নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাল বলে মুশফিকুর রহিমকে কিপিং ছাড়তে হয়েছে চার বছর আগেই। এখন সাদা বলের ক্রিকেটেও মুশফিক পড়েছেন কঠিন পরীক্ষায়। কাল প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভাগাভাগি করে কিপিং করবেন মুশফিক–সোহান। প্রথম দুই ম্যাচে নুরুলের হাতেই থাকবে গ্লাভস। পরের দুই ম্যাচে উইকেটের পেছনে দাঁড়াবেন মুশফিক।
প্রথম চার টি–টোয়েন্টিতেই হয়ে যাবে মুশি–সোহানের পরীক্ষা। সেখানে যিনি এগিয়ে থাকবেন তাঁর হাতেই থাকবে—পঞ্চম ম্যাচের কিপিং গ্লাভস। শুধু কি নিউজিল্যান্ড সিরিজ? পঞ্চম ম্যাচে যিনি কিপিং করবেন তাঁকেই হয়তো দেখা যাবে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে কিপিং করতে। মুশফিক–সোহানের মধ্যে কিপিং নিয়ে প্রতিদ্বন্দ্বিতা তাই বেশ জোরালোই হয়ে উঠল। আজ সিরিজ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও মাহমুদউল্লাহকে এ নিয়ে দিতে হলো প্রশ্নের উত্তর। তবে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মুশফিক–সোহান দুজনেই এ নিয়ে খুশি আছেন।’
মুশফিক–সোহানকে নিয়ে দলের এমন পরিকল্পনা ড্রেসিংরুমের বাইরে আনা পছন্দ হয়নি মাশরাফি বিন মুর্তজার। কাল রাতে ফেসবুকে এ নিয়ে বিশদ লিখেছেন বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক। তিনি বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটের দুজন সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটারকে সেটা আবার নিজ দলের খেলোয়াড়। আপনি যুদ্ধ করে বাঁচতে বলবেন সেটা ড্রেসিংরুম পর্যন্ত থাকাই ভালো।’
মাশরাফি এ নিয়ে প্রশ্ন তুললেও অবশ্য মাহমুদউল্লাহ বলেছেন, ‘মুশফিক দারুণ টিমম্যান। তার সঙ্গে আমাদের কথা এ বিষয়ে কথা হয়েছে। মুশফিক–সোহান দুজনেই খুশি আছে। সর্বশেষ সিরিজে সোহান দারুণ কিপিং করেছে। মুশফিকও তো দারুণ। আবার লিটনের কথা তো বলাই হলো না। দলের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা থাকা ভালো।’
লাল বলে মুশফিকুর রহিমকে কিপিং ছাড়তে হয়েছে চার বছর আগেই। এখন সাদা বলের ক্রিকেটেও মুশফিক পড়েছেন কঠিন পরীক্ষায়। কাল প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভাগাভাগি করে কিপিং করবেন মুশফিক–সোহান। প্রথম দুই ম্যাচে নুরুলের হাতেই থাকবে গ্লাভস। পরের দুই ম্যাচে উইকেটের পেছনে দাঁড়াবেন মুশফিক।
প্রথম চার টি–টোয়েন্টিতেই হয়ে যাবে মুশি–সোহানের পরীক্ষা। সেখানে যিনি এগিয়ে থাকবেন তাঁর হাতেই থাকবে—পঞ্চম ম্যাচের কিপিং গ্লাভস। শুধু কি নিউজিল্যান্ড সিরিজ? পঞ্চম ম্যাচে যিনি কিপিং করবেন তাঁকেই হয়তো দেখা যাবে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে কিপিং করতে। মুশফিক–সোহানের মধ্যে কিপিং নিয়ে প্রতিদ্বন্দ্বিতা তাই বেশ জোরালোই হয়ে উঠল। আজ সিরিজ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও মাহমুদউল্লাহকে এ নিয়ে দিতে হলো প্রশ্নের উত্তর। তবে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মুশফিক–সোহান দুজনেই এ নিয়ে খুশি আছেন।’
মুশফিক–সোহানকে নিয়ে দলের এমন পরিকল্পনা ড্রেসিংরুমের বাইরে আনা পছন্দ হয়নি মাশরাফি বিন মুর্তজার। কাল রাতে ফেসবুকে এ নিয়ে বিশদ লিখেছেন বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক। তিনি বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটের দুজন সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটারকে সেটা আবার নিজ দলের খেলোয়াড়। আপনি যুদ্ধ করে বাঁচতে বলবেন সেটা ড্রেসিংরুম পর্যন্ত থাকাই ভালো।’
মাশরাফি এ নিয়ে প্রশ্ন তুললেও অবশ্য মাহমুদউল্লাহ বলেছেন, ‘মুশফিক দারুণ টিমম্যান। তার সঙ্গে আমাদের কথা এ বিষয়ে কথা হয়েছে। মুশফিক–সোহান দুজনেই খুশি আছে। সর্বশেষ সিরিজে সোহান দারুণ কিপিং করেছে। মুশফিকও তো দারুণ। আবার লিটনের কথা তো বলাই হলো না। দলের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা থাকা ভালো।’
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
১ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৩ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪ ঘণ্টা আগে