Ajker Patrika

রশিদ-মুজিব তো ৫০ ওভার করবেন না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ২০
রশিদ-মুজিব তো ৫০ ওভার করবেন না

আগামীকাল থেকে শুরু হচ্ছে আফগানিস্তান সিরিজ। লম্বা সময় পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। গত জুলাইয়ে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে খেলেছিলেন সাকিব-তামিমরা। আগামীকাল প্রথম ওয়ানডের আগে আজ কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। 

নতুন শুরু নিয়ে সবাই রোমাঞ্চিত জানিয়ে তামিম বলেছেন, ‘গত বছরের জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলাম। নতুন শুরু নিয়ে সবাই রোমাঞ্চিত। দ্বিধাহীনভাবে এটা আমাদের প্রিয় সংস্করণ। এ বছর বেশ কয়েকটা ওয়ানডে আছে। গত বছর এভাবে ছিল না। কালকের জন্য উন্মুখ হয়ে আছি। আশা করছি ভালো শুরু পাব।’ 

আফগানিস্তানের বোলিং আক্রমণ সব সময় প্রতিপক্ষের জন্য মাথাব্যথার কারণ। বিশেষ করে স্পিনাররা। রশিদ খান-মুজিব উর রহমানদের না ভেবে পুরো দলকে নিয়ে ভাবতে বলেছেন তামিম, ‘আমি নির্দিষ্ট কোনো বোলারকে নিয়ে বেশি বলতে চাই না। তাদের বোলিং অনেক ভালো, সম্ভবত সেরা স্পিন আক্রমণ তাদেরই। কিন্তু তাদের বিপক্ষে আমরা অতীতে অনেক ভালো করেছি, বিশেষ করে ওয়ানডে সংস্করণে। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের নিয়ে ভাবতে হবে।’ 

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন জানিয়ে তামিম আরও বলেছেন, ‘শুধু তিনজনকে (তিন স্পিনার) নিয়ে চিন্তা করলেই হবে না। আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বোলার আপনি খুব কমই পাবেন। ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ সব সময়ই থাকে। এক দল হয়তো স্পিনে ভালো, আরেক দল হয়তো পেসে ভালো। আমাদের মানিয়ে নিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে। ওই তিন স্পিনার নিয়েই আমরা শুধু ভাবছি, তা না। ওদের ১১ উইকেট তুলতে হবে, ওদের ব্যাটারদের নিয়েও আমাদের ভাবতে হয়। ৫০ ওভারে ওদের পাঁচ-ছয়জন বোলার বল করবে। সবকিছু নিয়ে ভাবতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত