নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক আঙিনায় পা দেওয়ার আগেই শামীম হোসেন পাটোয়ারী তকমা পেয়ে গিয়েছিলেন ‘পাওয়ার হিটার’! জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে অভিষেকেই সেই ঝলক দেখিয়েছেনও। সেদিনের তোলা ঝড়টা বিফলে গেলেও আজ দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই অলরাউন্ডার। খেলেছেন ১৫ বলে ৩১ রানের দারুণ ইনিংস। ম্যাচ শেষে শামীম জানালেন, সাহস করে মেরেই এসেছে সাফল্য।
ম্যাচশেষে হারারে থেকে শামীম শুনিয়েছেন সেই গল্প, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ বল কম পাওয়া যায়। বেশির ভাগ সময়ই ভালো বল আসে। আর সেগুলোই সাহস করে মারতে হয়। এই দায়িত্ব নিয়ে খেলতে হয়।’
অভিষেকে ১৩ বলে ২৯ রানের ইনিংসের পরেও দলের জয় এনে দিতে পারেননি। শামীম তাই পাখির চোখ করে রেখেছিলেন ফাইনালে রূপ নেওয়া আজকের ম্যাচটিকে, ‘গত ম্যাচে শেষ করে আসতে পারিনি। মনে পুষে রেখেছিলাম পরের ম্যাচে সুযোগ পেলে লক্ষ্য থাকবে শেষ করে আসা। সেই সুযোগটা পেয়ে আমি সফলও হয়েছি। তাই অনেক ভালো লাগছে।’
ব্যাটিং করতে নামার আগে সাজঘরে বসে যখন শামীম সৌম্য–মাহমুদউল্লাহর ব্যাটিং দেখছিলেন, তখন থেকেই নাকি তাঁর মনে হচ্ছিল ম্যাচটা বাংলাদেশ জিতবে। বাকিটা শুনুন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের এই অলরাউন্ডারের মুখেই, ‘যখন সৌম্য-রিয়াদ ভাই ব্যাটিং করছিলেন তখন সবকিছুই ইতিবাচক ছিল আমাদের দিকে। তখন মনে হচ্ছিল যেভাবেই হোক আমরা জিতব।’
শামীম জানালেন মাহমুদউল্লাহর পরিকল্পনা অনুযায়ী খেলেই সফল হয়েছেন তিনি, ‘রিয়াদ ভাই আমাকে বলছিলেন, ওভারে ১০ করে এলে ম্যাচটা সহজ হয়ে যাবে। একটা বাউন্ডারি বা একটা ছক্কা আসলেই হবে। আমি সেই পরিকল্পনা ধরে খেলেছি।’
বয়সভিত্তিক আর ঘরোয়া ক্রিকেটের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। সেটি দুই ম্যাচ খেলেই বুঝে গেছেন শামীম, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কঠিন। এত দিন অনূর্ধ্ব-১৯ খেলেছি বা ক্লাব খেলেছি তার চেয়ে আন্তর্জাতিক অনেক কঠিন। সেটি বুঝতে পেরেছি এখানে (জিম্বাবুয়ে) এসে।’
শামীম পছন্দ করেন মেরে খেলতে। পেশিশক্তির জোরে চার–ছক্কা মারতে ভালোবাসেন এই তরুণ। সেদিক দিয়ে টি–টোয়েন্টি দিয়ে অভিষেক হওয়াটা তাঁর জন্য ভালো হয়েছে মনে করেন শামীম, ‘আমার যেহেতু টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অভিষেক হয়েছে। সুতরাং আমার জন্য ভালো হয়েছে–যে সিরিজ জয় দিয়ে শুরু করেছি। এটা আমার জন্যও ভালো, দলের জন্যও ভালো।’
আন্তর্জাতিক আঙিনায় পা দেওয়ার আগেই শামীম হোসেন পাটোয়ারী তকমা পেয়ে গিয়েছিলেন ‘পাওয়ার হিটার’! জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে অভিষেকেই সেই ঝলক দেখিয়েছেনও। সেদিনের তোলা ঝড়টা বিফলে গেলেও আজ দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই অলরাউন্ডার। খেলেছেন ১৫ বলে ৩১ রানের দারুণ ইনিংস। ম্যাচ শেষে শামীম জানালেন, সাহস করে মেরেই এসেছে সাফল্য।
ম্যাচশেষে হারারে থেকে শামীম শুনিয়েছেন সেই গল্প, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ বল কম পাওয়া যায়। বেশির ভাগ সময়ই ভালো বল আসে। আর সেগুলোই সাহস করে মারতে হয়। এই দায়িত্ব নিয়ে খেলতে হয়।’
অভিষেকে ১৩ বলে ২৯ রানের ইনিংসের পরেও দলের জয় এনে দিতে পারেননি। শামীম তাই পাখির চোখ করে রেখেছিলেন ফাইনালে রূপ নেওয়া আজকের ম্যাচটিকে, ‘গত ম্যাচে শেষ করে আসতে পারিনি। মনে পুষে রেখেছিলাম পরের ম্যাচে সুযোগ পেলে লক্ষ্য থাকবে শেষ করে আসা। সেই সুযোগটা পেয়ে আমি সফলও হয়েছি। তাই অনেক ভালো লাগছে।’
ব্যাটিং করতে নামার আগে সাজঘরে বসে যখন শামীম সৌম্য–মাহমুদউল্লাহর ব্যাটিং দেখছিলেন, তখন থেকেই নাকি তাঁর মনে হচ্ছিল ম্যাচটা বাংলাদেশ জিতবে। বাকিটা শুনুন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের এই অলরাউন্ডারের মুখেই, ‘যখন সৌম্য-রিয়াদ ভাই ব্যাটিং করছিলেন তখন সবকিছুই ইতিবাচক ছিল আমাদের দিকে। তখন মনে হচ্ছিল যেভাবেই হোক আমরা জিতব।’
শামীম জানালেন মাহমুদউল্লাহর পরিকল্পনা অনুযায়ী খেলেই সফল হয়েছেন তিনি, ‘রিয়াদ ভাই আমাকে বলছিলেন, ওভারে ১০ করে এলে ম্যাচটা সহজ হয়ে যাবে। একটা বাউন্ডারি বা একটা ছক্কা আসলেই হবে। আমি সেই পরিকল্পনা ধরে খেলেছি।’
বয়সভিত্তিক আর ঘরোয়া ক্রিকেটের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। সেটি দুই ম্যাচ খেলেই বুঝে গেছেন শামীম, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কঠিন। এত দিন অনূর্ধ্ব-১৯ খেলেছি বা ক্লাব খেলেছি তার চেয়ে আন্তর্জাতিক অনেক কঠিন। সেটি বুঝতে পেরেছি এখানে (জিম্বাবুয়ে) এসে।’
শামীম পছন্দ করেন মেরে খেলতে। পেশিশক্তির জোরে চার–ছক্কা মারতে ভালোবাসেন এই তরুণ। সেদিক দিয়ে টি–টোয়েন্টি দিয়ে অভিষেক হওয়াটা তাঁর জন্য ভালো হয়েছে মনে করেন শামীম, ‘আমার যেহেতু টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অভিষেক হয়েছে। সুতরাং আমার জন্য ভালো হয়েছে–যে সিরিজ জয় দিয়ে শুরু করেছি। এটা আমার জন্যও ভালো, দলের জন্যও ভালো।’
ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১৩ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৪ ঘণ্টা আগে