জাবি প্রতিনিধি
দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে দেশের ক্রিকেট সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন বাংলাদেশের যুবারা। আর এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশিকুর রহমান শিবলি। ফাইনালের নায়কও তিনি।
শিবলির এই অর্জনে উচ্ছ্বসিত পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিবলিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। শিবলী বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১ ব্যাচ) শিক্ষার্থী। যদিও সে এখনো প্রথম বর্ষেই অধ্যয়নরত। তাঁর অর্জনকে উদ্যাপন করতে এরই মধ্যে সংবর্ধনার সিদ্ধান্ত নিয়েছে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ। বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মাহফুজা মোবারক আজ আজকের পত্রিকাকে বলেন, ‘আশিকুর রহমান শিবলি আমাদের বিভাগের ও বিশ্ববিদ্যালয়ের গর্ব। তার এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। শিগগির বিভাগ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে।’
এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের নিচে থাকায় শিবলিকে প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন শিবলি নিজেই এবং সংশ্লিষ্ট বিভাগের সভাপতি। আজ শিবলি সাংবাদিকদের বলেন, ‘না, না। এটা আমারই সিদ্ধান্ত ছিল যে এ বছর পরীক্ষা দেব না। বিভাগের সভাপতি ও পরীক্ষা কমিটির সভাপতি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, এ বছর পরীক্ষা দিতে চাই কি না। আমি নিজেই থেকেই বলেছিলাম আগামী বছর পরীক্ষা দেব।’
এ ব্যাপারে বিভাগীয় সভাপতি মাহফুজা মোবারক বলেন, ‘উপস্থিতি কম থাকার কারণে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি, বিষয়টি সত্য নয়। আমরা বিভাগের পক্ষ থেকে তাকে অনুমতি দিয়েছিলাম। কিন্তু সে নিজেই খেলার কারণে পরীক্ষা থেকে বিরত ছিল। যার কারণে সে এখনো প্রথম বর্ষেই আছে।’
শিবলির অর্জনে উচ্ছ্বসিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেছেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের একটি টুর্নামেন্টে এই অর্জন বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে সাফল্যের মুকুটে একটি অনন্য পালক হয়ে থাকবে।’
দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে দেশের ক্রিকেট সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন বাংলাদেশের যুবারা। আর এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশিকুর রহমান শিবলি। ফাইনালের নায়কও তিনি।
শিবলির এই অর্জনে উচ্ছ্বসিত পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিবলিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। শিবলী বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১ ব্যাচ) শিক্ষার্থী। যদিও সে এখনো প্রথম বর্ষেই অধ্যয়নরত। তাঁর অর্জনকে উদ্যাপন করতে এরই মধ্যে সংবর্ধনার সিদ্ধান্ত নিয়েছে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ। বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মাহফুজা মোবারক আজ আজকের পত্রিকাকে বলেন, ‘আশিকুর রহমান শিবলি আমাদের বিভাগের ও বিশ্ববিদ্যালয়ের গর্ব। তার এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। শিগগির বিভাগ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে।’
এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের নিচে থাকায় শিবলিকে প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন শিবলি নিজেই এবং সংশ্লিষ্ট বিভাগের সভাপতি। আজ শিবলি সাংবাদিকদের বলেন, ‘না, না। এটা আমারই সিদ্ধান্ত ছিল যে এ বছর পরীক্ষা দেব না। বিভাগের সভাপতি ও পরীক্ষা কমিটির সভাপতি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, এ বছর পরীক্ষা দিতে চাই কি না। আমি নিজেই থেকেই বলেছিলাম আগামী বছর পরীক্ষা দেব।’
এ ব্যাপারে বিভাগীয় সভাপতি মাহফুজা মোবারক বলেন, ‘উপস্থিতি কম থাকার কারণে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি, বিষয়টি সত্য নয়। আমরা বিভাগের পক্ষ থেকে তাকে অনুমতি দিয়েছিলাম। কিন্তু সে নিজেই খেলার কারণে পরীক্ষা থেকে বিরত ছিল। যার কারণে সে এখনো প্রথম বর্ষেই আছে।’
শিবলির অর্জনে উচ্ছ্বসিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেছেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের একটি টুর্নামেন্টে এই অর্জন বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে সাফল্যের মুকুটে একটি অনন্য পালক হয়ে থাকবে।’
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
২ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৩ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
৪ ঘণ্টা আগে