Ajker Patrika

‘মৃত্যুর দুয়ার’ থেকে কীভাবে ফিরে এলেন গ্রিন 

‘মৃত্যুর দুয়ার’ থেকে কীভাবে ফিরে এলেন গ্রিন 

ক্যামেরন গ্রিনের মতো এমন সৌভাগ্যবান কজনই বা হতে পারেন। ভয়ংকর এক রোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনপ্রদীপ হয়তো নিভে যেত এক যুগ আগেই। অকালমৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে এখন দিব্যি তিনি ক্রিকেট খেলে যাচ্ছেন। 

পার্থে আজ শুরু হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট। সেই ম্যাচ চলার সময় চ্যানেল সেভেনকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর জটিল রোগের কথা বলেছেন। ক্রনিক কিডনির রোগে তিনি আক্রান্ত হয়েছেন জন্মের সময়ই। ডাক্তাররা তাঁর মা-বাবাকে জানিয়েছেন যে তিনি (গ্রিন) হয়তো ১২ বছরের পর আর বাঁচবেন না। সেই গ্রিনের এখন বয়স ২৪ বছর। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—সবই তিনি খেলে যাচ্ছেন নিজের মতো। বর্তমানে তাঁর কিডনি ৬০ শতাংশ রক্ত পরিশোধিত করতে পারে বলে জানিয়েছেন গ্রিন। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার বলেন, ‘যখন আমি জন্মেছি, তখন আমার মা বাবাকে বলা হয়েছিল যে আমার মারাত্মক সমস্যা রয়েছে কিডনিতে। এই রোগের কোনো উপসর্গ নেই। আলট্রাসনোগ্রাফি করলেই এই রোগটা ধরা পড়ে।’ 
 
একই সঙ্গে কিডনির পরিচর্যার বিষয়েও গুরুত্ব দিয়েছেন গ্রিন। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার বলেন, ‘সৌভাগ্যক্রমে এখন আমি দ্বিতীয় স্টেজে রয়েছি। তবে আপনি যদি যথেষ্ট দেখাশোনা না করেন, খুব সহজেই অবস্থা খারাপ হয়ে যাবে। কিডনি সহজে ভালো হয় না। এটা পরিবর্তন করা যায় না।’ গ্রিন আরও বলেন, ‘ক্রোনিক কিডনির রোগের সাধারণত পাঁচটা পর্যায় থাকে। একটা পর্যায়ে পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। পঞ্চম পর্যায়ে প্রতিস্থাপন করা লাগে অথবা ডায়ালাইসিস করতে হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত