অ্যাশেজের প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। তৃতীয় টেস্টে আগামীকাল মেলবোর্নে বাঁচা-মরার লড়াইয়ে নামবে জো রুটের দল। অ্যাশেজ বাঁচাতে এই ম্যাচে চার পরিবর্তন নিয়ে নামবে ইংল্যান্ড।
প্রথম দুই টেস্টে ইংল্যান্ডকে সবচেয়ে বেশি ভুগিয়েছে তাদের ব্যাটিং ব্যর্থতা। প্রথম দুই টেস্টে খারাপ করা ওপেনার ররি বার্নস ও মিডল অর্ডার ব্যাটার অলি পোপের জায়গায় সুযোগ পাচ্ছেন জ্যাক ক্রলি ও জনি বেয়ারস্টো। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, তৃতীয় টেস্টে একাদশে চার পরিবর্তন আনতে যাচ্ছে ইংল্যান্ড।
গত ম্যাচের দল থেকে বাদ পড়েছেন স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস। বোলিং বিভাগে ক্রিস ওকসের জায়গায় আসছেন মার্ক উড। আর স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে খেলবেন জ্যাক লিচ। একাদশে পরিবর্তন নিয়ে রুট বলেন, ‘প্রথম দুই ম্যাচের স্কোরলাইন দেখে মনে হতে পারে অস্ট্রেলিয়া আমাদের চাইতে অনেক ভালো দল। কিন্তু আমি তেমনটা মনে করি না। আমরা যদি নিজেদের সামর্থ্যের ধারেকাছেও যেতে পারি, তাহলে ওদের অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারব।’
এদিকে অস্ট্রেলিয়া দলে ফিরছেন অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্সকে জায়গা ছেড়ে দিতে বাদ পড়েছেন শেষ ম্যাচে অভিষেক হওয়া মাইকেল নেসারের। বক্সিং ডে টেস্ট দিয়ে অস্ট্রেলিয়া দলে অভিষেক হবে ৩২ বছর বয়সী স্কট বলান্ডের।
অ্যাশেজের প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। তৃতীয় টেস্টে আগামীকাল মেলবোর্নে বাঁচা-মরার লড়াইয়ে নামবে জো রুটের দল। অ্যাশেজ বাঁচাতে এই ম্যাচে চার পরিবর্তন নিয়ে নামবে ইংল্যান্ড।
প্রথম দুই টেস্টে ইংল্যান্ডকে সবচেয়ে বেশি ভুগিয়েছে তাদের ব্যাটিং ব্যর্থতা। প্রথম দুই টেস্টে খারাপ করা ওপেনার ররি বার্নস ও মিডল অর্ডার ব্যাটার অলি পোপের জায়গায় সুযোগ পাচ্ছেন জ্যাক ক্রলি ও জনি বেয়ারস্টো। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, তৃতীয় টেস্টে একাদশে চার পরিবর্তন আনতে যাচ্ছে ইংল্যান্ড।
গত ম্যাচের দল থেকে বাদ পড়েছেন স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস। বোলিং বিভাগে ক্রিস ওকসের জায়গায় আসছেন মার্ক উড। আর স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে খেলবেন জ্যাক লিচ। একাদশে পরিবর্তন নিয়ে রুট বলেন, ‘প্রথম দুই ম্যাচের স্কোরলাইন দেখে মনে হতে পারে অস্ট্রেলিয়া আমাদের চাইতে অনেক ভালো দল। কিন্তু আমি তেমনটা মনে করি না। আমরা যদি নিজেদের সামর্থ্যের ধারেকাছেও যেতে পারি, তাহলে ওদের অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারব।’
এদিকে অস্ট্রেলিয়া দলে ফিরছেন অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্সকে জায়গা ছেড়ে দিতে বাদ পড়েছেন শেষ ম্যাচে অভিষেক হওয়া মাইকেল নেসারের। বক্সিং ডে টেস্ট দিয়ে অস্ট্রেলিয়া দলে অভিষেক হবে ৩২ বছর বয়সী স্কট বলান্ডের।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৭ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৮ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১০ ঘণ্টা আগে