Ajker Patrika

ওয়ার্নের চোখে এখন পাকিস্তানই ফেবারিট

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৮: ১৭
ওয়ার্নের চোখে এখন পাকিস্তানই ফেবারিট

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। বিরাট কোহলিদের ১০ উইকেটে হারানোর পর এই বিশ্বকাপে বাবর আজমদেরই ফেবারিট হিসেবে দেখছেন শেন ওয়ার্ন। ভারতকে হারানোর পর অস্ট্রেলিয়ান কিংবদন্তির চোখে শিরোপার দৌড়ে এখন পাকিস্তানই এগিয়ে।

দুবাইয়ে কাল ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্য পাকিস্তান পেরিয়েছে ১০ উইকেট আর ১৩ বল হাতে রেখে। বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের অনবদ্য ব্যাটিংয়ে ভারতকে কোনো সুযোগই দেয়নি পাকিস্তান। এমন এক জয় স্বাভাবিকভাবে পরবর্তী ম্যাচগুলোতে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বাবর আজমের দলকে। 

পাকিস্তানের এমন দাপুটে জয়ের পর বিশ্বকাপে তাদের ফেবারিট দাবি করেছেন ওয়ার্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি লিখেছেন, ‘ভারতের বিপক্ষে এমন জয়ের পর আমার দৃষ্টিতে পাকিস্তান এখন বিশ্বকাপ জেতার দৌড়ে অন্যদের চেয়ে এগিয়ে। ভারতের বিপক্ষে তাদের এই অলরাউন্ড পারফরম্যান্স চোখধাঁধানো ছিল। তিন সংস্করণে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমও দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে।’ 

কাল যেমন বাবর ব্যাটিংয়ে ৬৮ রানের অপরাজিত এক ইনিংস খেলার পাশাপাশি দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকে। পূর্বসূরি ইমরান খান, ওয়াসিম আকরাম, ইনজামাম-উল-হকরা যা করে দেখাতে পারেননি। কাল সেটিই করে দেখিয়েছেন বাবর। বিশ্বমঞ্চে ভারতকে প্রথমবারের মতো হারের স্বাদ দিয়ে ইতিহাস বদলেছে পাকিস্তান। 

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে জয়ে সেমিফাইনালের পথে কিছুটা হলেও এগিয়ে গেল পাকিস্তান। কারণ, পরের চারটি ম্যাচের তিনটি দলই তুলনামূলক কম শক্তিশালী স্কটল্যান্ড, নামিবিয়া ও আফগানিস্তান। বড় কোনো অঘটন না ঘটলে তিনটি ম্যাচেই সম্ভাব্য জয়ী দল পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচটাতেও তেঁতে থাকবে পাকিস্তান। শেন ওয়ার্ন এত হিসেব কষে বলুক আর না বলুক শুরুর এই ছন্দ পাকিস্তান শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে কে জানে তারাই হয়তো শিরোপা উঁচিয়ে ধরবে! 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত