ক্রীড়া ডেস্ক
টুর্নামেন্ট হোক আর দ্বিপক্ষীয় সিরিজ ভারত-পাকিস্তান ম্যাচ মানেই শ্বাসরুদ্ধকর লড়াই। যদিও এশিয়া কাপের প্রথম সাক্ষাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের শেষটা দেখা যায়নি। বেরসিক বৃষ্টিতে ক্যান্ডির ম্যাচটি ভেস্তে যাওয়ায়।
সেদিন ভেস্তে গেলেও আরেকটি রুদ্ধশ্বাস লড়াইয়ে নামার অপেক্ষায় ভারত-পাকিস্তান। আগামীকাল সেই লড়াইয়ে নামার আগে পাকিস্তানের বোলারদের বেশ সমীহ করছেন শুবমান গিল। প্রথম সাক্ষাতেও এমনই জানিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। তবে আজ একই সঙ্গে সমীহ করার কারণও জানিয়েছেন গিল।
দ্বিপক্ষীয় সিরিজ না হওয়াতেই পাকিস্তানের বোলারদের মোকাবিলা করতে সমস্যায় পড়ছেন বলে জানিয়েছেন গিল। মুখোমুখি কম হওয়ায় ম্যাচে পার্থক্যও গড়ে দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহরা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতের উদীয়মান ব্যাটার বলেছেন, ‘আপনি যখন এই স্তরে খেলছেন, নিশ্চয়ই তার আগে বাঁহাতি পেসারদের খেলতেন। কিন্তু অন্য দলের তুলনায় পাকিস্তানের বিপক্ষে তেমন ম্যাচ খেলি না। তাদের দুর্দান্ত বোলিং আক্রমণ আছে। যখন এমন বোলিং আক্রমণের বিপক্ষে খেলবেন না তখন বড় টুর্নামেন্টে তারা কিছুটা পার্থক্য তৈরি করে দেবে।’
সুপার ফোরের ম্যাচটিতে যে রোমাঞ্চকর হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিংয়ের দুর্দান্ত লড়াই। সর্বশেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও সেদিনের লড়াইয়ে পাকিস্তানের বোলাররাই এগিয়ে ছিল। শুরুতেই ভারতের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন শাহিন-নাসিমরা। আগামীকালের ম্যাচেও সেই ভয়ই কাজ করছে ভারতের শিবিরে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গিলের কথায় তেমনি আভাস মিলছে।
টুর্নামেন্ট হোক আর দ্বিপক্ষীয় সিরিজ ভারত-পাকিস্তান ম্যাচ মানেই শ্বাসরুদ্ধকর লড়াই। যদিও এশিয়া কাপের প্রথম সাক্ষাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের শেষটা দেখা যায়নি। বেরসিক বৃষ্টিতে ক্যান্ডির ম্যাচটি ভেস্তে যাওয়ায়।
সেদিন ভেস্তে গেলেও আরেকটি রুদ্ধশ্বাস লড়াইয়ে নামার অপেক্ষায় ভারত-পাকিস্তান। আগামীকাল সেই লড়াইয়ে নামার আগে পাকিস্তানের বোলারদের বেশ সমীহ করছেন শুবমান গিল। প্রথম সাক্ষাতেও এমনই জানিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। তবে আজ একই সঙ্গে সমীহ করার কারণও জানিয়েছেন গিল।
দ্বিপক্ষীয় সিরিজ না হওয়াতেই পাকিস্তানের বোলারদের মোকাবিলা করতে সমস্যায় পড়ছেন বলে জানিয়েছেন গিল। মুখোমুখি কম হওয়ায় ম্যাচে পার্থক্যও গড়ে দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহরা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতের উদীয়মান ব্যাটার বলেছেন, ‘আপনি যখন এই স্তরে খেলছেন, নিশ্চয়ই তার আগে বাঁহাতি পেসারদের খেলতেন। কিন্তু অন্য দলের তুলনায় পাকিস্তানের বিপক্ষে তেমন ম্যাচ খেলি না। তাদের দুর্দান্ত বোলিং আক্রমণ আছে। যখন এমন বোলিং আক্রমণের বিপক্ষে খেলবেন না তখন বড় টুর্নামেন্টে তারা কিছুটা পার্থক্য তৈরি করে দেবে।’
সুপার ফোরের ম্যাচটিতে যে রোমাঞ্চকর হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিংয়ের দুর্দান্ত লড়াই। সর্বশেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও সেদিনের লড়াইয়ে পাকিস্তানের বোলাররাই এগিয়ে ছিল। শুরুতেই ভারতের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন শাহিন-নাসিমরা। আগামীকালের ম্যাচেও সেই ভয়ই কাজ করছে ভারতের শিবিরে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গিলের কথায় তেমনি আভাস মিলছে।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
৪ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
৪ ঘণ্টা আগে