Ajker Patrika

ইনস্টাগ্রামে প্রতি প্রচারমূলক পোস্টে কোহলির আয় ৫ কোটি, রোনালদোর ১২ কোটি 

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২: ০৩
ইনস্টাগ্রামে প্রতি প্রচারমূলক পোস্টে কোহলির আয় ৫ কোটি, রোনালদোর ১২ কোটি 

এমনিতেই ভারতীয় দলের সবচেয়ে ধনী ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয় বিরাট কোহলিকে। এ প্লাস ক্যাটাগরিতে থাকা ভারতীয় টেস্ট অধিনায়ক বিসিসিআই থেকেই বছরে বেতন পান ৭ কোটি টাকা। বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হয়ে কাঁড়ি কাঁড়ি টাকা আয় করেন কোহলি। তাঁর আয়ের আরেকটি বড় উৎস ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রামের একটি প্রচারণামূলক পোস্টের জন্য ৫ কোটির বেশি টাকা পান কোহলি। আয়ের এই তালিকায় ভারতীয়দের মধ্যে ১ নম্বরে আছেন কোহলি। পুরো বিশ্বে এই তালিকায় তাঁর অবস্থান ১৯ নম্বরে। কোহলির পর ভারতীয়দের মধ্যে ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ আয় প্রিয়াঙ্কা চোপড়ার। এই বলিউড অভিনেত্রী একটি প্রচারণামূলক পোস্টের জন্য পান প্রায় ৪ কোটি টাকা।

ইনস্টাগ্রাম থেকে আয়ের তালিকার ১ নম্বরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই পর্তুগিজ তারকা প্রতি প্রচারমূলক পোস্টের  জন্য পান ১২ কোটি টাকার বেশি।

তালিকার ৭ নম্বরে আছেন লিওনেল মেসি। একটি প্রচারণামূলক পোস্ট থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের আয় প্রায় ৯ কোটি টাকা। আয়ের এই তালিকার ২ নম্বরে আছেন আমেরিকান অভিনেতা ডোয়েন জনসন, ৩ নম্বরে আছেন আমেরিকান গায়িকা আরিয়ানা গ্রান্দে। এই দুজনের আয়ই ১ নম্বরে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর আয়ের কাছাকাছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত