ক্রীড়া ডেস্ক
দ্বিতীয় দিনের প্রথম বলেই কিংবদন্তি ইংলিশ ব্যাটার জ্যাক হবস ও সাবেক অধিনায়ক মাইকেল ভনের পাশে বসলেন জো রুট। জসপ্রীত বুমরাকে চার মেরে লর্ডসে টানা তৃতীয় সেঞ্চুরির কীর্তি গড়লেন এই তারকা ব্যাটার। হবস ও ভনের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের ঐতিহ্যবাহী মাঠে অসাধারণ কাজটি করলেন রুট। তবে এই সেঞ্চুরির পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্বাগতিকদের ব্যাটিং অর্ডার। বুমরার ৫ উইকেটের সৌজন্যে ৩৮৭ রানে প্রথম ইনিংস থামে ইংল্যান্ডের।
তৃতীয় সেশনের খেলা চলছে, প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৭৪ রান করে ভারত। ৪ বছরের বেশি সময় পর টেস্ট খেলতে নেমে নিজের প্রথম ওভারেই উইকেট উদ্যাপন করেন জফরা আর্চার। ১৩ রানে ফেরান যশস্বী জয়সওয়ালকে। বেন স্টোকসের বলে করুন নায়ার আউট হন ৪০ রানে। লোকেশ রাহুল ২১ ও শুবমান গিল ০ রানে অপরাজিত আছেন।
এর আগে প্রথম দিনের ৪ উইকেটে ২৫২ রান থেকে আজ আবারও ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। তৃতীয় ওভার থেকেই বুমরার তোপে দিশেহারা হয়ে ওঠে ইংলিশরা। ৪৪ রানে বোল্ড হন বেন স্টোকস (৪৪)। পঞ্চম ওভারে ফেরেন রুটও। প্রথম দিনের খেলা শেষে সেঞ্চুরি থেকে ১ রান দূরে ছিলেন। দ্বিতীয় দিন প্রথম বলে তুলে নেন ৩৭তম টেস্ট সেঞ্চুরি। বুমরার বলে বোল্ড হওয়ার আগে ১৯৯ বলে করেছেন ১০৪ রান। ইনিংসে ছিল ১০টি চার।
টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় রুট ছাড়িয়ে যান ভারতের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়কে (৩৬)। তাঁর সামনে রয়েছেন শুধু কুমার সাঙ্গাকারা (৩৮), রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও শচীন টেন্ডুলকার (৫১)। ভারতের বিপক্ষে টেস্টে স্টিভেন স্মিথের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরিও এখন রুটের। দুজনেরই ১১টি করে সেঞ্চুরি। এই ইনিংসের সৌজন্যে ভারতের বিপক্ষে টেস্টে ৩০০০ রান ছাড়িয়েছেন রুট, তাঁর চেয়ে বেশি রান নেই আর কারও।
২৭১ রানে ৭ উইকেট হারিয়ে ৩০০ পেরোনোর শঙ্কা দেখা দেয় ইংল্যান্ডের স্কোর। তবে শেষদিকে জেমি স্মিথের ৫১ ও ব্রাইডন কার্সের (৫৬) প্রথম টেস্ট ফিফটিতে ৩৮৭ করে তারা। ২১ ইনিংসে উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে ১০০০ রানের মাইলফলক ছুঁলেন জেমি। টেস্টে ১৫তমবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন বুমরা।
দ্বিতীয় দিনের প্রথম বলেই কিংবদন্তি ইংলিশ ব্যাটার জ্যাক হবস ও সাবেক অধিনায়ক মাইকেল ভনের পাশে বসলেন জো রুট। জসপ্রীত বুমরাকে চার মেরে লর্ডসে টানা তৃতীয় সেঞ্চুরির কীর্তি গড়লেন এই তারকা ব্যাটার। হবস ও ভনের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের ঐতিহ্যবাহী মাঠে অসাধারণ কাজটি করলেন রুট। তবে এই সেঞ্চুরির পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্বাগতিকদের ব্যাটিং অর্ডার। বুমরার ৫ উইকেটের সৌজন্যে ৩৮৭ রানে প্রথম ইনিংস থামে ইংল্যান্ডের।
তৃতীয় সেশনের খেলা চলছে, প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৭৪ রান করে ভারত। ৪ বছরের বেশি সময় পর টেস্ট খেলতে নেমে নিজের প্রথম ওভারেই উইকেট উদ্যাপন করেন জফরা আর্চার। ১৩ রানে ফেরান যশস্বী জয়সওয়ালকে। বেন স্টোকসের বলে করুন নায়ার আউট হন ৪০ রানে। লোকেশ রাহুল ২১ ও শুবমান গিল ০ রানে অপরাজিত আছেন।
এর আগে প্রথম দিনের ৪ উইকেটে ২৫২ রান থেকে আজ আবারও ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। তৃতীয় ওভার থেকেই বুমরার তোপে দিশেহারা হয়ে ওঠে ইংলিশরা। ৪৪ রানে বোল্ড হন বেন স্টোকস (৪৪)। পঞ্চম ওভারে ফেরেন রুটও। প্রথম দিনের খেলা শেষে সেঞ্চুরি থেকে ১ রান দূরে ছিলেন। দ্বিতীয় দিন প্রথম বলে তুলে নেন ৩৭তম টেস্ট সেঞ্চুরি। বুমরার বলে বোল্ড হওয়ার আগে ১৯৯ বলে করেছেন ১০৪ রান। ইনিংসে ছিল ১০টি চার।
টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় রুট ছাড়িয়ে যান ভারতের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়কে (৩৬)। তাঁর সামনে রয়েছেন শুধু কুমার সাঙ্গাকারা (৩৮), রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও শচীন টেন্ডুলকার (৫১)। ভারতের বিপক্ষে টেস্টে স্টিভেন স্মিথের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরিও এখন রুটের। দুজনেরই ১১টি করে সেঞ্চুরি। এই ইনিংসের সৌজন্যে ভারতের বিপক্ষে টেস্টে ৩০০০ রান ছাড়িয়েছেন রুট, তাঁর চেয়ে বেশি রান নেই আর কারও।
২৭১ রানে ৭ উইকেট হারিয়ে ৩০০ পেরোনোর শঙ্কা দেখা দেয় ইংল্যান্ডের স্কোর। তবে শেষদিকে জেমি স্মিথের ৫১ ও ব্রাইডন কার্সের (৫৬) প্রথম টেস্ট ফিফটিতে ৩৮৭ করে তারা। ২১ ইনিংসে উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে ১০০০ রানের মাইলফলক ছুঁলেন জেমি। টেস্টে ১৫তমবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন বুমরা।
গ্র্যান্ড স্লাম ফাইনাল হারের নজির নেই তাঁর। আগের পাঁচবারের পাঁচটিতেই পেয়েছেন শিরোপার দেখা। ষষ্ঠবারে এসেও রেকর্ড অক্ষুণ্ন রাখলেন ইগা শিয়াতেক৷ যুক্তরাষ্ট্রের অ্যামান্ডা অ্যানিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে পেলেন উইম্বলডনের নতুন রানির মুকুট।
৩ ঘণ্টা আগে‘২৪ ঘণ্টা আগেও ক্রিকেট নিয়ে ইতালিয়ানদের ধারণা ছিল প্রায় শূন্যের কোটায়। এখন কিছু লোক জানতে শুরু করেছে’—ঠিক এভাবেই বলছিলেন ইতালি ক্রিকেট ফেডারেশনের প্রথম চেয়ারম্যান ও আজীবনের সভাপতি সিমোন গাম্বোনি। ১৫ বছর বয়সে যে স্বপ্নটা তিনি দেখেছিলেন, তা পূর্ণতায় রূপ নিয়েছে গতকাল। ইউরোপিয়ান বাছাই থেকে নেদারল্যান্ডস
৪ ঘণ্টা আগেঅধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারছেন না। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ওয়ানডে দলেই একাদশে জায়গা পাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ হয়েছেন তিনি। লিটনকে নিয়ে চিন্তিত বাংলাদেশ কোচও। ফিল সিমন্স লিটনের আত্মবিশ্বাসে যথেষ্ট ঘাটতি দেখছেন।
৬ ঘণ্টা আগেপ্রায় আড়াই ঘণ্টার বৈঠকে আসেনি কোনো সিদ্ধান্ত। হয়েছে শুধুই আলোচনা। সিদ্ধান্তে আসতে জাতীয় দল কমিটি চার-পাঁচদিন পর বসবে আবারও। ফর্টিসে আজকের এজেন্ডা ছিল জাতীয় দলের প্রীতি ম্যাচ ও অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প নিয়ে।
৭ ঘণ্টা আগে