নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে কম রানে আটকে ফেলতে চান তিনি। টস করতে এসে শান্ত বলেছেন, ‘ভারতকে কম রানে আটকে তাড়া করার পরিকল্পনা। কন্ডিশন জানি, বাতাস ফ্যাক্টর আছে। আশা করি আমরা পারব। ভালো উইকেট। এখানে ১৫০–১৬০ রান ভালো স্কোর।’
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ দল। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ ভারতের বিপক্ষে জয় ছাড়া কোনো উপায় নেই শান্ত-সাকিবদের। ভারত অবশ্য নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমির পথ কিছুটা সহজ করে রেখেছে।
গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। এই পেসারের জায়গায় সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। ভারতের আগের ম্যাচের একদশ নেই খেলছে, নেই কোনো পরিবর্তন।
গ্রুপ পর্বে বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশ বোলাররা। সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। ভারতের বিপক্ষে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলতে নামছে আজ। দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে শেখ তিন স্পিনার শেখ মেহেদী হাসান, সাকিব আল হাসান ও রিশাদ হোসেন রয়েছেন।
ভারতের কম্বিনেশন অবশ্য বেশ দারুণ। তিন পেসারের সঙ্গে ও তিন স্পিনার। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে বাগড়া দিয়েছিল বৃষ্টি। অজিরা ম্যাচ জিতেছিল ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে। আজ বাংলাদেশ-ভারত ম্যাচেও বৃষ্টির শঙ্কা রয়েছে। এখন পর্যন্ত আকাশ অবশ্য পরিস্কার।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান, লিটন কুমার দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ।
অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে কম রানে আটকে ফেলতে চান তিনি। টস করতে এসে শান্ত বলেছেন, ‘ভারতকে কম রানে আটকে তাড়া করার পরিকল্পনা। কন্ডিশন জানি, বাতাস ফ্যাক্টর আছে। আশা করি আমরা পারব। ভালো উইকেট। এখানে ১৫০–১৬০ রান ভালো স্কোর।’
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ দল। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ ভারতের বিপক্ষে জয় ছাড়া কোনো উপায় নেই শান্ত-সাকিবদের। ভারত অবশ্য নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমির পথ কিছুটা সহজ করে রেখেছে।
গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। এই পেসারের জায়গায় সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। ভারতের আগের ম্যাচের একদশ নেই খেলছে, নেই কোনো পরিবর্তন।
গ্রুপ পর্বে বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশ বোলাররা। সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। ভারতের বিপক্ষে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলতে নামছে আজ। দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে শেখ তিন স্পিনার শেখ মেহেদী হাসান, সাকিব আল হাসান ও রিশাদ হোসেন রয়েছেন।
ভারতের কম্বিনেশন অবশ্য বেশ দারুণ। তিন পেসারের সঙ্গে ও তিন স্পিনার। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে বাগড়া দিয়েছিল বৃষ্টি। অজিরা ম্যাচ জিতেছিল ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে। আজ বাংলাদেশ-ভারত ম্যাচেও বৃষ্টির শঙ্কা রয়েছে। এখন পর্যন্ত আকাশ অবশ্য পরিস্কার।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান, লিটন কুমার দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ।
ছেলেদের মতো নারীদের ভারত-ইংল্যান্ড ম্যাচ ছড়াচ্ছে রোমাঞ্চ। মাঠের লড়াই তো রয়েছেই। এর পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে চলছে আলাপ-আলোচনা। লর্ডসে এবার ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেটে একটা আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
৪ মিনিট আগেযেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।
১ ঘণ্টা আগেহোটেল সোনারগাঁয়ে গতকাল সকালে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে লিটন দাস হাতের আঙুলগুলো এমনভাবে ফোটালেন, যেন প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে উঁচু শিরে নেমে পড়েছেন রিংয়ে! পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টির লড়াইয়ে বাংলাদেশের পরিসংখ্যান একেবারেই একপেশে।
১ ঘণ্টা আগেমেজর লিগ সকারে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের পর এক ম্যাচে বিবর্ণ ছিলেন লিওনেল মেসি। তবে নাম যেহেতু মেসি, তাঁকে নিয়ে তো আগেভাগে উপসংহারে আসা যায় না। এক ম্যাচ বিরতি দিয়ে এবার করলেন জোড়া গোল। ভাঙলেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড।
২ ঘণ্টা আগে