Ajker Patrika

বাংলাদেশকে রানপাহাড়ের স্বপ্ন দেখাচ্ছেন মুমিনুল-নাজমুল

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৭: ০১
বাংলাদেশকে রানপাহাড়ের স্বপ্ন দেখাচ্ছেন মুমিনুল-নাজমুল

ঢাকা: প্রথম দিনের খেলা যেখানে শেষ করেছিল বাংলাদেশ, আজ দ্বিতীয় দিনের শুরুটা সেখান থেকেই। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৭৬  রান যোগ করেছে বাংলাদেশ দল। লাঞ্চের আগে স্কোর ২ উইকেটে ৩৭৮। বাংলাদেশকে রানপাহাড়ের স্বপ্ন দেখাচ্ছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন।
 
কালকের মতো আজও শুরু থেকে বেশ দেখেশুনে খেলছেন উইকেটে থাকা দুই ব্যাটসম্যান নাজমুল ও মুমিনুল । পরিস্থিতির দাবি মিটিয়ে দলকে এগিয়ে নিচ্ছে এই জুটি।
 
টেস্টে দ্বিতীয়বারের মতো ২ উইকেট হারিয়ে ১০০ ওভার  ব্যাটিং করল বাংলাদেশ। এর আগে ২০০৩ সালে পেশোয়ার টেস্টে এই কীর্তি গড়েছিল বাংলাদেশ।  দলের রেকর্ডের মতো নিজেদের ব্যক্তিগত মাইলফলকও স্পর্শ করেছেন উইকেটে থাকা দুই ব্যাটসম্যান। ১০৮ তম  ওভারের পঞ্চম বলে ধনঞ্জয়া ডি সিলভাকে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন অধিনায়ক মুমিনুল হক। যেটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি।
 
দেশের বাইরে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপও মেটালেন মুমিনুল। এর আগে ঘরের মাঠে ১০ টি সেঞ্চুরি করলেও দেশের বাইরে তিন অঙ্ক ছোঁয়া হচ্ছিল না এই বাঁহাতির। ১০৭ রানে অপরাজিত থাকা মুমিনুল সবচেয়ে বেশি রান করেছেন ফ্লিক শটে--৩২ রান।
 
মুমিনুলের সেঞ্চুরির পর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ১৫০তে রূপ দিয়েছেন নাজমুল শান্ত। ১৫৫ রান নিয়ে উইকেটে থাকা নাজমুল কাভার শটে করেছে সবচেয়ে বেশি রান। করেছেন ৩৪ রান। শান্ত - মুমিনুলের ২২৬ রানের অবিচ্ছেদ্য জুটি তৃতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ।
 
বাংলাদেশ চাইবে দ্বিতীয় সেশনেও দাপট ধরে রেখে লঙ্কানদের কাঁধে রানের বোঝাটা ভারী করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত