থ্রিলার মুভির গল্পও যেন হার মানবে ওয়েলিংটনে নিউজিল্যান্ড-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের কাছে। প্রথম দিকে ব্ল্যাকক্যাপসদের ওপর একতরফা দাপট দেখিয়ে খেলছিল ইংল্যান্ড। এমনকি স্বাগতিকদের ফলোঅনে ফেলেছিল। তবে ‘পিকচার আভি বাকি হ্যায়’ জনপ্রিয় সংলাপের বাস্তবায়ন শুরু করে কিউইরা। ইংল্যান্ডের বিপক্ষে ১ রানের শ্বাসরুদ্ধকর জয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় ড্র করল নিউজিল্যান্ড।
২৫৮ রানের লক্ষ্যে নামা ইংল্যান্ড ১ উইকেটে ৪৮ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে। খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই উইকেট হারায় ইংলিশরা। আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা রবিনসনের উইকেট নিয়েছেন টিম সাউদি। ২ রান করে আউট হয়েছেন ইংলিশ এই বোলিং অলরাউন্ডার। রবিনসনের পর বেন ডাকেটও দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন। ৩৩ রান করা ডাকেটের উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। ডাকেটের পর ওলি পোপ ও ব্রুক—এ দুই ব্যাটার দ্রুত আউট হয়েছেন। পোপ করেন ১৪ রান, ব্রুক রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফিরেছেন। ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৮০ রান।
৮০ রানে ৫ উইকেট হারানো ইংল্যান্ডের হাল ধরেন বেন স্টোকস ও জো রুট। ষষ্ঠ উইকেটে ১২১ রানের জুটি গড়েছেন এই দুই ইংলিশ ব্যাটার। স্টোকসকে ফিরিয়ে এই জুটি ভেঙে ম্যাচের মোড় ঘোরানো শুরু করেন নিল ওয়াগনার। ইংলিশ অধিনায়কের পর রুটকে ফিরিয়েছেন ওয়াগনার। টেস্ট ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে আউট হয়েছেন রুট। নাটকীয়তায় ভরপুর এই ম্যাচে ২৫৬ রানে অলআউট হয় ইংলিশরা। জেমস অ্যান্ডারসনকে আউট করে ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ওয়াগনার। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন কিউই এই বাঁহাতি পেসার।
ম্যাচসেরা হয়েছেন কেইন উইলিয়াসন। দুই ইনিংস মিলে করেছেন ১৩৬ রান। দলের বিপদের মুহূর্তে দ্বিতীয় ইনিংসে ১৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি পেয়েছেন উইলিয়ামসন।
এর আগে ওয়েলিংটনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। ব্রুক ও রুটের জোড়া সেঞ্চুরিতে ৮ উইকেটে ৪৩৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। এরপর নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২০৯ রানে অলআউট হয়ে যায়। ফলোঅনে পড়া নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৪৮৩ রানে অলআউট হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ১৩২ রান এসেছিল উইলিয়ামসনের ব্যাট থেকে।
সিরিজ-সেরা হয়েছেন ব্রুক। দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ৩২৯ রান করেন তিনি। ১ সেঞ্চুরি ও ২ ফিফটি করেছেন ইংলিশ এই ব্যাটার। একটি উইকেটও নিয়েছেন ব্রুক।
থ্রিলার মুভির গল্পও যেন হার মানবে ওয়েলিংটনে নিউজিল্যান্ড-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের কাছে। প্রথম দিকে ব্ল্যাকক্যাপসদের ওপর একতরফা দাপট দেখিয়ে খেলছিল ইংল্যান্ড। এমনকি স্বাগতিকদের ফলোঅনে ফেলেছিল। তবে ‘পিকচার আভি বাকি হ্যায়’ জনপ্রিয় সংলাপের বাস্তবায়ন শুরু করে কিউইরা। ইংল্যান্ডের বিপক্ষে ১ রানের শ্বাসরুদ্ধকর জয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় ড্র করল নিউজিল্যান্ড।
২৫৮ রানের লক্ষ্যে নামা ইংল্যান্ড ১ উইকেটে ৪৮ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে। খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই উইকেট হারায় ইংলিশরা। আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা রবিনসনের উইকেট নিয়েছেন টিম সাউদি। ২ রান করে আউট হয়েছেন ইংলিশ এই বোলিং অলরাউন্ডার। রবিনসনের পর বেন ডাকেটও দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন। ৩৩ রান করা ডাকেটের উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। ডাকেটের পর ওলি পোপ ও ব্রুক—এ দুই ব্যাটার দ্রুত আউট হয়েছেন। পোপ করেন ১৪ রান, ব্রুক রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফিরেছেন। ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৮০ রান।
৮০ রানে ৫ উইকেট হারানো ইংল্যান্ডের হাল ধরেন বেন স্টোকস ও জো রুট। ষষ্ঠ উইকেটে ১২১ রানের জুটি গড়েছেন এই দুই ইংলিশ ব্যাটার। স্টোকসকে ফিরিয়ে এই জুটি ভেঙে ম্যাচের মোড় ঘোরানো শুরু করেন নিল ওয়াগনার। ইংলিশ অধিনায়কের পর রুটকে ফিরিয়েছেন ওয়াগনার। টেস্ট ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে আউট হয়েছেন রুট। নাটকীয়তায় ভরপুর এই ম্যাচে ২৫৬ রানে অলআউট হয় ইংলিশরা। জেমস অ্যান্ডারসনকে আউট করে ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ওয়াগনার। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন কিউই এই বাঁহাতি পেসার।
ম্যাচসেরা হয়েছেন কেইন উইলিয়াসন। দুই ইনিংস মিলে করেছেন ১৩৬ রান। দলের বিপদের মুহূর্তে দ্বিতীয় ইনিংসে ১৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি পেয়েছেন উইলিয়ামসন।
এর আগে ওয়েলিংটনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। ব্রুক ও রুটের জোড়া সেঞ্চুরিতে ৮ উইকেটে ৪৩৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। এরপর নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২০৯ রানে অলআউট হয়ে যায়। ফলোঅনে পড়া নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৪৮৩ রানে অলআউট হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ১৩২ রান এসেছিল উইলিয়ামসনের ব্যাট থেকে।
সিরিজ-সেরা হয়েছেন ব্রুক। দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ৩২৯ রান করেন তিনি। ১ সেঞ্চুরি ও ২ ফিফটি করেছেন ইংলিশ এই ব্যাটার। একটি উইকেটও নিয়েছেন ব্রুক।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৭ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৮ ঘণ্টা আগে