ক্রীড়া ডেস্ক
এক ইনিংসে দুই হ্যাটট্রিক ক্রিকেটে তেমন একটা দেখা যায় না বললেই চলে। সেখানে দীর্ঘ ৮ বছর পর দেখা গেল এমন বিরল ঘটনা। শুধু তাই নয়, দুটি হ্যাটট্রিক হয়েছে পরপর দুই ওভারে।
টানা দুই ওভারে দুই হ্যাটট্রিকের বিরল কীর্তিটা গড়েছেন করেছেন কিশোর কুমার সাধক নামের এক স্পিনার। ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব হয়ে তিনি করেন এই কীর্তি। কদিন আগে ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে তিনি হ্যাটট্রিকটা করেছেন কেসগ্রেভের বিপক্ষে। ২১ রানে ৬ উইকেট নেন কিশোর। তাঁর বলে আউট হওয়া ছয় ব্যাটারের মধ্যে পাঁচ জনই হয়েছেন বোল্ড। ক্যাচ আউট হয়েছেন এক ব্যাটার। যেখানে তাঁর ৬ উইকেটের মধ্যে পাঁচ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে।
কিশোরের রেকর্ডটা কবে হয়েছে,সেটা এখনো জানা যায়নি। তবে ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব গতকাল নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। সেখানে ৩ থেকে ৯ জুলাইয়ের মধ্যে এসেক্স বোলিং অনার্স বোর্ডে নাম থাকা ক্রিকেটারদের তালিকা দেখানো হয়েছে। এই তালিকায় দেখা গেছে কিশোরের নাম। ম্যাচ শেষে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বিবিসি এসেক্সকে বলেন, ‘শেষ ব্যাটার বোল্ড হওয়ার পর মনে হয়েছে আমি আকাশে উড়ছি। এটা অসাধারণ অনুভূতি। অনেক ফোন এসেছিল ম্যাচের পর।’
কিশোর যে লিগে খেলেন, সেটা প্রথম শ্রেণির নয়। এই ম্যাচেই তিনি দুই ওভারে দুটি হ্যাটট্রিক করে নাম লেখালেন রেকর্ড বইয়ে। তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ে ২ উইকেটে ১১৯ রান থেকে কেসগ্রেভ অলআউট হয়েছে ১৩৮ রানে। কিশোরের ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব ম্যাচটি জিতেছে ৭ উইকেটে।
ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত আট বোলার একই ম্যাচে দুটি হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। সবশেষ ২০১৭ সালে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে শেফিল্ড শিল্ডে করেছিলেন এমন কীর্তি। সেবার তিনি খেলেছিলেন নিউ সাউথ ওয়েলসের হয়ে। ১১৩ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে টেস্টে অস্ট্রেলিয়ার স্পিনার জিমি ম্যাথুজ দুটি হ্যাটট্রিক করেছিলেন। টেস্ট ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে দুটি হ্যাটট্রিকের কীর্তিটা এখনো তাঁর নামেই রয়েছে।
এক ইনিংসে দুই হ্যাটট্রিক ক্রিকেটে তেমন একটা দেখা যায় না বললেই চলে। সেখানে দীর্ঘ ৮ বছর পর দেখা গেল এমন বিরল ঘটনা। শুধু তাই নয়, দুটি হ্যাটট্রিক হয়েছে পরপর দুই ওভারে।
টানা দুই ওভারে দুই হ্যাটট্রিকের বিরল কীর্তিটা গড়েছেন করেছেন কিশোর কুমার সাধক নামের এক স্পিনার। ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব হয়ে তিনি করেন এই কীর্তি। কদিন আগে ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে তিনি হ্যাটট্রিকটা করেছেন কেসগ্রেভের বিপক্ষে। ২১ রানে ৬ উইকেট নেন কিশোর। তাঁর বলে আউট হওয়া ছয় ব্যাটারের মধ্যে পাঁচ জনই হয়েছেন বোল্ড। ক্যাচ আউট হয়েছেন এক ব্যাটার। যেখানে তাঁর ৬ উইকেটের মধ্যে পাঁচ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে।
কিশোরের রেকর্ডটা কবে হয়েছে,সেটা এখনো জানা যায়নি। তবে ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব গতকাল নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। সেখানে ৩ থেকে ৯ জুলাইয়ের মধ্যে এসেক্স বোলিং অনার্স বোর্ডে নাম থাকা ক্রিকেটারদের তালিকা দেখানো হয়েছে। এই তালিকায় দেখা গেছে কিশোরের নাম। ম্যাচ শেষে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বিবিসি এসেক্সকে বলেন, ‘শেষ ব্যাটার বোল্ড হওয়ার পর মনে হয়েছে আমি আকাশে উড়ছি। এটা অসাধারণ অনুভূতি। অনেক ফোন এসেছিল ম্যাচের পর।’
কিশোর যে লিগে খেলেন, সেটা প্রথম শ্রেণির নয়। এই ম্যাচেই তিনি দুই ওভারে দুটি হ্যাটট্রিক করে নাম লেখালেন রেকর্ড বইয়ে। তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ে ২ উইকেটে ১১৯ রান থেকে কেসগ্রেভ অলআউট হয়েছে ১৩৮ রানে। কিশোরের ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব ম্যাচটি জিতেছে ৭ উইকেটে।
ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত আট বোলার একই ম্যাচে দুটি হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। সবশেষ ২০১৭ সালে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে শেফিল্ড শিল্ডে করেছিলেন এমন কীর্তি। সেবার তিনি খেলেছিলেন নিউ সাউথ ওয়েলসের হয়ে। ১১৩ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে টেস্টে অস্ট্রেলিয়ার স্পিনার জিমি ম্যাথুজ দুটি হ্যাটট্রিক করেছিলেন। টেস্ট ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে দুটি হ্যাটট্রিকের কীর্তিটা এখনো তাঁর নামেই রয়েছে।
গ্র্যান্ড স্লাম ফাইনাল হারের নজির নেই তাঁর। আগের পাঁচবারের পাঁচটিতেই পেয়েছেন শিরোপার দেখা। ষষ্ঠবারে এসেও রেকর্ড অক্ষুণ্ন রাখলেন ইগা শিয়াতেক৷ যুক্তরাষ্ট্রের অ্যামান্ডা অ্যানিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে পেলেন উইম্বলডনের নতুন রানির মুকুট।
৪ ঘণ্টা আগে‘২৪ ঘণ্টা আগেও ক্রিকেট নিয়ে ইতালিয়ানদের ধারণা ছিল প্রায় শূন্যের কোটায়। এখন কিছু লোক জানতে শুরু করেছে’—ঠিক এভাবেই বলছিলেন ইতালি ক্রিকেট ফেডারেশনের প্রথম চেয়ারম্যান ও আজীবনের সভাপতি সিমোন গাম্বোনি। ১৫ বছর বয়সে যে স্বপ্নটা তিনি দেখেছিলেন, তা পূর্ণতায় রূপ নিয়েছে গতকাল। ইউরোপিয়ান বাছাই থেকে নেদারল্যান্ডস
৫ ঘণ্টা আগেঅধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারছেন না। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ওয়ানডে দলেই একাদশে জায়গা পাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ হয়েছেন তিনি। লিটনকে নিয়ে চিন্তিত বাংলাদেশ কোচও। ফিল সিমন্স লিটনের আত্মবিশ্বাসে যথেষ্ট ঘাটতি দেখছেন।
৭ ঘণ্টা আগেপ্রায় আড়াই ঘণ্টার বৈঠকে আসেনি কোনো সিদ্ধান্ত। হয়েছে শুধুই আলোচনা। সিদ্ধান্তে আসতে জাতীয় দল কমিটি চার-পাঁচদিন পর বসবে আবারও। ফর্টিসে আজকের এজেন্ডা ছিল জাতীয় দলের প্রীতি ম্যাচ ও অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প নিয়ে।
৮ ঘণ্টা আগে