Ajker Patrika

পাকিস্তান সফরের আগে দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৬: ০৫
পাকিস্তান সফরের আগে দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অনেকটা দ্বিতীয় সারির দল ঘোষণা করে নিউজিল্যান্ড। আইপিএলের কারণেই বিপাকে পড়েছে তারা। মূল দলের ৯ জন ক্রিকেটারকে ছাড়াই দল ঘোষণা করেছিল কিউইরা। সঙ্গে আরও কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামও দিয়েছে। 

পাকিস্তান সফরে যাওয়ার আগে বড় ধাক্কাই খেল কিউইরা। এবার যে চোটের কারণে দলের অন্যতম দুই সদস্য অ্যাডাম মিলনে ও ফিন অ্যালেনকে পাচ্ছে না তারা। ওপেনার অ্যালেন পিঠের চোটে ভুগছেন। আর পেসার মিলনে অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়েছেন।

দুজনের বদলি হিসেবে টম ব্লান্ডেল ও জ্যাক ফকসকে দলে নিয়েছে নিউজিল্যান্ড। সংক্ষিপ্ত সংস্করণে আড়াই বছর পর ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার ব্লান্ডেল। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ২০২১ সালের সেপ্টেম্বরে ম্যাচ খেলেছেন তিনি। তাঁর পরিবর্তে অবশ্য টম ব্রুসকে নিতে চেয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। পারিবারিক কারণের সঙ্গে কাউন্টির দল ল্যাঙ্কাশায়ারের চুক্তিকে প্রাধান্য দিয়েছেন ৩২ বছর বয়সী ব্রুস। 

অন্যদিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ফকস। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সই তাঁকে জাতীয় দলে সুযোগ পেতে সহায়তা করেছে। সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্ট সুপার স্ম্যাশের ২০২৩-২৪ মৌসুমে ১২ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন ২১ বছর বয়সী পেসার। সঙ্গে ক্যান্টারবুরির হয়ে ব্যাট হাতে ৫৪ রান করেছেন তিনি।

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সারতে এটাই শেষ সিরিজ নিউজিল্যান্ডের। পাঁচ ম্যাচের সিরিজটি শুরু হবে ১৮ এপ্রিল। আর শেষ হবে ২৭ এপ্রিল। সিরিজের প্রথম তিন ম্যাচ রাওয়ালপিন্ডিতে। শেষ দুটি লাহোরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত