ক্রীড়া ডেস্ক
দিল্লি টেস্টে চালকের আসনে ভারত। যশস্বী জয়ওয়াল ও শুবমান গিলের সেঞ্চুরিতে ৫১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। তাদের হয়ে সর্বোচ্চ ১৭৫ রানের ইনিংস খেলেন জয়সওয়াল। তাই মজার ছলেই এই ওপেনারকে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা বলেছেন, আমাদের বোলারদের এতো খারাপভাবে পিটিয়ো না।
অরুন জেটলি স্টেডিয়ামে প্রথম দিনই সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত ছিলেন জয়সওয়াল। দ্বিতীয় দিনের শুরুতেই রান আউট হয়ে প্যাভিলিয়নে হাঁটেন এই তরুণ ব্যাটার। ২৫৮ বলে ২২টি চার মারেন জয়সওয়াল। দ্বিতীয় দিনের খেলা শেষে বিসিসিআই টিভিকে সাক্ষাৎকার দিতে যাওয়ার সময় লারার সঙ্গে দেখা হয় জয়সওয়ালের। ঠিক তখনই এগিয়ে গিয়ে সাবেক তারকা ব্যাটারের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর কিছুক্ষণ কথা হয় তাদের মধ্যে।
দুজনের কথোপকথনের একটি ভিডিও নিজেদের ওয়েবসাইটে পোস্ট করেছে বিসিসিআই। জয়সওয়াল লারাকে জিজ্ঞাসা করেন, ‘কেমন আছেন স্যার।’ এই প্রশ্নের পর জয়সওয়ালকে জড়িয়ে ধরেন লারা। এরপর হাসিমুখে বলেন, ‘আমাদের বোলারদের তুমি এতো খারাপভাবে পিটিয়ো না।’
জয়সওয়ালও জবাব দেন হাসিমুখে, ‘এমন কিছু না। আমি শুধু ভালো খেলার চেষ্টা করেছি।’ এই কথা শুনে জয়সওয়ালকে আরও একবার শুভকামনা জানিয়ে সে স্থান ত্যাগ করেন লারা। পরবর্তী সাক্ষাৎকারে নিজের মানসিকতা নিয়ে কথা বলেছেন ভারতীয় ব্যাটার।
জয়সওয়াল বলেন, ‘আমার কাছে দল আগে। আমি দলের জন্য কীভাবে খেলতে পারি এবং সেই মুহূর্তে কী গুরুত্বপূর্ণ সেটা নিয়ে ভাবি। এই ভাবনা বুঝিয়ে দেয় আমি কী শট খেলতে পারি, উইকেট কেমন। আমি যখন ক্রিজে থাকি, চেষ্টা করি যতটা সম্ভব সময় নেওয়া যায়। আমার মানসিকতা এমন থাকে, যদি শুরুটা ভালো করতে পারি তাহলে আমি ইনিংসটা যেন বড় করতে পারি।’
দিল্লি টেস্টে চালকের আসনে ভারত। যশস্বী জয়ওয়াল ও শুবমান গিলের সেঞ্চুরিতে ৫১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। তাদের হয়ে সর্বোচ্চ ১৭৫ রানের ইনিংস খেলেন জয়সওয়াল। তাই মজার ছলেই এই ওপেনারকে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা বলেছেন, আমাদের বোলারদের এতো খারাপভাবে পিটিয়ো না।
অরুন জেটলি স্টেডিয়ামে প্রথম দিনই সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত ছিলেন জয়সওয়াল। দ্বিতীয় দিনের শুরুতেই রান আউট হয়ে প্যাভিলিয়নে হাঁটেন এই তরুণ ব্যাটার। ২৫৮ বলে ২২টি চার মারেন জয়সওয়াল। দ্বিতীয় দিনের খেলা শেষে বিসিসিআই টিভিকে সাক্ষাৎকার দিতে যাওয়ার সময় লারার সঙ্গে দেখা হয় জয়সওয়ালের। ঠিক তখনই এগিয়ে গিয়ে সাবেক তারকা ব্যাটারের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর কিছুক্ষণ কথা হয় তাদের মধ্যে।
দুজনের কথোপকথনের একটি ভিডিও নিজেদের ওয়েবসাইটে পোস্ট করেছে বিসিসিআই। জয়সওয়াল লারাকে জিজ্ঞাসা করেন, ‘কেমন আছেন স্যার।’ এই প্রশ্নের পর জয়সওয়ালকে জড়িয়ে ধরেন লারা। এরপর হাসিমুখে বলেন, ‘আমাদের বোলারদের তুমি এতো খারাপভাবে পিটিয়ো না।’
জয়সওয়ালও জবাব দেন হাসিমুখে, ‘এমন কিছু না। আমি শুধু ভালো খেলার চেষ্টা করেছি।’ এই কথা শুনে জয়সওয়ালকে আরও একবার শুভকামনা জানিয়ে সে স্থান ত্যাগ করেন লারা। পরবর্তী সাক্ষাৎকারে নিজের মানসিকতা নিয়ে কথা বলেছেন ভারতীয় ব্যাটার।
জয়সওয়াল বলেন, ‘আমার কাছে দল আগে। আমি দলের জন্য কীভাবে খেলতে পারি এবং সেই মুহূর্তে কী গুরুত্বপূর্ণ সেটা নিয়ে ভাবি। এই ভাবনা বুঝিয়ে দেয় আমি কী শট খেলতে পারি, উইকেট কেমন। আমি যখন ক্রিজে থাকি, চেষ্টা করি যতটা সম্ভব সময় নেওয়া যায়। আমার মানসিকতা এমন থাকে, যদি শুরুটা ভালো করতে পারি তাহলে আমি ইনিংসটা যেন বড় করতে পারি।’
প্রথম দুই ম্যাচ হেরে ধবলধোলাই হওয়ার খুব কাছাকাছি এসে পড়েছিল বাংলাদেশ। এই অবস্থায় করণীয় ছিল একটাই—নিজেদের নিংড়ে দিয়ে খেলা। কিন্তু বাংলাদেশ দলের বাজে এই সিরিজের শেষটাও হলো বাজেভাবে। কাল ২৯৪ রানের লক্ষ্য তাড়ায় ২৭.১ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে ২০০ রানে হেরেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেহংকংয়ের বিপক্ষে আজ একমাত্র গোলটি এসেছে রাকিব হোসেনের পা থেকে। গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষেও গোল করেছিলেন তিনি। দুটো ম্যাচই রাকিবকে শেষ করতে হয়েছে আক্ষেপ নিয়ে। কারণ বাংলাদেশ যে জয়ের স্বাদ পায়নি।
৩ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বাজে সময় পার করছে সুইডেন। সেই বাজে সময়কে আরও দীর্ঘ করে সবশেষ ম্যাচে কসোভোর কাছে ১–০ গোলে হেরেছে সুইডিশরা। এই হারে কপাল পুড়ল দলটির প্রধান কোচ ইয়ন ডাল টমাসনের।
৪ ঘণ্টা আগেরাকিব হোসেন গোল পেয়েই যাবেন, এমন আভাস মিলছিল। হংকং তখন ১০ জন নিয়ে খেলছে। বাংলাদেশের আক্রমণের সামনে কোনোভাবে দাঁড়াতে পারছিল না হংকং। একের পর এক চাপে শেষ পর্যন্ত ভেঙে যায় তাদের রক্ষণ। ৮৫ মিনিটে ফাহামিদুল ইসলামের অ্যাসিস্ট থেকে বল জালে ফেলতে আর কোনো ভুল করেননি রাকিব। বিজ্ঞাপন বোর্ডের ওপর বসে ফাহামিদুলক
৪ ঘণ্টা আগে