসার ফ্রেডরিখ মার্টিন।

জুলাই মাসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছেন অ্যাটকিনসন। বোলিং গড় ও ইকোনমি ১৬.২২ ও ৪.০১। আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে সর্বোচ্চ উইকেটশিকারী ইংল্যা ছিলেন। ওয়াশিংটন গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ১০ উইকেট। যার মধ্যে ৮টিই নিয়েছেন জিম্বাবুয়ে সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। সেই সিরিজে ওয়াশিংটনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৮ উইকেট  নিয়েছিলেন তাঁরই সতীর্থ মুকেশ কুমার।  

২০২৪-এর জুলাই মাসটা যে অভিষেকে ক্রিকেটারদের রাঙানোর বছর। অ্যাটকিন যেখানে টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন, ক্যাসেল রেকর্ড গড়েছেন ওয়ানডেতে। ডানডিতে আইসিসি বিশ্বকাপ লিগ টু এর ম্যাচে ওমানের ২১ রানে ৭ উইকেট নেন ক্যাসেল। কাগিসো রাবাদার ৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ওয়ানডে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড নিজের নামে লিখলেন ক্যাসেল। ২০১৫ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে নিজের প্রথম ম্যাচে ১৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন রাবাদা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত