ক্রীড়া ডেস্ক, ঢাকা
আর্জেন্টিনার হয়ে এবারই প্রথম বড় কোনো শিরোপা জিতেছেন লিওনেল মেসি। ক্লাব বার্সেলোনার গত মৌসুমটা অবশ্য কেটেছে অম্ল-মধুর। কোপা দেল রে জিতেই মৌসুম শেষ করেছিল স্প্যানিশ ক্লাবটি। তবে ব্যক্তিগত নৈপুণ্যে পিছিয়ে ছিলেন না মেসি।
এসব সাফল্যের স্বীকৃতি হিসেবে অনেকে তাই এ বছর ব্যালন ডি’অর মেসির হাতে দেখছেন। সেই দলেরই একজন ইতালিয়ান সাবেক ফরওয়ার্ড আন্তোনিও ক্যাসানো। তাঁর মতে, মেসি না জিতলে কলঙ্কিত হবে ব্যালন ডি’অর। ক্যাসানোর সঙ্গে নাকি একমত পোষণ করেছেন জর্জিনহোও। এই চেলসি মিডফিল্ডার নিজেই এবার ব্যালন ডি’অরের বড় দাবিদার। চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে ও ইতালিকে ইউরোপ সেরা বানাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জর্জিনহো।
ধারণা করা হচ্ছে, ব্যালন ডি’অরের লড়াইটা মেসির সঙ্গে জর্জিনহোরই হবে। অথচ জর্জিনহো নিজেই নাকি ব্যালন ডি’অরের আশা ছেড়ে দিয়েছেন! ইতালির সাবেক ফরওয়ার্ড ক্যাসানো এমনটাই দাবি করেছেন। তাঁর দাবি, ‘আমরা প্রায় দেড় ঘণ্টা কথা বলেছি। আমি ওকে (জর্জিনহো) বলেছি, জর্জি তুমি কি বিশ্বাস করো মেসির বদলে তুমি ব্যালন ডি’অর পেলে সেটা কলঙ্ক হবে? ও আমাকে উত্তর দিয়েছে, অবশ্যই। মেসির সব সময় এটা জেতা উচিত।’
এ নিয়ে জর্জিনহো নিজেও অবশ্য ইংরেজি দৈনিক ডেইলি মিররের সঙ্গে কথা বলেছেন। সবাই ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখে জানিয়ে এই চেলসি মিডফিল্ডার বলেছেন, ‘প্রত্যেকে এটার (ব্যালন ডি’অর) স্বপ্ন দেখে। সত্যি বলতে, এটা অনেক কিছুর ওপর নির্ভর করে। আপনি যদি প্রতিভার কথা বলেন তাহলে আমি বিশ্বসেরা নই। কিন্তু যদি শিরোপাকে মানদণ্ড ভাবেন তাহলে বলব, এ মৌসুমে আমার চেয়ে বেশি (শিরোপা) কেউ জেতেনি।’
নিজেকে মেসি-রোনালদোদের সঙ্গে তুলনা করতে নারাজ জর্জিনহো। বলেছেন, ‘আমি কীভাবে মেসি, নেইমার বা রোনালদোর সঙ্গে তুলনা করি? আমার কাছে তারা একেবারেই আলাদা। কিন্তু আমি আবার বলছি, এটা (ব্যালন ডি’অর) নির্ভর করছে একটা মানদণ্ডের ওপর।’
আর্জেন্টিনার হয়ে এবারই প্রথম বড় কোনো শিরোপা জিতেছেন লিওনেল মেসি। ক্লাব বার্সেলোনার গত মৌসুমটা অবশ্য কেটেছে অম্ল-মধুর। কোপা দেল রে জিতেই মৌসুম শেষ করেছিল স্প্যানিশ ক্লাবটি। তবে ব্যক্তিগত নৈপুণ্যে পিছিয়ে ছিলেন না মেসি।
এসব সাফল্যের স্বীকৃতি হিসেবে অনেকে তাই এ বছর ব্যালন ডি’অর মেসির হাতে দেখছেন। সেই দলেরই একজন ইতালিয়ান সাবেক ফরওয়ার্ড আন্তোনিও ক্যাসানো। তাঁর মতে, মেসি না জিতলে কলঙ্কিত হবে ব্যালন ডি’অর। ক্যাসানোর সঙ্গে নাকি একমত পোষণ করেছেন জর্জিনহোও। এই চেলসি মিডফিল্ডার নিজেই এবার ব্যালন ডি’অরের বড় দাবিদার। চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে ও ইতালিকে ইউরোপ সেরা বানাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জর্জিনহো।
ধারণা করা হচ্ছে, ব্যালন ডি’অরের লড়াইটা মেসির সঙ্গে জর্জিনহোরই হবে। অথচ জর্জিনহো নিজেই নাকি ব্যালন ডি’অরের আশা ছেড়ে দিয়েছেন! ইতালির সাবেক ফরওয়ার্ড ক্যাসানো এমনটাই দাবি করেছেন। তাঁর দাবি, ‘আমরা প্রায় দেড় ঘণ্টা কথা বলেছি। আমি ওকে (জর্জিনহো) বলেছি, জর্জি তুমি কি বিশ্বাস করো মেসির বদলে তুমি ব্যালন ডি’অর পেলে সেটা কলঙ্ক হবে? ও আমাকে উত্তর দিয়েছে, অবশ্যই। মেসির সব সময় এটা জেতা উচিত।’
এ নিয়ে জর্জিনহো নিজেও অবশ্য ইংরেজি দৈনিক ডেইলি মিররের সঙ্গে কথা বলেছেন। সবাই ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখে জানিয়ে এই চেলসি মিডফিল্ডার বলেছেন, ‘প্রত্যেকে এটার (ব্যালন ডি’অর) স্বপ্ন দেখে। সত্যি বলতে, এটা অনেক কিছুর ওপর নির্ভর করে। আপনি যদি প্রতিভার কথা বলেন তাহলে আমি বিশ্বসেরা নই। কিন্তু যদি শিরোপাকে মানদণ্ড ভাবেন তাহলে বলব, এ মৌসুমে আমার চেয়ে বেশি (শিরোপা) কেউ জেতেনি।’
নিজেকে মেসি-রোনালদোদের সঙ্গে তুলনা করতে নারাজ জর্জিনহো। বলেছেন, ‘আমি কীভাবে মেসি, নেইমার বা রোনালদোর সঙ্গে তুলনা করি? আমার কাছে তারা একেবারেই আলাদা। কিন্তু আমি আবার বলছি, এটা (ব্যালন ডি’অর) নির্ভর করছে একটা মানদণ্ডের ওপর।’
ভয়াবহ বন্যা আঘাত হেনেছে আর্জেন্টিনায়। এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির জনজীবন বিপর্যস্ত। দেশের মানুষের এই দুঃসময়ে প্রাণ কাঁদছে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কেন্দ্রীয় চুক্তিতে না থাকার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সূত্রে সেটা জানা গেছে। আর নতুন চুক্তি অনুযায়ী বিসিবির সর্বোচ্চ বেতন পাবেন তাসকিন আহমেদ।
২ ঘণ্টা আগেনিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। ফাইনাল হয়েছে সেখানে। ৮ দলের অংশগ্রহণে ১৫ ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারতেরই দাপট বেশি।
৩ ঘণ্টা আগেতামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, আজিজুল হাকিম তামিম—তিন তামিমেরই উপস্থিতি ছিল আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তামিম ইকবাল খেলোয়াড় হিসেবে না থাকলেও পৃষ্ঠপোষক হিসেবে থেকেছেন। তাঁর দলকে আজ হেসেখেলে হারিয়েছে অগ্রণী ব্যাংক।
৫ ঘণ্টা আগে