Ajker Patrika

চোটে ভোগা স্মিথ-ম্যাক্সওয়েলকে নিয়েই বিশ্বকাপ দল অস্ট্রেলিয়ার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১১: ৪০
চোটে ভোগা স্মিথ-ম্যাক্সওয়েলকে নিয়েই বিশ্বকাপ দল অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের জন্য গত মাসে ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)। সেখান থেকে আজ তিনজন ক্রিকেটারকে বাদ দিয়ে চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে সিএ। বাদ পড়া তিন খেলোয়াড় হচ্ছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি, পেসার নাথান এলিস ও লেগ স্পিনার তানভির সাঙ্গা। 

১৫ সদস্যের স্কোয়াডে কোনো চমক নেই অস্ট্রেলিয়ার। নিয়মিত ক্রিকেটাররাই সুযোগ পেয়েছেন। তবে চমক না থাকলেও বিশ্বকাপ দল নিয়ে কিছুটা শঙ্কা থেকে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। পুরোপুরি সুস্থ না হওয়া চার শীর্ষ তারকাকে নিয়ে তাদের সেই শঙ্কা।

বিশ্বকাপের নেতৃত্ব থাকবে যাঁর কাঁধে, সেই প্যাট কামিন্স কবজির চোটে ভুগছেন। একই চোটে ভুগছেন স্টিভেন স্মিথও। বাকি দুই তারকার মধ্যে গোড়ালির চোটে পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং কুঁচকিতে ভুগছেন মিচেল স্টার্ক। সুস্থ না হলেও তাঁদের রেখেই আজ স্কোয়াড ঘোষণা করেছে প্রধান নির্বাচক জর্জ বেইলি। 

বিশ্বকাপের আগেই প্রত্যেকে সুস্থ হবেন বলে জানিয়েছেন বেইলি। তাঁর মতে, এ মাসের শেষ দিকে ভারতের বিপক্ষে সিরিজে তাঁদের খেলারও সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত যদি ধাক্কা পায়ও অস্ট্রেলিয়া তবে সুযোগ থাকছে স্কোয়াড পরিবর্তনের। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় রয়েছে। 

টপ অর্ডারে ডেভিড ওয়ার্নারের সঙ্গে আছেন ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, স্মিথরা। মিডল অর্ডারে সুযোগ পেয়েছেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, মার্কাস স্টয়নিস। উইকেটরক্ষক ক্যারির ব্যাকআপ হিসেবে আছেন জশ ইংলিশ। আর পেস বোলিংয়ে কামিন্স-স্টার্কদের সঙ্গে জায়গা পেয়েছেন শন অ্যাবট। 

বিশ্বকাপে মাঠে নামার আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন বেইলি। তিনি বলেছেন, ‘চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে আট ম্যাচ রয়েছে। এরপর বিশ্বকাপের আরও দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে তাই নিজেদের প্রস্তুত করতে যথেষ্ট সুযোগ পাচ্ছি।’ 

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: 

প্যাট কামিন্স (অধিনায়ক) শন অ্যাবোট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত