ক্রীড়া ডেস্ক
‘মিস ফিল্ডিং’, ‘ক্যাচ মিস’—বড় মঞ্চে পাকিস্তান দলের জন্য তা নতুন কিছু নয়। ব্যতিক্রম হচ্ছে না ২০২৩ বিশ্বকাপেও। বেঙ্গালুরুতে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সহজ সুযোগ হাতছাড়া করেছে পাকিস্তান। পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে ভালোমতো কাজে লাগাচ্ছে অজিরা।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাটিং পেয়ে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ বেশ সাবধানী শুরু করেন। প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে অজিরা করে ২২ রান। পঞ্চম ওভারে অজিদের উদ্বোধনী জুটি ভেঙে যেতে পারত। ওভারের তৃতীয় বলে শাহিন শাহ আফ্রিদিকে তুলে মারতে গিয়ে বল সোজা ওপরে তুলে দেন ওয়ার্নার। মিড অনে দাঁড়িয়ে থাকা উসামা মীর সহজ ক্যাচ মিস করেছেন। অস্ট্রেলিয়ার দলীয় স্কোর তখন ৪.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২২ রান। ওয়ার্নারের স্কোর তখন ১০।
জীবন পাওয়ার পরও কিছুক্ষণ রয়েসয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়া। কোনো উইকেট না হারিয়ে ৮ ওভার শেষে অজিদের স্কোর হয় ৪৩ রান। নবম ওভার থেকেই শুরু হয় তাণ্ডব। ওভারের প্রথম বলে হারিস রউফকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারেন ওয়ার্নার। পরের বলে স্কয়ার লেগ দিয়ে অসাধারণ এক স্কুপে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। ওয়ার্নারের দেখাদেখি চড়াও হয়েছেন মার্শও। ওভারের শেষ তিন বলে বাউন্ডারির হ্যাটট্রিক করেন মার্শ। রউফের ওভার থেকে অজিরা নিয়েছে ২৪ রান। পরের ওভারে ইফতিখার আহমেদ বোলিং করতে এসে খরচ করেছেন ১৫ রান। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া করেছে ৮২ রান।
৮ রানরেটে খেলার ধারাবাহিকতা এই ম্যাচে অস্ট্রেলিয়া দারুণভাবে বজায় রেখে চলতে থাকে। ওয়ার্নার, মার্শ—দুই ব্যাটারই ফিফটি পেয়েছেন। যে মীরের হাতে জীবন পেয়েছেন, তাঁর (মীর) ওভারেই ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নিয়েছেন ওয়ার্নার। ১৩তম ওভারের তৃতীয় বলে মীরকে কাউ কর্নার দিয়ে চার মেরে ওয়ার্নার তুলে নেন এবারের বিশ্বকাপের প্রথম ফিফটি। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের ফিফটি করতে লেগেছে ৩৯ বল। ওয়ার্নারের ফিফটির সঙ্গে অস্ট্রেলিয়াও করে ফেলে ১০০ রান।
ওয়ার্নারের মতো মার্শও ফিফটি পেয়েছেন মীরের ওভারে। ১৫তম ওভারের দ্বিতীয় বলে মীরকে লং অফে ঠেলে দিয়ে মার্শ তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম ফিফটি। ফিফটি করতে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের লেগেছে ৪০ বল। ফিফটির পর আক্রমণাত্মক ও রক্ষণাত্মকের মিশেলে খেলতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে অজিদের কোনো উইকেট না হারিয়ে ১৫৮ রান। ওয়ার্নার ৬৫ বলে ৫টি করে চার ও ছক্কায় ৭৫ রানে ব্যাটিং করছেন। আর ৬১ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৭২ রানে অপরাজিত আছেন মিচেল মার্শ।
‘মিস ফিল্ডিং’, ‘ক্যাচ মিস’—বড় মঞ্চে পাকিস্তান দলের জন্য তা নতুন কিছু নয়। ব্যতিক্রম হচ্ছে না ২০২৩ বিশ্বকাপেও। বেঙ্গালুরুতে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সহজ সুযোগ হাতছাড়া করেছে পাকিস্তান। পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে ভালোমতো কাজে লাগাচ্ছে অজিরা।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাটিং পেয়ে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ বেশ সাবধানী শুরু করেন। প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে অজিরা করে ২২ রান। পঞ্চম ওভারে অজিদের উদ্বোধনী জুটি ভেঙে যেতে পারত। ওভারের তৃতীয় বলে শাহিন শাহ আফ্রিদিকে তুলে মারতে গিয়ে বল সোজা ওপরে তুলে দেন ওয়ার্নার। মিড অনে দাঁড়িয়ে থাকা উসামা মীর সহজ ক্যাচ মিস করেছেন। অস্ট্রেলিয়ার দলীয় স্কোর তখন ৪.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২২ রান। ওয়ার্নারের স্কোর তখন ১০।
জীবন পাওয়ার পরও কিছুক্ষণ রয়েসয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়া। কোনো উইকেট না হারিয়ে ৮ ওভার শেষে অজিদের স্কোর হয় ৪৩ রান। নবম ওভার থেকেই শুরু হয় তাণ্ডব। ওভারের প্রথম বলে হারিস রউফকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারেন ওয়ার্নার। পরের বলে স্কয়ার লেগ দিয়ে অসাধারণ এক স্কুপে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। ওয়ার্নারের দেখাদেখি চড়াও হয়েছেন মার্শও। ওভারের শেষ তিন বলে বাউন্ডারির হ্যাটট্রিক করেন মার্শ। রউফের ওভার থেকে অজিরা নিয়েছে ২৪ রান। পরের ওভারে ইফতিখার আহমেদ বোলিং করতে এসে খরচ করেছেন ১৫ রান। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া করেছে ৮২ রান।
৮ রানরেটে খেলার ধারাবাহিকতা এই ম্যাচে অস্ট্রেলিয়া দারুণভাবে বজায় রেখে চলতে থাকে। ওয়ার্নার, মার্শ—দুই ব্যাটারই ফিফটি পেয়েছেন। যে মীরের হাতে জীবন পেয়েছেন, তাঁর (মীর) ওভারেই ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নিয়েছেন ওয়ার্নার। ১৩তম ওভারের তৃতীয় বলে মীরকে কাউ কর্নার দিয়ে চার মেরে ওয়ার্নার তুলে নেন এবারের বিশ্বকাপের প্রথম ফিফটি। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের ফিফটি করতে লেগেছে ৩৯ বল। ওয়ার্নারের ফিফটির সঙ্গে অস্ট্রেলিয়াও করে ফেলে ১০০ রান।
ওয়ার্নারের মতো মার্শও ফিফটি পেয়েছেন মীরের ওভারে। ১৫তম ওভারের দ্বিতীয় বলে মীরকে লং অফে ঠেলে দিয়ে মার্শ তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম ফিফটি। ফিফটি করতে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের লেগেছে ৪০ বল। ফিফটির পর আক্রমণাত্মক ও রক্ষণাত্মকের মিশেলে খেলতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে অজিদের কোনো উইকেট না হারিয়ে ১৫৮ রান। ওয়ার্নার ৬৫ বলে ৫টি করে চার ও ছক্কায় ৭৫ রানে ব্যাটিং করছেন। আর ৬১ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৭২ রানে অপরাজিত আছেন মিচেল মার্শ।
বেনফিকার মাঠে প্রথম লেগ জিতে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল বার্সেলোনা। নিজেদের মাঠে দ্বিতীয় লেগ, কিছুটা স্বস্তি নিয়ে রাতে এস্তাদিও অলিম্পিকে মাঠে নেমেছিলেন হান্সি ফ্লিকের শিষ্যরা। নিজেদের ডেরায় আক্রমণাত্মক ফুটবল পসরা সাজিয়ে দ্বিতীয় লেগে বার্সা পেল ৩-১ গোলের দারুণ জয়। প্রথম লেগে বেনফিকার মাঠে জিতেছিল
১ ঘণ্টা আগেশেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদ জিতেছে বটে, কিন্তু দ্বিতীয় লেগ নিজেদের মাঠে বলেই ফেভারিটের খাতায় কিঞ্চিৎ এগিয়ে আছে আতলেতিকো মাদ্রিদ। ওয়ান্দা মেত্রোপলিতানোয় সর্বশেষ তিন দেখায় একটিতেও জয় পায়নি রিয়াল। তাই পরিসংখ্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাচ্ছে আতলেতিকোকে। তবে শেষ আটে যেতে অন্তত ২-০ গোলে জিততে
২ ঘণ্টা আগেকেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবি আগেই জানিয়েছে, শুধু টেস্ট খেলা ক্রিকেটারদের আর্থিক সুরক্ষায় এবার তারা বেশি জোর দিয়েছে। মুমিনুল হক-তাইজুল ইসলামদের মতো শুধু টেস্ট খেলা ক্রিকেটাররা যেন আর্থিক চিন্তায় টেস্ট থেকে মনোযোগ হারিয়ে না ফেলেন, সে কারণ
৩ ঘণ্টা আগেহোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজনের পরিকল্পনা করেছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে সেই পরিকল্পনা হয়তো আলোর মুখ দেখছে না এবার। আজ কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফেডারেশনের সভায় একক ভেন্যুতেই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব দিয়েছে সদস্যদেশগুলো।
১৪ ঘণ্টা আগে