Ajker Patrika

টানা দুই ওভারে দুই হ্যাটট্রিকে বিরল কীর্তিটা এখন তাঁর

ক্রীড়া ডেস্ক    
দুই হ্যাটট্রিকে বিরল কীর্তি গড়লেন কিশোর কুমার সাধক। ছবি: সংগৃহীত
দুই হ্যাটট্রিকে বিরল কীর্তি গড়লেন কিশোর কুমার সাধক। ছবি: সংগৃহীত

এক ইনিংসে দুই হ্যাটট্রিক ক্রিকেটে তেমন একটা দেখা যায় না বললেই চলে। সেখানে দীর্ঘ ৮ বছর পর দেখা গেল এমন বিরল ঘটনা। শুধু তাই নয়, দুটি হ্যাটট্রিক হয়েছে পরপর দুই ওভারে।

টানা দুই ওভারে দুই হ্যাটট্রিকের বিরল কীর্তিটা গড়েছেন করেছেন কিশোর কুমার সাধক নামের এক স্পিনার। ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব হয়ে তিনি করেন এই কীর্তি। কদিন আগে ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে তিনি হ্যাটট্রিকটা করেছেন কেসগ্রেভের বিপক্ষে। ২১ রানে ৬ উইকেট নেন কিশোর। তাঁর বলে আউট হওয়া ছয় ব্যাটারের মধ্যে পাঁচ জনই হয়েছেন বোল্ড। ক্যাচ আউট হয়েছেন এক ব্যাটার। যেখানে তাঁর ৬ উইকেটের মধ্যে পাঁচ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে।

কিশোরের রেকর্ডটা কবে হয়েছে,সেটা এখনো জানা যায়নি। তবে ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব গতকাল নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। সেখানে ৩ থেকে ৯ জুলাইয়ের মধ্যে এসেক্স বোলিং অনার্স বোর্ডে নাম থাকা ক্রিকেটারদের তালিকা দেখানো হয়েছে। এই তালিকায় দেখা গেছে কিশোরের নাম। ম্যাচ শেষে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বিবিসি এসেক্সকে বলেন, ‘শেষ ব্যাটার বোল্ড হওয়ার পর মনে হয়েছে আমি আকাশে উড়ছি। এটা অসাধারণ অনুভূতি। অনেক ফোন এসেছিল ম্যাচের পর।’

কিশোর যে লিগে খেলেন, সেটা প্রথম শ্রেণির নয়। এই ম্যাচেই তিনি দুই ওভারে দুটি হ্যাটট্রিক করে নাম লেখালেন রেকর্ড বইয়ে। তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ে ২ উইকেটে ১১৯ রান থেকে কেসগ্রেভ অলআউট হয়েছে ১৩৮ রানে। কিশোরের ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব ম্যাচটি জিতেছে ৭ উইকেটে।

ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত আট বোলার একই ম্যাচে দুটি হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। সবশেষ ২০১৭ সালে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে শেফিল্ড শিল্ডে করেছিলেন এমন কীর্তি। সেবার তিনি খেলেছিলেন নিউ সাউথ ওয়েলসের হয়ে। ১১৩ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে টেস্টে অস্ট্রেলিয়ার স্পিনার জিমি ম্যাথুজ দুটি হ্যাটট্রিক করেছিলেন। টেস্ট ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে দুটি হ্যাটট্রিকের কীর্তিটা এখনো তাঁর নামেই রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত