Ajker Patrika

‘ওই রকম’ একটা জুটির আক্ষেপ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০০: ১১
‘ওই রকম’ একটা জুটির আক্ষেপ বাংলাদেশের

সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে গতকাল বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, ম্যাচের প্রথম ১০-১৫ ওভার ব্যাটিং করা বেশ কঠিনই হবে। কিন্তু কঠিন ওই ১০-১৫ ওভার বাংলাদেশের গতিপথই ঠিক করে দিল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাতে ভুল করেননি আফগানিস্তানের অধিনায়ক শাহিদি।

বাংলাদেশ ১৩ ওভারের মধ্যেই তিন টপ অর্ডারকে হারায়। মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতার ম্যাচে তাওহীদ হৃদয়ের ফিফটির সৌজন্যে ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ডিএল মেথডে আফগানিস্তান ১৭ রানে জিতেই গেল। তাওহীদ হৃদয় মনে করছেন, এখান থেকে বাংলাদেশ কামব্যাক করতে পারবে। সিরিজ জেতারও সুযোগ আছে বলেও বিশ্বাস তাঁর।

ম্যাচ শেষে ভগ্ন চেহারায় সংবাদ সম্মেলনে আসনে বসলেন হৃদয়। হারের পর স্বাভাবিকভাবে শরীরিভাষা যেমনটা হওয়ার কথা ছিল। তবে হারের জন্য কোনো ‘যদি-কিন্তু’ খুঁজলেন না তিনি। ব্যাটিং ব্যর্থতাকেই দুষলেন, ‘উইকেট অতটা কঠিন ছিল না। উইকেট কিছুটা ধীর গতির ছিল। বাউন্স দুই রকমের ছিল। আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতাম, তাহলো হয়তো খেলার দৃশ্যটা পরিবর্তন হত। সব মিলিয়ে আমাদের আজকে ব্যাটিংটা ভালো হয়নি।’

গত বছর ফেব্রুয়ারিতে আফগানদের বিপক্ষে চট্টগ্রামেই প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ৪৫ রানেই ৬ উইকেট হারিয়েছিল স্বাগতিকেরা। কিন্তু সেখান থেকে ১৭৪ রানের অসাধারণ এক জুটিতে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন।

আগের সিরিজের মতো লোয়ার আর্ডারে আজও এমন একটি জুটি অনুভব করেছিলেন হৃদয়, ‘গত সিরিজে মিরিজ ভাই ও আফিফ দুজনেই প্রথম ম্যাচটা শেষ করেছিল। আমাদের বিশ্বাস ছিল, আজও লোয়ার অর্ডার থেকে একটা ভালো জুটি হবে। কিন্তু ওই জায়গাটায় আজকে হয়নি। আশা করি সামনে এমন পরিস্থিতি আবার এলে, এখান থেকে ভালো কিছু হবে, ইনশাআল্লাহ।’

প্রথম ওয়ানডে হারল বাংলাদেশ। তবে হৃদয়ের বিশ্বাস এখন থেকে কামব্যাক করবেন তাঁরা, ‘ইনশাআল্লাহ, আমরা এখান থেকে খুব ভালোভাবে কামব্যাক করব। আমি মনে করি, এখানে যে ছোট ছোট ভুলগুলো করেছি আমরা, সেগুলো যথাসম্ভব কাটিয়ে উঠলে, এখান থেকে সিরিজ জেতা সম্ভব। যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি। আমরা অনেকেই আজকে সেরাটা দিতে পারিনি। যদি ২-৩ জনে ভালো অবদান রাখতে পারি, তাহলে এখান থেকে কামব্যাক করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত