Ajker Patrika

ভারত-পাকিস্তান-নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার ‘সেঞ্চুরি’, কোথায় বাংলাদেশ

ভারত-পাকিস্তান-নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার ‘সেঞ্চুরি’, কোথায় বাংলাদেশ

অকল্যান্ডে আজ নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দফায় দফায় হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। শেষ পর্যন্ত জয় হয়েছে অস্ট্রেলিয়ারই। বৃষ্টি আইনে ২৭ রানে জিতে অজিরা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে নিউজিল্যান্ড। 

নিউজিল্যান্ডকে ধবলধোলাইয়ের ম্যাচে আরেকটি মাইলফলকও ছুঁয়েছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ দল হিসেবে ১০০ ম্যাচ জয়ের কীর্তি গড়ল অজিরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তারা খেলেছে ১৮৮ ম্যাচ, সাফল্যের হার ৫৩.১৯ শতাংশ। ১৪০ জয় নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয়ের তালিকায় সবার ওপরে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা পাকিস্তান ও নিউজিল্যান্ডের জয় ১৩৬ ও ১০৭। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ ২০২৩ সাল কাটিয়েছে স্বপ্নের মতো। ১৪ ম্যাচে জিতেছে ১০ ম্যাচ, সাফল্যের হার ৭১.৪৩। সাফল্যের হারে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবার ওপরে থেকে শেষ করেছিল বাংলাদেশ। ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ধবলধোলাইও বাংলাদেশ করে গত বছর। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের তালিকায় অনেক পেছনে রয়েছে দলটি। ২০০৬ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত জিতেছে ৫৯ ম্যাচ। টেস্ট খেলুড়ে ১২ দলের মধ্যে বাংলাদেশ এই তালিকায় ১১ নম্বরে। ৪৬ জয় নিয়ে জিম্বাবুয়েই রয়েছে বাংলাদেশের পেছনে।

এছাড়া সাফল্যের হারেও বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ১৫৮ ম্যাচে ৫৯ জয় নিয়ে বাংলাদেশের সাফল্য ৩৭.৩৪ শতাংশ। আফগান ও আইরিশদের সাফল্যের হার ৬০.৬৩ ও ৪২.০৪ শতাংশ। ২০০৮ ও ২০১০ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয় আইরিশ ও আফগানদের।  ২০২৩ সালে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে বাংলাদেশ২০২৪ বিপিএল শেষ হবে ১ মার্চ। ৪ মার্চ থেকে শুরু হবে এ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পথচলা। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু করবে বাংলাদেশ। এছাড়া এ বছরের ১ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এখানে বাংলাদেশ কমপক্ষে ৪ ম্যাচ খেলার সুযোগ তো পাচ্ছেই। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয়ের সেঞ্চুরির কাছাকাছি রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ৯৬ ম্যাচ জয়ে এই সংস্করণে সর্বোচ্চ ম্যাচ জয়ের তালিকায় পাঁচে প্রোটিয়ারা। ইংল্যান্ড জিতেছে ৯৪ ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার শিরোপা জিতেছে ইংলিশরা। 
টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাফল্যের হার গত বছর সবচেয়ে বেশি ছিল বাংলাদেশেরটেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ জয় 
ভারত: ১৪০ 
পাকিস্তান: ১৩৬ 
নিউজিল্যান্ড: ১০৭ 
অস্ট্রেলিয়া: ১০০ 
দক্ষিণ আফ্রিকা: ৯৬ 
ইংল্যান্ড: ৯৪
শ্রীলঙ্কা: ৮৩ 
ওয়েস্ট ইন্ডিজ: ৮০ 
আফগানিস্তান: ৭৭ 
আয়ারল্যান্ড: ৬৬ 
বাংলাদেশ: ৫৯ 
জিম্বাবুয়ে: ৪৬

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত