Ajker Patrika

যুক্তরাষ্ট্রেও ব্যর্থ সাকিব 

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১২: ১০
যুক্তরাষ্ট্রেও ব্যর্থ সাকিব 

কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স ছিল না সাকিব আল হাসানের। ব্যর্থতার ছাপ বজায় থাকল যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। ব্যাটিং-বোলিং কোনোটিতেই জ্বলে উঠতে পারেননি বাংলাদেশের তারকা ক্রিকেটার। 

এমএলসিতে এবার সাকিব খেলছেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আজ টেক্সাস সুপার কিংসের বিপক্ষে শুরু হয় নাইট রাইডার্সের মিশন। শুরুর ম্যাচে জ্বলে উঠতে পারেননি অলরাউন্ডার সাকিব। দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। ১৩ বলে ৩ চারে ১৮ রান করেছেন। বোলিংয়ে উইকেট পেলেও ছিলেন খুবই খরুচে। ৩ ওভারে ৩২ রান খরচ করে নেন ১ উইকেট। 

সাকিব ব্যর্থ হলেও তাঁর দল লস অ্যাঞ্জেলেস পেয়েছে ১২ রানের জয়। ১৬৩ রানের লক্ষ্যে নেমে ৮.৪ ওভারে ১ উইকেটে ৬৪ রানে পৌঁছে যায় টেক্সাস সুপার কিংস। নবম ওভারের পঞ্চম বলে অ্যারন হার্ডিকে ফেরান সাকিব। তাতে ভেঙে যায় দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে ও হার্ডির ২৬ বলে ৩৪ রানের জুটি। হার্ডি কাট শট খেলতে গিয়ে লস অ্যাঞ্জেলেস উইকেটরক্ষক উন্মুক্ত চাঁদের তালুবন্দী হয়েছেন। 

তৃতীয় উইকেটে কনওয়ে ও জশুয়া ট্রম্প গড়েন ২৭ বলে ৩৮ রানের জুটি। ১৪তম ওভারের দ্বিতীয় বলে কনওয়েকে বোল্ড করে জুটি ভাঙেন আলি খান। ৩৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন কনওয়ে। এর পরই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে টেক্সাসের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রানে আটকে যায় তারা। ম্যাচ-সেরা হয়েছেন লস অ্যাঞ্জেলেসের পেসার আলি খান। ৪ ওভারে ৩৩ রানে নেন ৪ উইকেট। 

টস জিতে  ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টেক্সাস অধিনায়ক ফাফ ডু প্লেসিস। প্রথমে ব্যাাটিংয়ের আমন্ত্রণ পেয়ে লস অ্যাঞ্জেলেস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১৬২ রান। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন চাঁদ। ৪৫ বলের ইনিংসে ৬ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। মার্কাস স্টয়নিস, হার্ডি, জিয়া-উল-হক—টেক্সাসের এই তিন বোলার দুটি করে উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত