Ajker Patrika

১১ বছর পর টি-টোয়েন্টিতে অ্যান্ডারসন

ল্যাঙ্কাশায়ারের সঙ্গে এক বছর চুক্তি বাড়িয়েছেন জেমস অ্যান্ডারসন। ছবি: এএফপি
ল্যাঙ্কাশায়ারের সঙ্গে এক বছর চুক্তি বাড়িয়েছেন জেমস অ্যান্ডারসন। ছবি: এএফপি

টি-টোয়েন্টি এমনিতেও টানে না জেমস অ্যান্ডারসনকে। অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলকে যেখানে বিশ্বের তারকা ক্রিকেটাররা পাখির চোখ করে থাকেন, অ্যান্ডারসন এই টুর্নামেন্টে একটা ম্যাচও খেলেনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বসাকল্যে খেলেছেন ৪৪ ম্যাচ। অবশেষে ১১ বছর পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ফিরছেন তিনি।

২০১৪ সালে ল্যাঙ্কাশায়ারের জার্সিতে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবশেষ ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এক দশকেরও বেশি সময় পর তাঁর ফেরাটা হচ্ছে এই ক্লাবের জার্সিতেই। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে ল্যাঙ্কাশায়ারের সঙ্গে এক বছরের চুক্তি বাড়িয়েছেন ইংল্যান্ডের এই পেসার। ২০২৫ মৌসুমে কাউন্টি ক্লাবের হয়ে খেলতে তর সইছে না অ্যান্ডারসনের।

শুধু টি-টোয়েন্টিতে নয়, সব মিলিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটেও তাঁর ফেরাটা হচ্ছে ল্যাঙ্কাশায়ারের জার্সিতে। ২০২৪ সালের জুলাইয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টটাই সব ধরনের ক্রিকেটে সবশেষ কোনো ম্যাচ। ল্যাঙ্কায়ারের সঙ্গে চুক্তি বাড়িয়ে অ্যান্ডারসন বলেন, ‘ল্যাঙ্কাশায়ের সঙ্গে চুক্তি বাড়াতে পেরে অনেক রোমাঞ্চিত। আগামী মৌসুমে পেশাদার ক্রিকেট আবার শুরু করতে চাই। যখন আমি ছোট ছিলাম, তখন থেকেই এই ক্লাব আমার জীবনে অনেক অবদান রেখেছে। আবারও যখন লাল-গোলাপের জার্সি পরার সুযোগ এল, তখন দলকে লাল বল ও সাদা বলের ক্রিকেট দুই জায়গাতেই দলের জন্য কিছু করতে মুখিয়ে আছি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে গত বছর ক্রিকেটের রাজকীয় সংস্করণে বিদায়ী ম্যাচ খেলার পর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে তাঁর চুক্তি ফুরিয়ে যায়। ইংল্যান্ড দলের পরামর্শক হিসেবে তখনই যোগ দেন তিনি। গত বছরের ডিসেম্বরে ২০২৫ আইপিএল সামনে রেখে নিলামেও নাম লিখিয়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁকে কেনেনি। ইসিবির সঙ্গে কেন্দ্রীয় চুক্তি ফুরোনোর পরই ল্যাঙ্কাশায়ের সঙ্গে চুক্তি করেছেন তিনি। এই কাউন্টিতে সেটি হতে যাচ্ছে তাঁর ২৪তম মৌসুম। ২০০১ সালে ল্যাঙ্কাশায়ারে অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৪ ম্যাচের ২৪টি খেলেছেন ল্যাঙ্কাশায়ারের হয়ে। ইংল্যান্ডের জার্সিতে খেলেছেন ২০ টি-টোয়েন্টি। ২০০৪ সালে ল্যাঙ্কাশায়ারের হয়েই তাঁর স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে। এই কাউন্টি ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ ক্রিকেটও খেলেছেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত