অলরাউন্ডার সাকিব আল হাসান আবার কোথায় যেন মিলিয়ে গেলেন। বোলিংটা ভালো হলেও ব্যাটিংয়ে ছন্দে নেই সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।
ব্রাম্পটনের সিএএ সেন্টারে গত রাতে বাংলা টাইগার্স মিসিসাউগার প্রতিপক্ষ ছিল সারে জাগুয়ার্স। এই ম্যাচে দুই বাংলাদেশি সাকিব ও শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন। শরীফুল ৪ ওভারে ১১ রানে নেন ৩ উইকেট। সাকিব ২ উইকেট নিতে খরচ করেছেন ২১ রান। তিনিও ৪ ওভার বোলিং করেছেন। ব্যাটিংয়ে ৭ বলে ১ রান করে আউট হয়েছেন।
সাকিবের মিশ্র পারফরম্যান্সের দিনে বাংলা টাইগার্স জিতেছে ‘লো স্কোরিং থ্রিলার'। সারে জাগুয়ার্স ১০২ রানের লক্ষ্য দিলেও সেটা তাড়া করে জিততে ঘাম ছুটে গেছে বাংলা টাইগার্সের। ১৯ ওভার পর্যন্ত খেলে সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স খুইয়েছে ৬ উইকেট। আবারও ম্যাচ-সেরা হয়েছেন ডেভিড ভিসে। এবার তিনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই অবদান রেখেছেন। ১৯ বলে ১ চার ও ২ ছক্কায় ২৭ রান করে অপরাজিত থাকেন। ৪ ওভার বোলিংয়ে ১৭ রানে নিয়েছেন ২ উইকেট। দুটি ক্যাচও ধরেছেন নামিবিয়ার এই অলরাউন্ডার।
৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বাংলা টাইগার্স। চার ম্যাচে তিন জয়ে এখন তাদের ৬ পয়েন্ট, নেট রানরেট -০.০০৯। নিজেদের প্রথম ম্যাচ হারের পর হ্যাটট্রিক ম্যাচ জিতলেন সাকিব-শরীফুলরা। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মন্ট্রিয়ল টাইগার্সেরও পয়েন্ট ৬। তাদের নেট রানরেট +১.৪১৭। তিন ম্যাচের তিনটিই তারা জিতেছে।
অলরাউন্ডার সাকিব আল হাসান আবার কোথায় যেন মিলিয়ে গেলেন। বোলিংটা ভালো হলেও ব্যাটিংয়ে ছন্দে নেই সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।
ব্রাম্পটনের সিএএ সেন্টারে গত রাতে বাংলা টাইগার্স মিসিসাউগার প্রতিপক্ষ ছিল সারে জাগুয়ার্স। এই ম্যাচে দুই বাংলাদেশি সাকিব ও শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন। শরীফুল ৪ ওভারে ১১ রানে নেন ৩ উইকেট। সাকিব ২ উইকেট নিতে খরচ করেছেন ২১ রান। তিনিও ৪ ওভার বোলিং করেছেন। ব্যাটিংয়ে ৭ বলে ১ রান করে আউট হয়েছেন।
সাকিবের মিশ্র পারফরম্যান্সের দিনে বাংলা টাইগার্স জিতেছে ‘লো স্কোরিং থ্রিলার'। সারে জাগুয়ার্স ১০২ রানের লক্ষ্য দিলেও সেটা তাড়া করে জিততে ঘাম ছুটে গেছে বাংলা টাইগার্সের। ১৯ ওভার পর্যন্ত খেলে সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স খুইয়েছে ৬ উইকেট। আবারও ম্যাচ-সেরা হয়েছেন ডেভিড ভিসে। এবার তিনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই অবদান রেখেছেন। ১৯ বলে ১ চার ও ২ ছক্কায় ২৭ রান করে অপরাজিত থাকেন। ৪ ওভার বোলিংয়ে ১৭ রানে নিয়েছেন ২ উইকেট। দুটি ক্যাচও ধরেছেন নামিবিয়ার এই অলরাউন্ডার।
৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বাংলা টাইগার্স। চার ম্যাচে তিন জয়ে এখন তাদের ৬ পয়েন্ট, নেট রানরেট -০.০০৯। নিজেদের প্রথম ম্যাচ হারের পর হ্যাটট্রিক ম্যাচ জিতলেন সাকিব-শরীফুলরা। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মন্ট্রিয়ল টাইগার্সেরও পয়েন্ট ৬। তাদের নেট রানরেট +১.৪১৭। তিন ম্যাচের তিনটিই তারা জিতেছে।
প্রথম দুই ম্যাচ হেরে ধবলধোলাই হওয়ার খুব কাছাকাছি এসে পড়েছিল বাংলাদেশ। এই অবস্থায় করণীয় ছিল একটাই—নিজেদের নিংড়ে দিয়ে খেলা। কিন্তু বাংলাদেশ দলের বাজে এই সিরিজের শেষটাও হলো বাজেভাবে। কাল ২৯৪ রানের লক্ষ্য তাড়ায় ২৭.১ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে ২০০ রানে হেরেছে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগেহংকংয়ের বিপক্ষে আজ একমাত্র গোলটি এসেছে রাকিব হোসেনের পা থেকে। গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষেও গোল করেছিলেন তিনি। দুটো ম্যাচই রাকিবকে শেষ করতে হয়েছে আক্ষেপ নিয়ে। কারণ বাংলাদেশ যে জয়ের স্বাদ পায়নি।
৮ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বাজে সময় পার করছে সুইডেন। সেই বাজে সময়কে আরও দীর্ঘ করে সবশেষ ম্যাচে কসোভোর কাছে ১–০ গোলে হেরেছে সুইডিশরা। এই হারে কপাল পুড়ল দলটির প্রধান কোচ ইয়ন ডাল টমাসনের।
৯ ঘণ্টা আগেরাকিব হোসেন গোল পেয়েই যাবেন, এমন আভাস মিলছিল। হংকং তখন ১০ জন নিয়ে খেলছে। বাংলাদেশের আক্রমণের সামনে কোনোভাবে দাঁড়াতে পারছিল না হংকং। একের পর এক চাপে শেষ পর্যন্ত ভেঙে যায় তাদের রক্ষণ। ৮৫ মিনিটে ফাহামিদুল ইসলামের অ্যাসিস্ট থেকে বল জালে ফেলতে আর কোনো ভুল করেননি রাকিব। বিজ্ঞাপন বোর্ডের ওপর বসে ফাহামিদুলক
৯ ঘণ্টা আগে