নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেষ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৪ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেই জয়কে এখন ওয়ানডে সিরিজের প্রেরণা মনে করছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিজেদের মাঠে প্রিয় ফরম্যাটের সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন জ্যোতি।
মিরপুরে আজ দুপুর দেড়টায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেন জ্যোতি ও ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। এর পরই সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে জ্যোতি বললেন, ‘অবশ্যই বাংলাদেশকে ফেবারিট মনে করি। কারণ, শেষ (টি-টোয়েন্টি) ম্যাচটা আমাদের জয় আছে। সেটা ফরম্যাট পরিবর্তন হোক আর যা-ই হোক, আমাদের এগিয়ে রাখব।’
ছেলেদের দলের মতো বাংলাদেশে মেয়েরাও ওয়ানডেতে অন্য ফরম্যাটের চেয়ে বেশ ভালো খেলে। তাই বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে আত্মবিশ্বাসী সুর, ‘আমরা এই (ওয়ানডে) সংস্করণটা অনেক ভালো খেলি। দল হিসেবে আমার কাছে মনে হয়, আমরা অনেক আত্মবিশ্বাসীও থাকি। ওয়ানডেতে সময়টা বেশি থাকে, হিসাব করে খেলা যায়। দ্বিতীয়ত, যেহেতু আমাদের লম্বা একটা ব্যাটিং অর্ডার আছে। সবাই থিতু হতে সময় নিতে পছন্দ করে। আমার মনে হয়, ইতিবাচক ক্রিকেট খেলারই সবার মানসিকতা থাকবে।’
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। পরের ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে, সুযোগ পেয়েও হাতছাড়া করে স্বাগতিকেরা। শেষ ম্যাচে ৪ উইকেটের অসাধারণ এক জয় পায় বাংলাদেশ। তবে ওয়ানডেতে টি-টোয়েন্টি সিরিজের মতো ভুল করতে চান না জ্যোতি। জয় দিয়েই সিরিজ শুরু করার ইঙ্গিত দিলেন, ‘আমার কাছে মনে হয়, ইতিমধ্যে আমরা ওই পর্বটা পার করে চলে এসেছি, জিততে জিততে হারলাম আবার একটা ম্যাচ জিতলাম। দল ভালো একটা মোমেন্টাম পেয়েছে। সবার এটাই প্রত্যাশা থাকবে–প্রথম থেকেই যেন আর ভুল না করি। এই সিরিজের প্রথম ম্যাচটা যেন ভালোভাবে শুরু করতে পারি।’
শেষ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৪ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেই জয়কে এখন ওয়ানডে সিরিজের প্রেরণা মনে করছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিজেদের মাঠে প্রিয় ফরম্যাটের সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন জ্যোতি।
মিরপুরে আজ দুপুর দেড়টায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেন জ্যোতি ও ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। এর পরই সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে জ্যোতি বললেন, ‘অবশ্যই বাংলাদেশকে ফেবারিট মনে করি। কারণ, শেষ (টি-টোয়েন্টি) ম্যাচটা আমাদের জয় আছে। সেটা ফরম্যাট পরিবর্তন হোক আর যা-ই হোক, আমাদের এগিয়ে রাখব।’
ছেলেদের দলের মতো বাংলাদেশে মেয়েরাও ওয়ানডেতে অন্য ফরম্যাটের চেয়ে বেশ ভালো খেলে। তাই বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে আত্মবিশ্বাসী সুর, ‘আমরা এই (ওয়ানডে) সংস্করণটা অনেক ভালো খেলি। দল হিসেবে আমার কাছে মনে হয়, আমরা অনেক আত্মবিশ্বাসীও থাকি। ওয়ানডেতে সময়টা বেশি থাকে, হিসাব করে খেলা যায়। দ্বিতীয়ত, যেহেতু আমাদের লম্বা একটা ব্যাটিং অর্ডার আছে। সবাই থিতু হতে সময় নিতে পছন্দ করে। আমার মনে হয়, ইতিবাচক ক্রিকেট খেলারই সবার মানসিকতা থাকবে।’
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। পরের ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে, সুযোগ পেয়েও হাতছাড়া করে স্বাগতিকেরা। শেষ ম্যাচে ৪ উইকেটের অসাধারণ এক জয় পায় বাংলাদেশ। তবে ওয়ানডেতে টি-টোয়েন্টি সিরিজের মতো ভুল করতে চান না জ্যোতি। জয় দিয়েই সিরিজ শুরু করার ইঙ্গিত দিলেন, ‘আমার কাছে মনে হয়, ইতিমধ্যে আমরা ওই পর্বটা পার করে চলে এসেছি, জিততে জিততে হারলাম আবার একটা ম্যাচ জিতলাম। দল ভালো একটা মোমেন্টাম পেয়েছে। সবার এটাই প্রত্যাশা থাকবে–প্রথম থেকেই যেন আর ভুল না করি। এই সিরিজের প্রথম ম্যাচটা যেন ভালোভাবে শুরু করতে পারি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
৩২ মিনিট আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
১ ঘণ্টা আগেঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১৩ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১৫ ঘণ্টা আগে