Ajker Patrika

শান্তর এই রেকর্ড বাংলাদেশের কারও নেই

শান্তর এই রেকর্ড বাংলাদেশের কারও নেই

চমৎকার এক দিন কাটল বাংলাদেশের। বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিন স্মরণীয় হয়ে থাকল নাজমুল হোসেন শান্তর জন্য। প্রথমবারের মতো বাংলাদেশকে মাঠে নেতৃত্ব দিচ্ছেন। ব্যাট হাতেও দলের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে ২০৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন পার করেছে বাংলাদেশ। 

টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন শান্ত। অ্যাজাজ প্যাটলের করা দিনের শেষ ওভারের প্রথম বল মিড অফে ঠেলে ঠেলে দিয়ে তিন অঙ্কের ঘরে পা রেখে উদ্যাপনে মেতে উঠেন বাংলাদেশ অধিনায়ক। লাফিয়ে উঠে বাতাসে ব্যাট ছোড়েন। রেকর্ড গড়া সেঞ্চুরি বলে কথা! প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি করলেন শান্ত। 

প্রথম ইনিংসে দারুণ শুরুর পর ৩৭ রানে ফিরেছিলেন শান্ত। দ্বিতীয় ইনিংসে কোনো ভুল করেননি। তাঁর এই সেঞ্চুরিটা এলো দলের দুঃসময়ে। দ্বিতীয় ইনিংসের শুরুতে ২৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। জাকির হাসান (১৭) অ্যাজাজ প্যাটেলের বলে এলবিডব্লু হয়ে ফেরার পর স্কোরবোর্ডে আর ৩ রান যোগ হতেই রানআউট হোন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় (৮)। 

এরপর মুমিনুল হককে নিয়ে ৯০ রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন শান্ত। ফিফটি থেকে ১০ রান দূরে থাকতে মুমিনুলও ফেরেন রানআউট হয়ে। শান্ত পথ হারাননি। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের সঙ্গে বাধেন জুটি। তাঁদের অপরাজিত ৯৬ রানের জুটিতে দিন পার করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে করেছে ৩ উইকেটে ২১২ রান। লিড নিয়েছে ২০৫ রানের। শান্ত ১০৪ ও মুশফিক ৪৩ রান নিয়ে আগামীকাল চতুর্থদিন শুরু করবেন। 

এর আগে আজ তৃতীয় দিন শুরু করে কিউইরা থামে ৩১৭ রানে। আগেরদিন ৮ উইকেটে ২৬৬ রান করেছিল তারা। আগেরদিনের অপরাজিত ব্যাটার কাইল জেমিসন ফিরলেও অধিনায়ক টিম সাউদির ৩৫ রানের সুবাদে তিনশো পেরোনো স্কোর পায় তারা। এগিয়ে যায় ১৭ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৩১০ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত