Ajker Patrika

সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব কমাতে আলোচনা করছেন নির্বাচকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৪: ২১
সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব কমাতে আলোচনা করছেন নির্বাচকেরা

ঘরে ও ঘরের বাইরে গত পাঁচ মাসে বাংলাদেশ ক্রিকেট দল পেয়েছে একের পর এক সাফল্য। সাফল্যের উল্টো পিঠে ক্রমেই জমছে অসন্তুষ্টিও। সেটি সিনিয়র ক্রিকেটারদের নিয়ে। মাশরাফি বিন মুর্তজাকে দিয়ে এর শুরু। সর্বশেষ তামিম ইকবালের বিশ্বকাপ দল থেকে সরে যাওয়া এবং মুশফিকুর রহিমের কিপিং ছাড়ার ঘটনায় আবারও সামনে এসেছে বিষয়টি। কয়েক মাসের নানা ঘটনাপ্রবাহ আর খেলোয়াড়দের সঙ্গে কথা বলে একটি বিষয়ে পরিষ্কার—ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অসন্তুষ্টি বেড়েই চলেছে সিনিয়র ক্রিকেটারদের। 

আজ বিশ্বকাপের দল ঘোষণার সংবাদ সম্মেলনে তাই সামনে এসেছে বিষয়টি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য শুরুতে এড়াতে চাইলেন প্রসঙ্গটি। তিনি বলেছেন, ‘আমাদের (নির্বাচক) পক্ষ থেকে দূরত্ব কখনো হয়নি। সিনিয়র ক্রিকেটারদের প্রতি সম্মান সব সময় আছে, সারা জীবন থাকবে। এটা নিয়ে সমালোচনা-আলোচনা করার কোনো সুযোগ নেই।’ 

সাংবাদিকেরা সম্প্রতি মুশফিকের কিপিং ছাড়ার বিষয়টি তুলে ধরলে মিনহাজুল বলেন, ‘অবশ্যই আমরা এটা নিয়ে (সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব) আলোচনা করছি এবং অতি দ্রুত সমাধান করা হবে।’ 

সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দূরত্বের বিষয়টি সামনে আসে এ বছরের শুরুতে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আলোচনা ছিল মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে। অধিনায়কত্ব থেকে মাশরাফি বিদায় নিলেও আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়জীবনের ইতি তিনি এখনো টানেননি। তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, মাঠ থেকে ঘটা করে বিদায় নেওয়ার আগ্রহও তিনি হারিয়ে ফেলেছেন। তাঁকে নিয়ে ম্যানেজমেন্টের সিদ্ধান্তগুলো সিনিয়র ক্রিকেটারদের কাছে ভিন্ন বার্তাই দিয়েছে। 

এরপর জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে টেস্টের তৃতীয় দিন আচমকা অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। লাল বলের ক্রিকেট থেকে ১৬ মাস ধরে উপেক্ষিত মাহমুদউল্লাহ নাকি অপেক্ষায় ছিলেন সুযোগ পাওয়ার। সেটি পেয়েই খেললেন ক্যারিয়ার-সেরা ১৫০ রানের অপরাজিত ইনিংস। সেই দুর্দান্ত ইনিংসটি তাঁর সিদ্ধান্ত নিতে সহজ করে দেয়। তবে অবসর নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মাহমুদউল্লাহ। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও মাহমুদউল্লাহর সিদ্ধান্ত নিয়ে বারবার বিরক্তি প্রকাশ করেছেন। 

বিশ্বকাপের দলে ভালোভাবেই বিবেচনায় থাকলেও নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দল থেকে সরে দাঁড়ান তামিম। এরপর নুরুল হাসান সোহানের সঙ্গে কিপিংয়ের লড়াইয়ে না নেমে মুশফিক টি–টোয়েন্টিতে আর কিপিং না করার সিদ্ধান্তই নিয়ে ফেললেন। সিনিয়র ক্রিকেটাররা মনে করেন, মাশরাফিকে প্রাপ্য সম্মানটা দেওয়া হয়নি। এবং তাঁদের সঙ্গেও একই আচরণ করা হচ্ছে। 

সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব কমাতে তাই কি এগিয়ে এলেন নির্বাচকেরা? এবার কি তাহলে অসন্তুষ্টির বরফ গলবে? 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত