Ajker Patrika

নারী আইপিএলেও শাস্তি পেলেন সেই ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৮: ৩৯
হারমানপ্রীত কৌর শাস্তি পেলেন এবারের নারী প্রিমিয়ার লিগে। ছবি: এএফপি
হারমানপ্রীত কৌর শাস্তি পেলেন এবারের নারী প্রিমিয়ার লিগে। ছবি: এএফপি

২০২৩ সালে বাংলাদেশ সফরে এসে বিতর্কের জন্ম দিয়েছিলেন হারমানপ্রীত কৌর। ভারতীয় এই নারী ক্রিকেটার সেবার আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ঝেরেছিলেন। দেড় বছর পর আবারও তিনি পেলেন শাস্তি।

হারমানপ্রীত এবার শাস্তি পেলেন নারী প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল)। লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে গত রাতে ইউপি ওয়ারিয়র্স-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচে তিনি আম্পায়ারসহ প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। এই ঘটনায় হারমানপ্রীতকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এক বিবৃতিতে ডব্লিউপিএল বলেছে, ‘২.৮ অনুচ্ছেদ অনুসারে এক নম্বর ধারা ভঙ্গের দায়ে হারমানপ্রীত কৌর অপরাধ স্বীকার করেছেন। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ কোয় এই শাস্তি দেওয়া হয়েছে। এক নম্বর ধারা ভঙ্গের দায়ে ম্যাচ রেফারি যা সিদ্ধান্ত দেবেন, সেটাই মানতে হবে।’

একানা স্টেডিয়ামে গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাই অধিনায়ক হারমানপ্রীত। ১৯ ওভার শেষে ইউপি ওয়ারিয়র্জের স্কোর ৭ উইকেটে ১৪৩ রান। সে সময় স্লো ওভার রেটের শাস্তি হিসেবে ৩০ গজ বৃত্তের বাইরে তিন ফিল্ডার রাখতে বলেন আম্পায়ার অজিতেশ আরগাল। যেখানে সাধারণত চার ফিল্ডার রাখা হয়। তবে কম ফিল্ডার রাখার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি হারমানপ্রীত। তৎক্ষণাৎ তর্ক জুড়ে দেন আম্পায়ারের সঙ্গে। অধিনায়কের পক্ষ নিয়ে এগিয়ে আসেন সতীর্থ অ্যামেলিয়া কারও।

আম্পায়ারের সঙ্গে যখন হারমানপ্রীতের তুমুল তর্ক চলছিল, তখনই নন স্ট্রাইক প্রান্ত থেকে এগিয়ে আসেন ওয়ারিয়র্জ়ের সোফি একলেস্টন। আম্পায়ারের সঙ্গে একেলেস্টন কথা শুরু করতেই হারমনপ্রীতের মেজাজ খারাপ হয়ে যায়। একলেস্টনের সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলেন মুম্বাই অধিনায়ক। মাঠের আম্পায়াররা অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন দ্রুত। এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫০ রান করে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ইউপি ওয়ারিয়র্জ। মুম্বাই এরপর ৯ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায়।

২০২৩ সালের ২২ জুলাই মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। সেই ম্যাচে নাহিদা আকতারের বলে ক্যাচ আউট হয়ে মাঠেই মেজাজ হারান হারমানপ্রীত। ভারতীয় ক্রিকেটার রাগে স্টাম্প ভেঙে আম্পায়ারের উদ্দেশ্যে রাগান্বিত হয়ে কিছু বলতে থাকেন। ড্রেসিংরুমে ফেরার সময় গ্যালারির উদ্দেশ্যে থাম্বস আপ দেখান তিনি। হারমানপ্রীত ছিলেন সেই সিরিজে ভারতের অধিনায়ক। তাঁর মেজাজ হারানোর ম্যাচটি হয়েছে টাই। আম্পায়ারিং নিয়ে ম্যাচ শেষে কড়া সমালোচনা করেন ভারতীয় অধিনায়ক। তখন দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন হারমানপ্রীত।

এবারের ডব্লিউপিএলে হারমানপ্রীতের মুম্বাই ৬ ম্যাচে ৪ জয় ও ২ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে। সোমবার ব্রাবোর্নে গুজরাট জায়ান্টসের বিপক্ষে খেলতে নামবে। ঠিক তার পরের দিন মুম্বাই খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে মুম্বাই-বেঙ্গালুরু ম্যাচ। এই ম্যাচটিই নারী আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত