Ajker Patrika

এবার একাদশ থেকেই বাদ রিশাদ, রোমাঞ্চকর জয় লাহোরের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৯: ৪৮
লাহোর কালান্দার্সের একাদশ থেকেই বাদ পড়লেন রিশাদ হোসেন। ছবি: ফেসবুক
লাহোর কালান্দার্সের একাদশ থেকেই বাদ পড়লেন রিশাদ হোসেন। ছবি: ফেসবুক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম তিন ম্যাচে ৮ উইকেট পেয়েছেন রিশাদ হোসেন। তবে ছন্দে থাকা রিশাদ চতুর্থ ম্যাচে এসে উইকেটের দেখা পাননি। তারপর বাংলাদেশি লেগস্পিনারকে বাদ দেওয়া হলো একাদশ থেকেই।

রিশাদকে ছাড়া গতকাল লাহোর কালান্দার্স খেলেছে মুলতান সুলতানসের বিপক্ষে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স তুলে নিয়েছে ৫ উইকেটের এক রোমাঞ্চকর জয়। তাতে পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে শাহিন-রিশাদদের লাহোরের।

টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন। প্রথমে ব্যাটিং পাওয়া মুলতান সুলতানস ১০.১ ওভারে ৩ উইকেটে ৭০ রানে পরিণত হয়। এরপর চতুর্থ উইকেটে ৫৯ বলে ১১৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও কামরান গুলাম। মুলতানের স্কোর হয় ২০ ওভারে ৩ উইকেটে ১৮৫ রান।

মুলতান অধিনায়ক রিজওয়ানের ৭৬ রানই তাদের ইনিংস সর্বোচ্চ। ওপেনিংয়ে নেমে শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন। ৪৮ বলের ইনিংসে মেরেছেন ৬ চার ও ৩ ছক্কা। একটি করে উইকেট পেয়েছেন ড্যারিল মিচেল, হারিস রউফ ও টম কারান। তিনজনই ৪ ওভার করে বোলিং করেছেন। মিচেল ও রউফ দিয়েছেন ৪৭ ও ৪৬ রান। কারান ২৪ রান খরচ করেছেন।

১৮৬ রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিংয়ের সঙ্গে উইকেটও হারাতে থাকে লাহোর কালান্দার্স। ১১.৫ ওভারে ৪ উইকেটে ৯৫ রানে পরিণত হয় তারা। এরপর পঞ্চম উইকেটে মিচেল ও সিকান্দার রাজা ৪১ বলে ৮৯ রানের জুটি গড়েন। জয় থেকে ২ রান বাকি থাকতে হারায় মিচেলের উইকেট। দলটি এরপর ১৯ ওভারে ৫ উইকেটে করে ১৮৬ রান। ৬ নম্বরে নামা রাজা ২১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪০ রান করে অপরাজিত থাকেন।

এক ওভার হাতে রেখে লাহোরের ৫ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মিচেল। ৩৮ বলে চারটি করে চার ও ছক্কায় ৬৪ রান করেন তিনি। বোলিংয়ে পেয়েছেন ১ উইকেট। লাহোর এখন পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে। ছয় ম্যাচে ৩টি করে জয় ও পরাজয়ে তাদের পয়েন্ট ৬। পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড। লাহোরের সমান ৬ উইকেট হলেও নেট রানরেটের কারণে তিনে করাচি কিংস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত