Ajker Patrika

জ্যাকসনের সঙ্গে মোস্তাফিজকে মিলিয়ে কী বোঝাতে চাইল চেন্নাই

জ্যাকসনের সঙ্গে মোস্তাফিজকে মিলিয়ে কী বোঝাতে চাইল চেন্নাই

আইপিএলের দুর্দান্ত শুরুর ছন্দ হারিয়ে এখন নিজেকে খুঁজছেন মোস্তাফিজুর রহমান। সবশেষ তিন ম্যাচে উদার হস্তে বিলিয়েছেন রান। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে অবশ্য শেষ ম্যাচে নায়ক হওয়ার সুযোগ পেয়ে উল্টো হয়ে যান ‘খলনায়ক’।

ম্যাচের শেষ ওভারে প্রতিপক্ষ পাঞ্জাব কিংসকে ১৭ রানে আটকিয়ে দিতে এসে প্রথম ৩ বলে সেই রান দিয়ে দেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের মৌসুমে আর মাত্র দুটি ম্যাচ খেলতে পারবেন তিনি। শেষ দুই ম্যাচে তাই বাংলাদেশি পেসারের কাছে শুরুর দিকের পারফরম্যান্সটাই চায় চেন্নাই। 

মোস্তাফিজের আত্মবিশ্বাস বাড়াতে তাই হয়তো বিখ্যাত মার্কিন সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের ছবির সঙ্গে মিল রেখে তাঁর একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছে চেন্নাই। নিজেদের মাঠে আগামীকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামার আগে আজ ছবিটি শেয়ার করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। 

প্রয়াত জ্যাকসনের নাচের একটি মুদ্রার ছবি শেয়ার করেছে চেন্নাই। তার সঙ্গে মিলিয়েছে মোস্তাফিজের বোলিং অ্যাকশন। নিজের বিখ্যাত গান ‘স্মুথ ক্রিমিনাল’-এর পারফরম্যান্সের সময় সামনের দিকে ঝুঁকে পড়েছিলেন জ্যাকসন। গোড়ালির ওপর ভর করে সামনের দিকে প্রায় ৪৫ ডিগ্রি ঝুঁকে গিয়েছিলেন। এমন অসম্ভব মুদ্রা তিনি কীভাবে রপ্ত করেছেন সেটি নিয়ে এখনো গবেষণা হচ্ছে। 

মোস্তাফিজও বোলিং করার সময় জ্যাকসনের মতোই কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েন। বাংলাদেশি পেসারের ঝুঁকে পড়াটা এবার তাঁর সাফল্যের কারণ হোক সেটাই যেন বোঝাতে চেয়েছে চেন্নাই। সেই সঙ্গে জ্যাকসনের স্মুথ ক্রিমিনাল গানটির দুটি লাইনের সঙ্গে মিল রেখে ক্যাপশনে লিখেছে, ‘ইউ হ্যাভ বিন হিট বাই, ইউ হ্যাভ বিন স্টাক বাই!’ যার অর্থ ‘তুমি আঘাত করতে পার, আবার আটকিয়েও দিতে পার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত