‘আক্রমণাত্মক’ শব্দটার সঙ্গে ব্রেন্ডন ম্যাককালামের বেশ সখ্য। তিনি খেলোয়াড়ি জীবন থেকেই শব্দটাকে লালন করে এসেছেন। ইংল্যান্ডের কোচ হয়ে কৌশলটা ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। তাঁর ভাবাদর্শে ইংলিশ ক্রিকেটাররা উজ্জীবিত হয়ে টেস্ট ক্রিকেটকে নতুন করে সংজ্ঞায়িত করতে শুরু করেছেন।
এজবাস্টন টেস্টে রেকর্ড গড়েছে ইংল্যান্ড। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে তারা। ভারতের দেওয়া ৩৭৮ রানের বড় লক্ষ্য জনি বেয়ারস্টো-জো রুটরা আড়াই সেশন বাকি রেখে জিতেছেন। টেস্ট জয়ের পর অধিনায়ক বেন স্টোকস বলেছেন, ‘টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হয় তা নতুন করে লিখছি। বিশেষ করে ইংল্যান্ডে। অন্যরকম পরিকল্পনাগুলো একসঙ্গে করে গত চার ও পাঁচ সপ্তাহ কাজে লাগাচ্ছি। এটি সত্যি অসাধারণ। আমরা অনুভব করছি, সংক্ষিপ্ততম সময়ের মধ্যে খেলাটার জন্য নতুন সমর্থক এনেছি।’
ইংল্যান্ডের এমন আক্রমণাত্মক ক্রিকেট শুরু হয়েছে ম্যাককালাম-স্টোকসের নতুন নেতৃত্বে। তাঁদের নেতৃত্বের শুরুটা হয়েছে দুজনেরই জন্মভূমি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। তিন টেস্টের সিরিজে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করেছে ইংল্যান্ড। সেটাও আবার টানা তিন ম্যাচে ২৭৫ রানের চেয়ে বেশি লক্ষ্য তাড়া করে। আর এজবাস্টন টেস্টে যা করলেন, সেটা তাদের ক্রিকেট ইতিহাসকে ছাড়িয়ে গেছে।
স্টোকস তাঁদের খেলাকে বিশ্বের কাছে অনন্য করে রাখার কথাও জানিয়েছেন গণমাধ্যমের কাছে। তিনি বলেছেন, ‘পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করছি আমরা কী করতে চাই। টেস্টের এই মুহূর্তটা ফলাফলের চেয়েও বড়, যাঁরা ভবিষ্যতে ইংল্যান্ড দলকে প্রতিনিধিত্ব কিংবা ড্রেসিং রুম শেয়ার করতে আসবেন। আমরা টেস্ট ক্রিকেটে ছাপ রেখে যেতে চাই।’
‘আক্রমণাত্মক’ শব্দটার সঙ্গে ব্রেন্ডন ম্যাককালামের বেশ সখ্য। তিনি খেলোয়াড়ি জীবন থেকেই শব্দটাকে লালন করে এসেছেন। ইংল্যান্ডের কোচ হয়ে কৌশলটা ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। তাঁর ভাবাদর্শে ইংলিশ ক্রিকেটাররা উজ্জীবিত হয়ে টেস্ট ক্রিকেটকে নতুন করে সংজ্ঞায়িত করতে শুরু করেছেন।
এজবাস্টন টেস্টে রেকর্ড গড়েছে ইংল্যান্ড। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে তারা। ভারতের দেওয়া ৩৭৮ রানের বড় লক্ষ্য জনি বেয়ারস্টো-জো রুটরা আড়াই সেশন বাকি রেখে জিতেছেন। টেস্ট জয়ের পর অধিনায়ক বেন স্টোকস বলেছেন, ‘টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হয় তা নতুন করে লিখছি। বিশেষ করে ইংল্যান্ডে। অন্যরকম পরিকল্পনাগুলো একসঙ্গে করে গত চার ও পাঁচ সপ্তাহ কাজে লাগাচ্ছি। এটি সত্যি অসাধারণ। আমরা অনুভব করছি, সংক্ষিপ্ততম সময়ের মধ্যে খেলাটার জন্য নতুন সমর্থক এনেছি।’
ইংল্যান্ডের এমন আক্রমণাত্মক ক্রিকেট শুরু হয়েছে ম্যাককালাম-স্টোকসের নতুন নেতৃত্বে। তাঁদের নেতৃত্বের শুরুটা হয়েছে দুজনেরই জন্মভূমি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। তিন টেস্টের সিরিজে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করেছে ইংল্যান্ড। সেটাও আবার টানা তিন ম্যাচে ২৭৫ রানের চেয়ে বেশি লক্ষ্য তাড়া করে। আর এজবাস্টন টেস্টে যা করলেন, সেটা তাদের ক্রিকেট ইতিহাসকে ছাড়িয়ে গেছে।
স্টোকস তাঁদের খেলাকে বিশ্বের কাছে অনন্য করে রাখার কথাও জানিয়েছেন গণমাধ্যমের কাছে। তিনি বলেছেন, ‘পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করছি আমরা কী করতে চাই। টেস্টের এই মুহূর্তটা ফলাফলের চেয়েও বড়, যাঁরা ভবিষ্যতে ইংল্যান্ড দলকে প্রতিনিধিত্ব কিংবা ড্রেসিং রুম শেয়ার করতে আসবেন। আমরা টেস্ট ক্রিকেটে ছাপ রেখে যেতে চাই।’
সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৩ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে