আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে ম্যাচ হারার সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশ। বিব্রতকর রেকর্ডে বিশ্বকাপের আগেই বাংলাদেশ কাছে পেতে পারত ওয়েস্ট ইন্ডিজকে। আপাতত উইন্ডিজের পরাজয়ের সেঞ্চুরি দেখার সুযোগ হচ্ছে না।
জ্যামাইকার কিংসটনে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে সহজেই হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। একই মাঠে গত রাতের তৃতীয় টি-টোয়েন্টি ছিল দক্ষিণ আফ্রিকার জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। তবে প্রোটিয়াদের ধবলধোলাই এড়ানো দূরে থাক, কোনো রকম পাত্তাই পায়নি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক রাসি ফন ডার ডাসেন। ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান করেছে প্রোটিয়ারা। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজর ওবেদ ম্যাকয়। দুটি করে উইকেট নিয়েছেন গুড়াকেশ মোতি ও শামার জোসেফ।
রান তাড়া করতে নেমে প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮৩ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস রীতিমতো তাণ্ডব চালিয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর। কিং এই সিরিজে নেতৃত্ব দিচ্ছেন উইন্ডিজকে। ১৩.৫ ওভারে ২ উইকেটে ১৬৫ রান করে ফেলে উইন্ডিজ। রিজা হেনড্রিকসকে ছক্কা মেরে কাইল মায়ার্স ধবলধোলাই উপহার দেন দক্ষিণ আফ্রিকাকে। ২৬ বলে ৬৯ রান করে ম্যাচ-সেরা হয়েছেন চার্লস। ৯ চারের পাশাপাশি মেরেছেন ৫ ছক্কা। সিরিজসেরা মোতি ৮ উইকেট নিয়েছেন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
২০২৪ আইপিএল শেষ হয়েছে গত রাতে। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে ২৩ মে। দক্ষিণ আফ্রিকা তাই পায়নি এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেনের মতো তারকাদের। একই কারণে উইন্ডিজও পায়নি তাদের বেশ কজন তারকা ক্রিকেটারকে।
১০০ ও ৯৯ ম্যাচ হেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ হারের রেকর্ডে শীর্ষ দুইয়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ৩, ৪ ও ৫ নম্বরে থাকা শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হেরেছে যথাক্রমে ৯৮, ৯৫ ও ৯০ ম্যাচ। শ্রীলঙ্কার সমান ৯০ ম্যাচ হেরেছে পাকিস্তানও। ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার পরাজয় এখন ৭৬।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারা দশ দল
ম্যাচ
বাংলাদেশ ১০০
ওয়েস্ট ইন্ডিজ ৯৯
শ্রীলঙ্কা ৯৮
জিম্বাবুয়ে ৯৫
নিউজিল্যান্ড ৯০
পাকিস্তান ৯০
আয়ারল্যান্ড ৮৬
অস্ট্রেলিয়া ৮১
ইংল্যান্ড ৮০
দক্ষিণ আফ্রিকা ৭৬
*২৬ মে ২০২৪ ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি পর্যন্ত
আরও পড়ুন:
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে ম্যাচ হারার সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশ। বিব্রতকর রেকর্ডে বিশ্বকাপের আগেই বাংলাদেশ কাছে পেতে পারত ওয়েস্ট ইন্ডিজকে। আপাতত উইন্ডিজের পরাজয়ের সেঞ্চুরি দেখার সুযোগ হচ্ছে না।
জ্যামাইকার কিংসটনে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে সহজেই হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। একই মাঠে গত রাতের তৃতীয় টি-টোয়েন্টি ছিল দক্ষিণ আফ্রিকার জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। তবে প্রোটিয়াদের ধবলধোলাই এড়ানো দূরে থাক, কোনো রকম পাত্তাই পায়নি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক রাসি ফন ডার ডাসেন। ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান করেছে প্রোটিয়ারা। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজর ওবেদ ম্যাকয়। দুটি করে উইকেট নিয়েছেন গুড়াকেশ মোতি ও শামার জোসেফ।
রান তাড়া করতে নেমে প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮৩ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস রীতিমতো তাণ্ডব চালিয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর। কিং এই সিরিজে নেতৃত্ব দিচ্ছেন উইন্ডিজকে। ১৩.৫ ওভারে ২ উইকেটে ১৬৫ রান করে ফেলে উইন্ডিজ। রিজা হেনড্রিকসকে ছক্কা মেরে কাইল মায়ার্স ধবলধোলাই উপহার দেন দক্ষিণ আফ্রিকাকে। ২৬ বলে ৬৯ রান করে ম্যাচ-সেরা হয়েছেন চার্লস। ৯ চারের পাশাপাশি মেরেছেন ৫ ছক্কা। সিরিজসেরা মোতি ৮ উইকেট নিয়েছেন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
২০২৪ আইপিএল শেষ হয়েছে গত রাতে। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে ২৩ মে। দক্ষিণ আফ্রিকা তাই পায়নি এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেনের মতো তারকাদের। একই কারণে উইন্ডিজও পায়নি তাদের বেশ কজন তারকা ক্রিকেটারকে।
১০০ ও ৯৯ ম্যাচ হেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ হারের রেকর্ডে শীর্ষ দুইয়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ৩, ৪ ও ৫ নম্বরে থাকা শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হেরেছে যথাক্রমে ৯৮, ৯৫ ও ৯০ ম্যাচ। শ্রীলঙ্কার সমান ৯০ ম্যাচ হেরেছে পাকিস্তানও। ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার পরাজয় এখন ৭৬।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারা দশ দল
ম্যাচ
বাংলাদেশ ১০০
ওয়েস্ট ইন্ডিজ ৯৯
শ্রীলঙ্কা ৯৮
জিম্বাবুয়ে ৯৫
নিউজিল্যান্ড ৯০
পাকিস্তান ৯০
আয়ারল্যান্ড ৮৬
অস্ট্রেলিয়া ৮১
ইংল্যান্ড ৮০
দক্ষিণ আফ্রিকা ৭৬
*২৬ মে ২০২৪ ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি পর্যন্ত
আরও পড়ুন:
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৭ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৮ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
৯ ঘণ্টা আগে