Ajker Patrika

ভারত-পাকিস্তান যুদ্ধ ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে আইসিসি প্রধান

ক্রীড়া ডেস্ক    
আইসিসি চেয়ারম্যান জয় শাহ তোপের মুখে পড়েছেন। ছবি: এএফপি
আইসিসি চেয়ারম্যান জয় শাহ তোপের মুখে পড়েছেন। ছবি: এএফপি

ভারত-পাকিস্তান যুদ্ধে ক্রিকেটও ভালোভাবেই প্রভাবিত হয়েছে। যার কারণে আইপিএল, পিএসএল স্থগিত রাখতে হয়েছিল। ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে যুদ্ধ নিয়ে পোস্ট করে একে অপরের সঙ্গে তর্কে জড়িয়েছেন।

দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গত সপ্তাহে। তবে যুদ্ধ থামলেও রেশ তো রয়েই গেছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ পরশু সামাজিক মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে পোস্ট দিয়েছেন। এটা দেখে অস্ট্রেলিয়ার ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’–এর সাংবাদিক ম্যালকম কন তোপ দেগেছেন। জয় শাহকে খোঁচা মেরে কন লিখেছেন, ‘তাই (উসমান খাজা) মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ব্যাটে ঘুঘু প্রতীক ব্যবহার করে নিষিদ্ধ হয়েছেন। তবে আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছেলে সরাসরি যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে সমর্থন দিতে পারেন। এ কেমন কপটতা!’

ভারতীয় সশস্ত্রবাহিনী নিয়ে গর্ব করেন জয় শাহ। আইসিসি চেয়ারম্যান লিখেছেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আমাদের গর্ব। মাতৃভূমি ও দেশের জনগণকে রক্ষার্থে বীরত্ব ও অঙ্গীকারের সঙ্গে যে দায়িত্ব পালন করেছেন, কোনো শব্দই যথেষ্ট না। সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে তাঁরা দেশের বর্ম হিসেবে কাজ করছেন। সাহসী যোদ্ধাদের সম্মান জানাই। ভারতকে আরও শক্তিশালী ও একত্রিত করে তুলতে বীরদের সম্মান জানানো উচিত।’

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা চলছে দীর্ঘদিন ধরে। বর্বর হামলায় গাজা পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায়। ২০২৩ সালে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য অভিনব এক পন্থা অবলম্বন করতে চেয়েছিলেন উসমান খাজা। পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে অনুশীলনের সময় একটি জুতা পরে এসেছিলেন। সেখানে লেখা ছিল, ‘স্বাধীনতা একটি মানবাধিকার। প্রতিটা জীবনের মূল্য সমান।’ তবে আইসিসির চাপে সেটা আর সম্ভব হয়নি।

ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের জন্য খাজা ব্যাটে ঘুঘুর ছবি ব্যবহার করেছিলেন। সেখানে ছিল ‘০১: ইউডিএইচআর’। যার অর্থ ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউমান রাইটস। এটার প্রথম অনুচ্ছেদ অনুসারে মানে দাঁড়ায় মানবাধিকার সার্বজনীন। এমনকি কালো বাহুবন্ধনীও পরেছিলেন তিনি। তবু আইসিসি তখন তাঁকে তিরস্কার করেছিল। আইসিসির নিয়ম অনুসারে, অনুমতি ছাড়া ক্রিকেটার-ম্যাচ কর্মকর্তারা বার্তাসংবলিত কোনো পোশাক ও সরঞ্জাম ব্যবহার করতে পারবেন না।

খাজা ও জয় শাহের ক্ষেত্রে দুই রকম ঘটনা দেখাতেই মূলত খেপেছেন ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’–এর সাংবাদিক ম্যালকম কন। আর সাময়িক স্থগিত থাকা পিএসএল শুরু হয়েছে গতকাল। আইপিএলও গতকাল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বেরসিক বৃষ্টির বাগড়ায় বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ পরিত্যক্ত হয়েছে। কোনো টসই হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

নূর ধান-২: এক চালেই হবে ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত