Ajker Patrika

ভারতের বিপক্ষে বাংলাদেশকে এগিয়ে রাখছেন জ্যোতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৫: ৫৩
ভারতের বিপক্ষে বাংলাদেশকে এগিয়ে রাখছেন জ্যোতি

শেষ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৪ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেই জয়কে এখন ওয়ানডে সিরিজের প্রেরণা মনে করছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিজেদের মাঠে প্রিয় ফরম্যাটের সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন জ্যোতি।

মিরপুরে আজ দুপুর দেড়টায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেন জ্যোতি ও ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। এর পরই সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে জ্যোতি বললেন, ‘অবশ্যই বাংলাদেশকে ফেবারিট মনে করি। কারণ, শেষ (টি-টোয়েন্টি) ম্যাচটা আমাদের জয় আছে। সেটা ফরম্যাট পরিবর্তন হোক আর যা-ই হোক, আমাদের এগিয়ে রাখব।’

ছেলেদের দলের মতো বাংলাদেশে মেয়েরাও ওয়ানডেতে অন্য ফরম্যাটের চেয়ে বেশ ভালো খেলে। তাই বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে আত্মবিশ্বাসী সুর, ‘আমরা এই (ওয়ানডে) সংস্করণটা অনেক ভালো খেলি। দল হিসেবে আমার কাছে মনে হয়, আমরা অনেক আত্মবিশ্বাসীও থাকি। ওয়ানডেতে সময়টা বেশি থাকে, হিসাব করে খেলা যায়। দ্বিতীয়ত, যেহেতু আমাদের লম্বা একটা ব্যাটিং অর্ডার আছে। সবাই থিতু হতে সময় নিতে পছন্দ করে। আমার মনে হয়, ইতিবাচক ক্রিকেট খেলারই সবার মানসিকতা থাকবে।’

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। পরের ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে, সুযোগ পেয়েও হাতছাড়া করে স্বাগতিকেরা। শেষ ম্যাচে ৪ উইকেটের অসাধারণ এক জয় পায় বাংলাদেশ। তবে ওয়ানডেতে টি-টোয়েন্টি সিরিজের মতো ভুল করতে চান না জ্যোতি। জয় দিয়েই সিরিজ শুরু করার ইঙ্গিত দিলেন, ‘আমার কাছে মনে হয়, ইতিমধ্যে আমরা ওই পর্বটা পার করে চলে এসেছি, জিততে জিততে হারলাম আবার একটা ম্যাচ জিতলাম। দল ভালো একটা মোমেন্টাম পেয়েছে। সবার এটাই প্রত্যাশা থাকবে–প্রথম থেকেই যেন আর ভুল না করি। এই সিরিজের প্রথম ম্যাচটা যেন ভালোভাবে শুরু করতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত