Ajker Patrika

সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৭: ৪৫
সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে পাকিস্তান ও নেদারল্যান্ডস দল দুটির কাছে ম্যাচটি ছিল ‘মাস্ট উইন গেইম।’ শেষ পর্যন্ত টিকে গেল পাকিস্তান। পার্থে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে সেমির আশা এখনো বাঁচিয়ে রাখল বাবর আজমের দল। আর প্রতিযোগিতা থেকে ছিটকে গেল নেদারল্যান্ডস।

 ৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের উদ্বোধনী জুটি আজও দ্রুত ভেঙে যায়। রোয়েলফ ফন ডার মারউইর ডিরেক্ট থ্রোতে রানআউটে কাটা পড়েন বাবর। এবারের বিশ্বকাপে এখনো দুই অঙ্ক ছুঁতে পারেননি পাকিস্তানের অধিনায়ক। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর ক্রিজে আসেন ফখর জামান। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ান-ফখর করেছেন ৩১ বলে ৩৭ রানের জুটি। ফখরকে স্কট এডওয়ার্ডসের বলে কটবিহাইন্ড করে এই জুটি ভেঙে দেন ব্রেন্ডন গ্লোভার। ১৬ বলে ২০ রান করেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার।

ফখরের বিদায়ের পর উইকেটে আসেন শান মাসুদ। তৃতীয় উইকেট জুটিতে মাসুদ-রিজওয়ানের কাছে অবশ্য ম্যাচ শেষ করে আসার সুযোগ ছিল। তবে রিজওয়ানকে কটবিহাইন্ড করে ৩০ রানের জুটি ভেঙে দেন পল ফন মিকেরেন। এরপর জয় থেকে এক রান বাকি থাকতে ড্রেসিংরুমের পথ ধরেন শান মাসুদ। বাকি আনুষ্ঠানিকতা সারেন শাদাব খান। ১৪তম ওভারের পঞ্চম বলে গ্লোভারকে চার মেরে পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান শাদাব।

পাকিস্তানিদের মধ্যে সর্বোচ্চ ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। ৩৯ বলে ৪৯ রান করেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার। ডাচদের মধ্যে দুটো উইকেট নিয়েছেন গ্লোভার। ম্যাচসেরা হয়েছেন শাদাব। ৪ ওভার বোলিং করে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই লেগস্পিনার।

টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ডাচরা করেন ৯১ রান। সর্বোচ্চ ২৭ রান করেন কলিন অ্যাকারমান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত