নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। সেখানেই আবার সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খুবই নাজুকভাবে হেরেছে তারা।
পাকিস্তানের বিপক্ষে হারলেও এশিয়া কাপের ফাইনালে যাওয়ার সুযোগ শেষ হয়ে যায়নি বাংলাদেশের। পরের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে জিতলে সুযোগ তৈরি হতে পারে সাকিব আল হাসানদেরও। আপাতত আগামী পরশু শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্যই তৈরি হচ্ছে বাংলাদেশ।
কলম্বো থেকে লাহোর, লাহোর থেকে আবার কলম্বো–বাংলাদেশ দলের এই ভ্রমণ ঝক্কিও শেষ হলো আজ। বিসিবি জানিয়েছে, লাহোর থেকে বিকেল ৫টার পরে কলম্বোয় এসে পৌঁছেছে দল। হোটেলে আজ বাকি সময়টা বিশ্রামেই কাটাবেন মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজরা।
প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে জয় খরা ঘুচাতে আগামীকাল দুই ঘণ্টা অনুশীলনে ঘাম ঝরাবে বাংলাদেশ দল। বিকেল সাড়ে ৫টা থেকে দুই ঘণ্টা অনুশীলন করার কথা ক্রিকেটারদের। তবে ওয়ানডে সংস্করণে প্রেমাদাসা থেকে কোনো প্রেম পায়নি বাংলাদেশ, এ মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে, সব ম্যাচেই বড় হারের যাতনা আছে। দুটি টেস্টেও ছিল বড় হার।
তবে টি-টোয়েন্টিতে প্রেমাদাসা বাংলাদেশের জন্য ব্যতিক্রম চরিত্রের। চারটি টি-টোয়েন্টি খেলে তিনটিতেই জিতেছেন সাকিবরা। শেষ তিন ম্যাচেই টানা জয় পেয়েছে। এর মধ্যে নিদাহাস ট্রফিতে লঙ্কানদের দুই ম্যাচে হারিয়ে, ভারতের বিপক্ষে ফাইনালও খেলেছিল বাংলাদেশ। ট্রফি অবশ্য ভারতই জিতেছিল।
এশিয়া কাপে আগামী পরশু শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া কোনো বিকল্প উপায় নেই। ওয়ানডে সংস্করণের ম্যাচ হলেও, নিদাহাস ট্রফি বা টি-টোয়েন্টির সুখস্মৃতি অনুপ্রেরণা হতে পারে বাংলাদেশ দলের।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। সেখানেই আবার সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খুবই নাজুকভাবে হেরেছে তারা।
পাকিস্তানের বিপক্ষে হারলেও এশিয়া কাপের ফাইনালে যাওয়ার সুযোগ শেষ হয়ে যায়নি বাংলাদেশের। পরের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে জিতলে সুযোগ তৈরি হতে পারে সাকিব আল হাসানদেরও। আপাতত আগামী পরশু শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্যই তৈরি হচ্ছে বাংলাদেশ।
কলম্বো থেকে লাহোর, লাহোর থেকে আবার কলম্বো–বাংলাদেশ দলের এই ভ্রমণ ঝক্কিও শেষ হলো আজ। বিসিবি জানিয়েছে, লাহোর থেকে বিকেল ৫টার পরে কলম্বোয় এসে পৌঁছেছে দল। হোটেলে আজ বাকি সময়টা বিশ্রামেই কাটাবেন মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজরা।
প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে জয় খরা ঘুচাতে আগামীকাল দুই ঘণ্টা অনুশীলনে ঘাম ঝরাবে বাংলাদেশ দল। বিকেল সাড়ে ৫টা থেকে দুই ঘণ্টা অনুশীলন করার কথা ক্রিকেটারদের। তবে ওয়ানডে সংস্করণে প্রেমাদাসা থেকে কোনো প্রেম পায়নি বাংলাদেশ, এ মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে, সব ম্যাচেই বড় হারের যাতনা আছে। দুটি টেস্টেও ছিল বড় হার।
তবে টি-টোয়েন্টিতে প্রেমাদাসা বাংলাদেশের জন্য ব্যতিক্রম চরিত্রের। চারটি টি-টোয়েন্টি খেলে তিনটিতেই জিতেছেন সাকিবরা। শেষ তিন ম্যাচেই টানা জয় পেয়েছে। এর মধ্যে নিদাহাস ট্রফিতে লঙ্কানদের দুই ম্যাচে হারিয়ে, ভারতের বিপক্ষে ফাইনালও খেলেছিল বাংলাদেশ। ট্রফি অবশ্য ভারতই জিতেছিল।
এশিয়া কাপে আগামী পরশু শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া কোনো বিকল্প উপায় নেই। ওয়ানডে সংস্করণের ম্যাচ হলেও, নিদাহাস ট্রফি বা টি-টোয়েন্টির সুখস্মৃতি অনুপ্রেরণা হতে পারে বাংলাদেশ দলের।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৬ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
৭ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
৭ ঘণ্টা আগে