Ajker Patrika

বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা ভালো দল

বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা ভালো দল

প্রথম রাউন্ডে তিন ম্যাচের তিনটিতেই জিতে সুপার টুয়েলভে উঠেছে শ্রীলঙ্কা। তিন ম্যাচেই নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে লঙ্কানরা। আগামীকাল রোববার সুপার টুয়েলভের লড়াইয়ে নামার আগে নিশ্চিতভাবেই আত্মবিশ্বাসী থাকবে দাসুন শানাকার দল। প্রথম ম্যাচে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তাঁরা। এই ম্যাচে নিজের দলকেই এগিয়ে রাখছেন শানাকা।

শ্রীলঙ্কার মতো সহজেই সুপার টুয়েলভের টিকিট পায়নি বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে সুপার টুয়েলভে ওঠাই কঠিন করে তুলেছিল। তবে শেষ দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অধিনায়ক শানাকা বলেছেন, ‘শেষ দুই ম্যাচ জিতে তারা (বাংলাদেশ) মোমেন্টাম পেয়েছে। এটা তাদের জন্য ভালো, কিন্তু এখনো আমরা তাদের চেয়ে ভালো দল। আমি মনে করি, আমাদের জয়ের সম্ভাবনা তাদের চেয়ে একটু হলেও বেশি।’ 

নিজের দল নিয়েও দারুণ আশাবাদী শানাকা। শ্রীলঙ্কান অধিনায়ককে আরও আশাবাদী করে তুলছে খেলোয়াড়দের ফর্মে থাকা। বলেছেন, ‘ছেলেরা খুবই ভালো করছে। তারা তাদের স্কিল দেখিয়েছে। ছেলেরা দেখিয়েছে আমরা টুর্নামেন্টে কী করতে পারি। টুর্নামেন্টে এরই মধ্যে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে তারা।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত