Ajker Patrika

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের নেতৃত্বেও স্মিথ

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১২: ১০
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের নেতৃত্বেও স্মিথ

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল অস্ট্রেলিয়া ঘোষণা করেছিল গত মাসেই। প্যাট কামিন্সকে করা হয়েছিল অধিনায়ক। তবে মা মারা যাওয়ায় ভারতে ফেরা হচ্ছে না কামিন্সের। কামিন্সের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

দিল্লিতে দ্বিতীয় টেস্ট শেষেই অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন কামিন্স। কামিন্স না খেলায় ভারতের বিপক্ষে তৃতীয় ও চতুর্থ টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। স্মিথের নেতৃত্বে ইন্দোরে ভারতকে ৯ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। আর আহমেদাবাদ টেস্ট ড্র হয়েছে।

স্মিথের নেতৃত্বাধীন ওয়ানডে দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শের মতো অলরাউন্ডাররা, যেখানে গত বছরের নভেম্বরে বন্ধুর জন্মদিনের পার্টিতে পা ভেঙেছিলেন ম্যাক্সওয়েল। ঝাই রিচার্ডসন ওয়ানডে দলে ফিরেছিলেন ঠিকই, কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট ছিটকে দিয়েছে রিচার্ডসনকে। রিচার্ডসনের বদলি নেওয়া হয়েছে নাথান এলিসকে।

১৭ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৯ ও ২২ মার্চ বিশাখাপত্তনম ও চেন্নাইতে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

ভারত সিরিজে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: 
স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ, নাথান এলিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত