Ajker Patrika

টানা ১৪ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করেছে শ্রীলঙ্কা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২২: ০৭
টানা ১৪ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করেছে শ্রীলঙ্কা

এশিয়া কাপে প্রথমবার ১০ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের পেস বোলাররা। চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে এই রেকর্ড হয়েছিল শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহের সৌজন্যে। সুপার ফোরে আজ ভারতের বিপক্ষে ১০ উইকেট নিলেন শ্রীলঙ্কার স্পিন বোলাররা।

ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিংয়ের জন্য হলেও টানা তিন দিন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলছে রোহিত শর্মার দল। টানা খেলার ধকল এবং বৃষ্টির কারণে উইকেট হয়ে গেছে ধীর গতির। এতে লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে ২১৩ রানেই অলআউট ভারত।

ওয়ানডে সংস্করণে ক্যারিয়ার সেরা বোলিং করলেন দুনিত ওয়েলালাগে। ৪০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। প্রায় দেড় বছর পর বল হাতে নিয়ে জাদু দেখালেন চরিথ আসালাঙ্কাও। তিনি ক্যারিয়ার সেরা বোলিং করলেন–১৮ রান দিয়ে নিলেন ৪ উইকেট। আরেকটি উইকেট নিলেন মহীশ তিকশানা। ওয়ানডে সংস্করণে ভারতের বিপক্ষে এটাই প্রথম ঘটনা, কোনো দলের স্পিন বোলাররা ১০টি উইকেটই নিল তাদের।

লঙ্কান স্পিন আক্রমণের কবলে পড়ে ৪৯.১ ওভারেই গুটিয়ে যায় ভারত। শ্রীলঙ্কা এ নিয়ে টানা ১৪তম ওয়ানডে ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করার রেকর্ড গড়ল। এই বছরের ২ ফেব্রুয়ারি, হাম্বানটোটায় আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেট হেরেছিল শ্রীলঙ্কা।

এরপর থেকে টানা ১৪ ওয়ানডে ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করল তারা। সর্বোচ্চ তিনবার অলআউট করেছে আফগানিস্তানকে। অলআউট করার সংখ্যাটা আরও একটু বাড়ে। বিশ্বকাপের বাছাইপর্ব খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসকে অলআউট করে শ্রীলঙ্কা। আনঅফিশিয়াল ওই দুই ম্যাচ ধরলে, টানা ১৬ ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করল তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত