ম্যাচ জেতানো কী অসাধারণ-ঝোড়ো ইনিংস। তারপরও আক্ষেপ রয়ে গেল রিশাদ হোসেনের। ২ রানের জন্যই যে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া হলো না! তবে ১৮ বলে ৫ চার ও ৪ ছয়ে সাজানো অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।
ব্যাট হাতে রিশাদের এমন রুদ্রমূর্তি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আগেও দেখা গেছে। সিলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৩০ বলে ৭ ছয়ে ৫৩ রানের ইনিংস খেললেও বাংলাদেশকে জেতাতে পারেননি তিনি। দলও ২-১ ব্যবধানে হেরেছিল সিরিজ।
অবশ্য সেই আক্ষেপ আজ চটগ্রামে ঘুচিয়েছেন রিশাদ। অলিখিত ফাইনাল হয়ে ওঠা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে এনে দিলেন ৪ উইকেটের জয়। এবার বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতল ২-১ ব্যবধানে। মূলত লেগি হলেও ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়েও যে ২১ বছর বয়সী এই তারকা দারুণ কার্যকরী সেটি আজ আরেকবার দেখা গেল। দলের চাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্তে খেললেন দুর্দান্ত ইনিংস।
রিশাদ যখন ব্যাটিংয়ে নামেন তখন বাংলাদেশের রান ৩৬ ওভারে ৬ উইকেটে ১৭৮। জয়ের জন্য প্রয়োজন ৫৮ রান। পরের ২৫ বলের মধ্যে বাংলাদেশকে জয় এনে দেন রিশাদ। যার মধ্যে অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার করা ইনিংসের ৩৯ তম ওভারে টানা দুই ছয় ও টানা তিন চারে ২৪ রান নিয়েছেন তিনি। এমন এক ইনিংস খেলার পর যে কেউ খুশিতে লাফাবেন, সেটিই স্বাভাবিক। রিশাদও খুশি। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে বাংলাতেই বললেন, ‘এই ম্যাচ জেতায় আমি খুব খুব খুশি।’
কীভাবে এমন তাণ্ডব চালানো সম্ভব হলো? রিশাদ যখন ব্যাটিংয়ে নামেন তখন উইকেটে ছিলেন মুশফিকুর রহিম। তিনিই বলেছিলেন রিশাদকে এভাবে খেলতে। এ নিয়ে রিশাদের কথা, ‘শুরুতে আমি কিছুটা নার্ভাস ছিলাম। পরে ব্যাটে-বলে ভালো সংযোগ করা শুরু করি। মুশফিক ভাই আমাকে বলেছিলেন, মেরে খেলতে, আমার জোনে খেলতে।’
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ওয়ানডে ফিফটি মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাকের। ২০০৫ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে ২১ বলে ফিফটি করেছিলেন আশরাফুল। ২০১৩ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সমান বলে ফিফটি করেন রাজ্জাক। লঙ্কানদের বিপক্ষে আজ ইনিংসের ৪০ তম ওভারের দ্বিতীয় বলে মুশফিকের ব্যাট ছুঁয়ে বাংলাদেশের জয়সূচক চারটি না হলে হয়তো তাঁদের এই রেকর্ড ভেঙে দিতেন রিশাদ। জয়ের জন্য তখন বাংলাদেশের দরকার ছিল ৩ রান।
ম্যাচ জেতানো কী অসাধারণ-ঝোড়ো ইনিংস। তারপরও আক্ষেপ রয়ে গেল রিশাদ হোসেনের। ২ রানের জন্যই যে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া হলো না! তবে ১৮ বলে ৫ চার ও ৪ ছয়ে সাজানো অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।
ব্যাট হাতে রিশাদের এমন রুদ্রমূর্তি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আগেও দেখা গেছে। সিলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৩০ বলে ৭ ছয়ে ৫৩ রানের ইনিংস খেললেও বাংলাদেশকে জেতাতে পারেননি তিনি। দলও ২-১ ব্যবধানে হেরেছিল সিরিজ।
অবশ্য সেই আক্ষেপ আজ চটগ্রামে ঘুচিয়েছেন রিশাদ। অলিখিত ফাইনাল হয়ে ওঠা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে এনে দিলেন ৪ উইকেটের জয়। এবার বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতল ২-১ ব্যবধানে। মূলত লেগি হলেও ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়েও যে ২১ বছর বয়সী এই তারকা দারুণ কার্যকরী সেটি আজ আরেকবার দেখা গেল। দলের চাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্তে খেললেন দুর্দান্ত ইনিংস।
রিশাদ যখন ব্যাটিংয়ে নামেন তখন বাংলাদেশের রান ৩৬ ওভারে ৬ উইকেটে ১৭৮। জয়ের জন্য প্রয়োজন ৫৮ রান। পরের ২৫ বলের মধ্যে বাংলাদেশকে জয় এনে দেন রিশাদ। যার মধ্যে অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার করা ইনিংসের ৩৯ তম ওভারে টানা দুই ছয় ও টানা তিন চারে ২৪ রান নিয়েছেন তিনি। এমন এক ইনিংস খেলার পর যে কেউ খুশিতে লাফাবেন, সেটিই স্বাভাবিক। রিশাদও খুশি। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে বাংলাতেই বললেন, ‘এই ম্যাচ জেতায় আমি খুব খুব খুশি।’
কীভাবে এমন তাণ্ডব চালানো সম্ভব হলো? রিশাদ যখন ব্যাটিংয়ে নামেন তখন উইকেটে ছিলেন মুশফিকুর রহিম। তিনিই বলেছিলেন রিশাদকে এভাবে খেলতে। এ নিয়ে রিশাদের কথা, ‘শুরুতে আমি কিছুটা নার্ভাস ছিলাম। পরে ব্যাটে-বলে ভালো সংযোগ করা শুরু করি। মুশফিক ভাই আমাকে বলেছিলেন, মেরে খেলতে, আমার জোনে খেলতে।’
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ওয়ানডে ফিফটি মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাকের। ২০০৫ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে ২১ বলে ফিফটি করেছিলেন আশরাফুল। ২০১৩ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সমান বলে ফিফটি করেন রাজ্জাক। লঙ্কানদের বিপক্ষে আজ ইনিংসের ৪০ তম ওভারের দ্বিতীয় বলে মুশফিকের ব্যাট ছুঁয়ে বাংলাদেশের জয়সূচক চারটি না হলে হয়তো তাঁদের এই রেকর্ড ভেঙে দিতেন রিশাদ। জয়ের জন্য তখন বাংলাদেশের দরকার ছিল ৩ রান।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৬ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৮ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৯ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১১ ঘণ্টা আগে