Ajker Patrika

‘আফ্রিদি না বাবর, রিজওয়ানকে বাদ দিয়েছেন কে’ 

‘আফ্রিদি না বাবর, রিজওয়ানকে বাদ দিয়েছেন কে’ 

কদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন শহীদ আফ্রিদি। এরই মধ্যে নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। 

আফ্রিদি প্রশ্নের মুখে পড়েছেন মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ নির্বাচনে। করাচিতে শুরু হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। পাকিস্তানের একাদশ থেকে মোহাম্মদ রিজওয়ানকে বাদ দেওয়া হয়েছে। রিজওয়ানের পরিবর্তে একাদশে এসেছেন সরফরাজ আহমেদ। যেখানে প্রায় চার বছর পর টেস্টে ফিরলেন পাকিস্তানি এই উইকেটরক্ষক ব্যাটার। 

রিজওয়ানকে বাদ দেওয়ায় আফ্রিদি তো প্রশ্নের মুখে পড়েছেনই। এমনকি অধিনায়ক বাবর আজমকে নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা। প্রুথভি প্যাটেল নামে একজন টুইট করেন, ‘সরফরাজ আহমেদ পাকিস্তানে তার প্রথম টেস্ট খেলছেন। আর বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। শহীদ আফ্রিদি না বাবর আজম, কে বাদ দিয়েছেন রিজওয়ানকে? এটাই তো প্রশ্ন।’ 

ওসামা নামের আরেকজন টুইট করেন, ‘সরফরাজের জন্য ভালো। তবে রিজওয়ানের সঙ্গে খুব অন্যায় হয়েছে। এটা তো ভালো হলো না। মাত্র ৬ ইনিংস দেখে আপনি একজনকে টেস্ট থেকে বাদ দিতে পারেন না।’ 

এখন পর্যন্ত ২৭ টেস্ট খেলেন রিজওয়ান। ৩৮.১৩ গড়ে করেন ১৩৭৩ রান। করেছেন ২ সেঞ্চুরি আর ৭ ফিফটি। পাকিস্তানের জার্সিতে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন সংস্করণেই সেঞ্চুরি করেন রিজওয়ান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত