ক্রীড়া ডেস্ক
রভমান পাওয়েল কোনো রকমে খোঁচা লাগিয়েছেন। তবে আউটসাইড এজ হওয়া বল সৌম্য সরকার ধরতে পারলেন না। সজোরে আসা বল তাঁর হাত থেকে যেমন ফস্কে গেছে, তেমনি ব্যথায় কাতড়াতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে ফিজিও চলে আসেন মাঠে।
ফিল্ডার হিসেবে দুর্দান্ত সৌম্য এই ক্যাচ হাতছাড়া করায় হতাশা বাড়ে তানজিম হাসান সাকিবসহ পুরো বাংলাদেশ দলের। কারণ, পাওয়েল তখন ০ রানে আউট হতেন। ১৩০ রানের লক্ষ্যে নামা ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন হয়ে যেত ৬.৩ ওভারে ৫ উইকেটে ৩৩ রান।
০ রানে জীবন পেলেও অবশ্য ইনিংস বড় করতে পারেনি পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ৭ বলে ১ চারে ৬ রান করে ফিরেছেন। অষ্টম ওভারের দ্বিতীয় বলে হাসান মাহমুদকে লেগ সাইডে ঘোরাতে যান পাওয়েল। এজ হওয়া বল পয়েন্টে ডাইভ দিয়ে দারুণভাবে তালুবন্দী করেছেন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজের স্কোর তখন হয়ে যায় ৭.২ ওভারে ৫ উইকেটে ৪১ রান। সেই ওভারটি হাসান মাহমুদ দিয়েছেন উইকেট মেডেন।
ষষ্ঠ উইকেটও ওয়েস্ট ইন্ডিজ হারাতে বসেছিল ৪১ রানে। নবম ওভারের প্রথম বলে রস্টন চেজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তানজিম হাসান সাকিব। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন চেজ। বল স্টাম্পের ওপর দিয়ে চলে যাওয়ায় চেজ সে যাত্রায় বেঁচে যান।
চেজ বাঁচলেও তাঁর সতীর্থ রোমারিও শেফার্ড বাঁচতে পারেননি। নবম ওভারের তৃতীয় বলে তানজিম সাকিবকে পুল করতে যান শেফার্ড। এজ হওয়া বল স্লিপে ধরেছেন তানজিদ হাসান তামিম। শেফার্ড ডাক মারলে উইন্ডিজ ৮.৩ ওভারে ৬ উইকেটে ৪২ রানে পরিণত হয়।
১৩০ রানের লক্ষ্যে নেমে প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই তাসকিন আহমেদের ঝোড়া আঘাত। ওভারের প্রথম ও পঞ্চম বলে দুই ক্যারিবিয় ব্যাটার ব্র্যান্ডন কিং ও আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়েছেন তাসকিন। কিং ১ রান করলেও ফ্লেচার রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। দুটি ক্যাচই ধরেছেন উইকেটরক্ষক লিটন দাস।
ঝড়ের আভাস দেওয়া ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লসকে এরপর ফিরিয়েছেন শেখ মেহেদী হাসান। ১২ বলে ২ চার ও ১ ছক্কায় ১৪ রান করে এলবিডব্লিউ হয়েছেন চার্লস। উইন্ডিজের আরেক বিধ্বংসী ব্যাটার নিকোলাস পুরানের (৫) উইকেটটাও দ্রুত তুলে নিয়েছেন মেহেদী। স্লিপে ক্যাচ ধরেন সৌম্য। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) ওয়েস্ট ইন্ডিজ শেষ করে ৪ উইকেটে ৩২ রানে।
রভমান পাওয়েল কোনো রকমে খোঁচা লাগিয়েছেন। তবে আউটসাইড এজ হওয়া বল সৌম্য সরকার ধরতে পারলেন না। সজোরে আসা বল তাঁর হাত থেকে যেমন ফস্কে গেছে, তেমনি ব্যথায় কাতড়াতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে ফিজিও চলে আসেন মাঠে।
ফিল্ডার হিসেবে দুর্দান্ত সৌম্য এই ক্যাচ হাতছাড়া করায় হতাশা বাড়ে তানজিম হাসান সাকিবসহ পুরো বাংলাদেশ দলের। কারণ, পাওয়েল তখন ০ রানে আউট হতেন। ১৩০ রানের লক্ষ্যে নামা ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন হয়ে যেত ৬.৩ ওভারে ৫ উইকেটে ৩৩ রান।
০ রানে জীবন পেলেও অবশ্য ইনিংস বড় করতে পারেনি পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ৭ বলে ১ চারে ৬ রান করে ফিরেছেন। অষ্টম ওভারের দ্বিতীয় বলে হাসান মাহমুদকে লেগ সাইডে ঘোরাতে যান পাওয়েল। এজ হওয়া বল পয়েন্টে ডাইভ দিয়ে দারুণভাবে তালুবন্দী করেছেন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজের স্কোর তখন হয়ে যায় ৭.২ ওভারে ৫ উইকেটে ৪১ রান। সেই ওভারটি হাসান মাহমুদ দিয়েছেন উইকেট মেডেন।
ষষ্ঠ উইকেটও ওয়েস্ট ইন্ডিজ হারাতে বসেছিল ৪১ রানে। নবম ওভারের প্রথম বলে রস্টন চেজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তানজিম হাসান সাকিব। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন চেজ। বল স্টাম্পের ওপর দিয়ে চলে যাওয়ায় চেজ সে যাত্রায় বেঁচে যান।
চেজ বাঁচলেও তাঁর সতীর্থ রোমারিও শেফার্ড বাঁচতে পারেননি। নবম ওভারের তৃতীয় বলে তানজিম সাকিবকে পুল করতে যান শেফার্ড। এজ হওয়া বল স্লিপে ধরেছেন তানজিদ হাসান তামিম। শেফার্ড ডাক মারলে উইন্ডিজ ৮.৩ ওভারে ৬ উইকেটে ৪২ রানে পরিণত হয়।
১৩০ রানের লক্ষ্যে নেমে প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই তাসকিন আহমেদের ঝোড়া আঘাত। ওভারের প্রথম ও পঞ্চম বলে দুই ক্যারিবিয় ব্যাটার ব্র্যান্ডন কিং ও আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়েছেন তাসকিন। কিং ১ রান করলেও ফ্লেচার রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। দুটি ক্যাচই ধরেছেন উইকেটরক্ষক লিটন দাস।
ঝড়ের আভাস দেওয়া ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লসকে এরপর ফিরিয়েছেন শেখ মেহেদী হাসান। ১২ বলে ২ চার ও ১ ছক্কায় ১৪ রান করে এলবিডব্লিউ হয়েছেন চার্লস। উইন্ডিজের আরেক বিধ্বংসী ব্যাটার নিকোলাস পুরানের (৫) উইকেটটাও দ্রুত তুলে নিয়েছেন মেহেদী। স্লিপে ক্যাচ ধরেন সৌম্য। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) ওয়েস্ট ইন্ডিজ শেষ করে ৪ উইকেটে ৩২ রানে।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৫ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৫ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে