আইপিএলের দুর্দান্ত শুরুর ছন্দ হারিয়ে এখন নিজেকে খুঁজছেন মোস্তাফিজুর রহমান। সবশেষ তিন ম্যাচে উদার হস্তে বিলিয়েছেন রান। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে অবশ্য শেষ ম্যাচে নায়ক হওয়ার সুযোগ পেয়ে উল্টো হয়ে যান ‘খলনায়ক’।
ম্যাচের শেষ ওভারে প্রতিপক্ষ পাঞ্জাব কিংসকে ১৭ রানে আটকিয়ে দিতে এসে প্রথম ৩ বলে সেই রান দিয়ে দেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের মৌসুমে আর মাত্র দুটি ম্যাচ খেলতে পারবেন তিনি। শেষ দুই ম্যাচে তাই বাংলাদেশি পেসারের কাছে শুরুর দিকের পারফরম্যান্সটাই চায় চেন্নাই।
মোস্তাফিজের আত্মবিশ্বাস বাড়াতে তাই হয়তো বিখ্যাত মার্কিন সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের ছবির সঙ্গে মিল রেখে তাঁর একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছে চেন্নাই। নিজেদের মাঠে আগামীকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামার আগে আজ ছবিটি শেয়ার করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
প্রয়াত জ্যাকসনের নাচের একটি মুদ্রার ছবি শেয়ার করেছে চেন্নাই। তার সঙ্গে মিলিয়েছে মোস্তাফিজের বোলিং অ্যাকশন। নিজের বিখ্যাত গান ‘স্মুথ ক্রিমিনাল’-এর পারফরম্যান্সের সময় সামনের দিকে ঝুঁকে পড়েছিলেন জ্যাকসন। গোড়ালির ওপর ভর করে সামনের দিকে প্রায় ৪৫ ডিগ্রি ঝুঁকে গিয়েছিলেন। এমন অসম্ভব মুদ্রা তিনি কীভাবে রপ্ত করেছেন সেটি নিয়ে এখনো গবেষণা হচ্ছে।
মোস্তাফিজও বোলিং করার সময় জ্যাকসনের মতোই কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েন। বাংলাদেশি পেসারের ঝুঁকে পড়াটা এবার তাঁর সাফল্যের কারণ হোক সেটাই যেন বোঝাতে চেয়েছে চেন্নাই। সেই সঙ্গে জ্যাকসনের স্মুথ ক্রিমিনাল গানটির দুটি লাইনের সঙ্গে মিল রেখে ক্যাপশনে লিখেছে, ‘ইউ হ্যাভ বিন হিট বাই, ইউ হ্যাভ বিন স্টাক বাই!’ যার অর্থ ‘তুমি আঘাত করতে পার, আবার আটকিয়েও দিতে পার।’
আইপিএলের দুর্দান্ত শুরুর ছন্দ হারিয়ে এখন নিজেকে খুঁজছেন মোস্তাফিজুর রহমান। সবশেষ তিন ম্যাচে উদার হস্তে বিলিয়েছেন রান। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে অবশ্য শেষ ম্যাচে নায়ক হওয়ার সুযোগ পেয়ে উল্টো হয়ে যান ‘খলনায়ক’।
ম্যাচের শেষ ওভারে প্রতিপক্ষ পাঞ্জাব কিংসকে ১৭ রানে আটকিয়ে দিতে এসে প্রথম ৩ বলে সেই রান দিয়ে দেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের মৌসুমে আর মাত্র দুটি ম্যাচ খেলতে পারবেন তিনি। শেষ দুই ম্যাচে তাই বাংলাদেশি পেসারের কাছে শুরুর দিকের পারফরম্যান্সটাই চায় চেন্নাই।
মোস্তাফিজের আত্মবিশ্বাস বাড়াতে তাই হয়তো বিখ্যাত মার্কিন সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের ছবির সঙ্গে মিল রেখে তাঁর একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছে চেন্নাই। নিজেদের মাঠে আগামীকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামার আগে আজ ছবিটি শেয়ার করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
প্রয়াত জ্যাকসনের নাচের একটি মুদ্রার ছবি শেয়ার করেছে চেন্নাই। তার সঙ্গে মিলিয়েছে মোস্তাফিজের বোলিং অ্যাকশন। নিজের বিখ্যাত গান ‘স্মুথ ক্রিমিনাল’-এর পারফরম্যান্সের সময় সামনের দিকে ঝুঁকে পড়েছিলেন জ্যাকসন। গোড়ালির ওপর ভর করে সামনের দিকে প্রায় ৪৫ ডিগ্রি ঝুঁকে গিয়েছিলেন। এমন অসম্ভব মুদ্রা তিনি কীভাবে রপ্ত করেছেন সেটি নিয়ে এখনো গবেষণা হচ্ছে।
মোস্তাফিজও বোলিং করার সময় জ্যাকসনের মতোই কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েন। বাংলাদেশি পেসারের ঝুঁকে পড়াটা এবার তাঁর সাফল্যের কারণ হোক সেটাই যেন বোঝাতে চেয়েছে চেন্নাই। সেই সঙ্গে জ্যাকসনের স্মুথ ক্রিমিনাল গানটির দুটি লাইনের সঙ্গে মিল রেখে ক্যাপশনে লিখেছে, ‘ইউ হ্যাভ বিন হিট বাই, ইউ হ্যাভ বিন স্টাক বাই!’ যার অর্থ ‘তুমি আঘাত করতে পার, আবার আটকিয়েও দিতে পার।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে