Ajker Patrika

জাবিতে শিবলির পরীক্ষায় বসতে না দেওয়ার বিষয়টি ‘গুজব’ 

জাবি প্রতিনিধি
জাবিতে শিবলির পরীক্ষায় বসতে না দেওয়ার বিষয়টি ‘গুজব’ 

দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে দেশের ক্রিকেট সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন বাংলাদেশের যুবারা। আর এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশিকুর রহমান শিবলি। ফাইনালের নায়কও তিনি।

শিবলির এই অর্জনে উচ্ছ্বসিত পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিবলিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। শিবলী বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১ ব্যাচ) শিক্ষার্থী। যদিও সে এখনো প্রথম বর্ষেই অধ্যয়নরত। তাঁর অর্জনকে উদ্‌যাপন করতে এরই মধ্যে সংবর্ধনার সিদ্ধান্ত নিয়েছে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ। বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মাহফুজা মোবারক আজ আজকের পত্রিকাকে বলেন, ‘আশিকুর রহমান শিবলি আমাদের বিভাগের ও বিশ্ববিদ্যালয়ের গর্ব। তার এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। শিগগির বিভাগ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে।’

এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের নিচে থাকায় শিবলিকে প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন শিবলি নিজেই এবং সংশ্লিষ্ট বিভাগের সভাপতি। আজ শিবলি সাংবাদিকদের বলেন, ‘না, না। এটা আমারই সিদ্ধান্ত ছিল যে এ বছর পরীক্ষা দেব না। বিভাগের সভাপতি ও পরীক্ষা কমিটির সভাপতি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, এ বছর পরীক্ষা দিতে চাই কি না। আমি নিজেই থেকেই বলেছিলাম আগামী বছর পরীক্ষা দেব।’

এ ব্যাপারে বিভাগীয় সভাপতি মাহফুজা মোবারক বলেন, ‘উপস্থিতি কম থাকার কারণে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি, বিষয়টি সত্য নয়। আমরা বিভাগের পক্ষ থেকে তাকে অনুমতি দিয়েছিলাম। কিন্তু সে নিজেই খেলার কারণে পরীক্ষা থেকে বিরত ছিল। যার কারণে সে এখনো প্রথম বর্ষেই আছে।’

শিবলির অর্জনে উচ্ছ্বসিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেছেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের একটি টুর্নামেন্টে এই অর্জন বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে সাফল্যের মুকুটে একটি অনন্য পালক হয়ে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত