Ajker Patrika

এশিয়া কাপে বিশেষ ব্যাট দিয়ে খেলবেন কোহলি

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৪: ৪৫
এশিয়া কাপে বিশেষ ব্যাট দিয়ে খেলবেন কোহলি

ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। দীর্ঘদিন ধরে ছন্দে ফিরতে সংগ্রাম করছেন তিনি। ফর্মে ফিরতে মাঝে কয়েকটি সিরিজে বিশ্রামও নিয়েছেন ভারতীয় ব্যাটার। বিশ্রামের পর এশিয়া কাপ হবে ফর্মে ফেরার প্রথম পরীক্ষা। টুর্নামেন্টকে পাখির চোখ করে একটি পরিকল্পনাও সাজিয়েছেন তিনি। সাবেক অধিনায়ক এশিয়া কাপ খেলতে নামবেন বিশেষ এক ব্যাট দিয়ে।

২০১৫ সাল থেকে টায়ার উৎপাদনকারী কোম্পানি মাদ্রাজ রাবার ফ্যাক্টরির (এমআরএফ) লোগোর ব্যাটে খেলছেন কোহলি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে এমআরএফের তৈরি ব্যাট দিয়েই খেলবেন তিনি। তবে এবারের ব্যাটটি এমআরএফ কোম্পানি কোহলির জন্য বিশেষভাবে তৈরি করেছে। ভারতের তারকা ক্রিকেটারের জন্য বানানো ব্যাটটি হচ্ছে ‘গোল্ড উইজার্ড’। ব্যাটটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ইংলিশদের বিলাসবহুল উইলো কাঠ। বিশেষ এই ব্যাটের দাম বাংলাদেশি মুদ্রায় ২৬ হাজার টাকা।

কোহলির দীর্ঘদিনের ছন্দহীনতা আলোচনা-সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটে। তাঁর ক্লাস নিয়ে কারও কোনো সন্দেহ নেই। কিন্তু দীর্ঘ সময়ের ফর্মহীনতার পরও তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। এমনকি ভারতের এশিয়া কাপের দল থেকে তাঁকে বাদ দেওয়ার কথাও বলেছিলেন ১৯৮৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেব। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে রবি শাস্ত্রী-ওয়াসিম আকরামদের মতো লিজেন্ডদের অনেককে পাশেও পাচ্ছেন ভারতের রান মেশিন।

সে যাই হোক, কোহলিকে স্কোয়াডে রেখেই এশিয়া কাপে দল পাঠিয়েছে ভারত। আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। এক দিন পরেই মাঠে নামবেন কোহলি। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। বারব আজম-মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে ম্যাচ দিয়েই তাঁর বিশেষ ব্যাটের পরীক্ষা শুরু হবে। আর টুর্নামেন্টেই বোঝা যাবে বিশেষ ব্যাটে কোহলি ছন্দ ফিরে পাবেন কি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান—৯৯৯–এ স্বামীর ফোন

ডিটারজেন্ট, তেল ও সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, সরবরাহ মিল্ক ভিটায়

১৫৮ বছর আগে হারানো আলাস্কাতেই কি ইউক্রেনের জমি লিখে নেবে রাশিয়া

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত