Ajker Patrika

রুটের সেঞ্চুরির পরও বুমরায় স্বস্তি ভারতের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ জুলাই ২০২৫, ২২: ২৭
টেস্টে ১৫তমবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন বুমরা। ছবি: এএফপি
টেস্টে ১৫তমবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন বুমরা। ছবি: এএফপি

দ্বিতীয় দিনের প্রথম বলেই কিংবদন্তি ইংলিশ ব্যাটার জ্যাক হবস ও সাবেক অধিনায়ক মাইকেল ভনের পাশে বসলেন জো রুট। জসপ্রীত বুমরাকে চার মেরে লর্ডসে টানা তৃতীয় সেঞ্চুরির কীর্তি গড়লেন এই তারকা ব্যাটার। হবস ও ভনের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের ঐতিহ্যবাহী মাঠে অসাধারণ কাজটি করলেন রুট। তবে এই সেঞ্চুরির পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্বাগতিকদের ব্যাটিং অর্ডার। বুমরার ৫ উইকেটের সৌজন্যে ৩৮৭ রানে প্রথম ইনিংস থামে ইংল্যান্ডের।

তৃতীয় সেশনের খেলা চলছে, প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৭৪ রান করে ভারত। ৪ বছরের বেশি সময় পর টেস্ট খেলতে নেমে নিজের প্রথম ওভারেই উইকেট উদ্‌যাপন করেন জফরা আর্চার। ১৩ রানে ফেরান যশস্বী জয়সওয়ালকে। বেন স্টোকসের বলে করুন নায়ার আউট হন ৪০ রানে। লোকেশ রাহুল ২১ ও শুবমান গিল ০ রানে অপরাজিত আছেন।

এর আগে প্রথম দিনের ৪ উইকেটে ২৫২ রান থেকে আজ আবারও ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। তৃতীয় ওভার থেকেই বুমরার তোপে দিশেহারা হয়ে ওঠে ইংলিশরা। ৪৪ রানে বোল্ড হন বেন স্টোকস (৪৪)। পঞ্চম ওভারে ফেরেন রুটও। প্রথম দিনের খেলা শেষে সেঞ্চুরি থেকে ১ রান দূরে ছিলেন। দ্বিতীয় দিন প্রথম বলে তুলে নেন ৩৭তম টেস্ট সেঞ্চুরি। বুমরার বলে বোল্ড হওয়ার আগে ১৯৯ বলে করেছেন ১০৪ রান। ইনিংসে ছিল ১০টি চার।

টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় রুট ছাড়িয়ে যান ভারতের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়কে (৩৬)। তাঁর সামনে রয়েছেন শুধু কুমার সাঙ্গাকারা (৩৮), রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও শচীন টেন্ডুলকার (৫১)। ভারতের বিপক্ষে টেস্টে স্টিভেন স্মিথের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরিও এখন রুটের। দুজনেরই ১১টি করে সেঞ্চুরি। এই ইনিংসের সৌজন্যে ভারতের বিপক্ষে টেস্টে ৩০০০ রান ছাড়িয়েছেন রুট, তাঁর চেয়ে বেশি রান নেই আর কারও।

২৭১ রানে ৭ উইকেট হারিয়ে ৩০০ পেরোনোর শঙ্কা দেখা দেয় ইংল্যান্ডের স্কোর। তবে শেষদিকে জেমি স্মিথের ৫১ ও ব্রাইডন কার্সের (৫৬) প্রথম টেস্ট ফিফটিতে ৩৮৭ করে তারা। ২১ ইনিংসে উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে ১০০০ রানের মাইলফলক ছুঁলেন জেমি। টেস্টে ১৫তমবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন বুমরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত