Ajker Patrika

‘আমি রান করলে দল ভালো অবস্থায় পৌঁছাবে’

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২: ০৫
দ্বিতীয় ম্যাচে দারুণ কিছু করতে চান শামীম হোসেনরা।: ছবি: এএফফি
দ্বিতীয় ম্যাচে দারুণ কিছু করতে চান শামীম হোসেনরা।: ছবি: এএফফি

ওয়ানডে সংস্করণে বাংলাদেশ দলের অবস্থান যতটা সমৃদ্ধ, টি-টোয়েন্টিতে ঠিক ততটা নয়। বিশেষ করে চলতি সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাওয়েতে কখনো জিততে পারেনি তারা। সেন্ট ভিনসেন্টে প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানে জিতে অচলায়তন ভেঙেছে বাংলাদেশ। দলের মিডল অর্ডার শামীম হোসেনের আশা এবার সিরিজ জয়েরও।

প্রথম ম্যাচ জিতে বাংলাদেশের আত্মবিশ্বাসও দারুণ। সেই ম্যাচে ১৩ বলে ২৭ রানের দারুণ এক ইনিংসও খেলেছেন শামীম। সামনের ম্যাচেও ছন্দ ধরে রাখার লক্ষ্য তাঁর। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় শামীম বলেন, ‘কালকের (প্রথম টি-টোয়েন্টি) উইকেটটা স্কোরিং শট খেলার জন্য উপযুক্ত ছিল। যখন আমি উইকেটে যাই, আমার মাথায় প্রথম পরিকল্পনা ছিল স্কোরিং করা। আমি যদি রান করতে পারি, তাহলে দল ভালো অবস্থায় পৌঁছাবে।’

প্রায় ১ বছর পর দলে সুযোগ পেয়ে দারুণ প্রত্যাবর্তন হলো শামীমের। প্রথম টি-টোয়েন্টিতে ১৫ ওভার পর্যন্ত বাংলাদেশের স্কোর ছিল ৯৫ রান। কিন্তু শামীমের ঝোড়ো ব্যাটিংয়ে পরের ২৬ বলে বাংলাদেশ যোগ করে ৪৯ রান, যা দলকে এনে দেয় লড়াইয়ের পুঁজি।

নিজের ফেরা ও ইনিংস খেলা প্রসঙ্গে শামীম বলেন, ‘আমি এক বছর পর দলে ফিরেছি, এটা আমার জন্য খুব ভালো লাগার বিষয়। এই ইনিংসটা আমার জন্য দরকার ছিল, দলের জন্যও দরকার ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে ভালো কিছু করতে পারব। আমাদের এখন সিরিজ জেতার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো টি-টোয়েন্টি দল, কিন্তু আমরা বিশ্বাস করি আরেকটা ম্যাচ জিততে পারলে সিরিজটা আমাদের হয়ে যাবে ইনশা-আল্লাহ।’

ওয়েস্ট ইন্ডিজে অচলায়তন ভেঙেছে বাংলাদেশ। এবার তাহলে সিরিজটাও কেন নিজেদের হবে না! অধিনায়ক লিটন দাস তো বলেছেনই, ‘ভালো শুরু। যদি আরেকটা ম্যাচ ভালো খেলি, তবেই সিরিজটা আমাদের।’ কাল ভোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুই দল। বাংলাদেশের সুযোগ এই ম্যাচে সিরিজ নিশ্চিত করার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত