Ajker Patrika

এশিয়া কাপই শেষ হয়ে গেল নাসিমের

এশিয়া কাপই শেষ হয়ে গেল নাসিমের

শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। কিন্তু এর আগেই দুশ্চিন্তা ভর করেছে দলে। এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন পেস বোলার নাসিম শাহ। পাঁজরের চোটে ভুগছেন আরেক পেসার হারিস রউফও।

ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের ৪৯তম ওভারে বোলিংয়ের সময় কাঁধে চোট পান নাসিম। সেই ওভারে দুটি বল করেই মাঠ ছাড়েন তিনি। নাসিমের স্থলাভিষিক্ত হিসেবে ইতিমধ্যে পাকিস্তান দলে অন্তর্ভুক্ত করেছে ২২ বছর বয়সী জামান খানকে। এই পেসারও গতকাল পাকিস্তান থেকে এসে কলম্বোয় দলের সঙ্গে যোগ দিয়েছেন।

এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করছিলেন নাসিম। ৪ ম্যাচে ৪.৮৫ ইকোনমি রেটে নিয়েছিলেন ৭ উইকেট। রউফও ৪ ম্যাচে ৪.৮০ ইকোনমিতে নিয়েছেন যৌথ সর্বোচ্চ ৯ উইকেট। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপের গুরুত্ব বিবেচনায় নাসিমকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি তারা। খুব বড় সমস্যা হয়নি তাঁর। মেডিকেল বিভাগের পরামর্শে চিকিৎসা চলছে নাসিমের।

জামান পাকিস্তানের হয়ে ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন। ৬.৬৬ ইকোনমি রেটে নিয়েছেন ৬ উইকেট। তবে অভিষেকের অপেক্ষায় আছেন ওয়ানডে সংস্করণে। পেসার শাহনেওয়াজ দাহানি যোগ দিয়েছেন দলের সঙ্গে।

শ্রীলঙ্কার বিপক্ষে দলের সেরা অস্ত্রগুলো চোটে থাকায় আক্ষেপ ঝরল পেস বোলিং কোচ মরনে মরকেলের কণ্ঠেও। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বললেন, ‘এটা একটা বড় ধাক্কা (নাসিমের অনুপস্থিতি)। দুর্ভাগ্যজনক যে সে সমস্যায় ভুগছে। তবে যারা নতুন এসেছে তাদের প্রমাণের জন্য এটা দারুণ সুযোগ। আমি তাদের পারফরম্যান্স দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত