আরমান হোসেন
ভাই ভাইকে এভাবে পেটালেন! না, কোনো শারীরিক সংঘর্ষ হয়নি! ঘটনা ২২ গজে, ঘটেছে কাল আইপিএলে। মুম্বাইয়ে ভ্রাতৃত্ববন্ধন ভুলে বড় ভাই টম কারানকে টানা দুই বলেই গ্যালারিতে আছড়ে ফেলেন ছোট ভাই সাম কারান।
সম্পর্কে তাঁরা আপন দুই ভাই। ইংল্যান্ড দলে এক সঙ্গেই খেলেন দুই ‘কারেন’। কিন্তু আইপিএলে হয়ে গেছে দুজনের দুটি পথ। টম খেলছেন দিল্লির হয়ে আর সাম ভিড়েছেন চেন্নাইয়ে। কাল আইপিএলে মুখোমুখি দুই ভাই।
চেন্নাই ইনিংসের ১৯তম ওভারে জমে ওঠে দুই ভাইয়ের লড়াই। নিজের আগের তিন ওভারে টম রান দিয়েছিলেন ১৭। উনিশতম ওভারে শেষ ওভার করতে আসেন। ওভারের শেষ চার বলে বদলে যায় তাঁর ভদ্রস্থ বোলিং বিশ্লেষণী। বদলে দেন সাম। দুই ছক্কা, এক চারে শেষ চার বলে তোলেন ১৫ রান। এর আগে টমের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে দুই ভাইয়ের প্রথম দেখা। ওই ওভারের শেষ বলে চার মেরে ঝড়ের ইংগিত দিয়েছিলেন সাম।
সব মিলিয়ে বড় ভাইয়ের সাত বলে ছোট ভাই তুলেছেন ২২ রান। শেষ দিকে সামের ১৫ বলে ৩৪ রানের কেমিওতেই ১৮৮ রানের বড় স্কোর পায় চেন্নাই। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বল হাতে ছোট ভাই সাম কারানও সুবিধা করতে পারেননি। ২ ওভারে দিয়ে দিয়েছেন ২৪। তবে টম কারানের মুখোমুখি হতে হয়নি। টমের নামারই প্রয়োজন পড়েনি। ৭ উইকেটের জয় পেয়েছে টমের দল দিল্লি।
গত আইপিএলেও কারেন ভাই একে অপরের মুখোমুখি হয়েছেন। দুই ভাইয়ের লড়াই নিয়ে আলোচনা তখন থেকেই। এবারও ম্যাচের আগে তাদের নিয়ে কম আলোচনা হয়নি। তাদের মাঠের লড়াইয়ের প্রভাবটা পরিবারেও যে পড়ে, টমের কথায় পরিষ্কার, ‘আমি জানি মা আজ নার্ভাস থাকবে! গত আইপিএলেও এমন হয়েছিল। তার জন্য বিষয়টা সহজ নয়।’
কারান ভাইদের বাবা কেভিন কারানও ছিলেন ক্রিকেটার । জিম্বাবুয়ের সাবেক এ ক্রিকেটারের তিন ছেলের দুই ছেলে আন্তর্জাতিক ক্রিকেট নাম লিখিয়েছেন এরই মধ্যে, খেলছেন আইপিএলেও । আরেক ছেলে বেন কারান প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। ভবিষ্যতে আইপিএলে আরেক ভাইকেও দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না!
কাল ম্যাচ শেষে জয়ের হাসি হেসেছে বড় ভাই টম। আর এমন দিনেই দুই ভাইয়ের লড়াইটা হলো যেদিন কি না ‘সিবলিংস ডে’!
ভাই ভাইকে এভাবে পেটালেন! না, কোনো শারীরিক সংঘর্ষ হয়নি! ঘটনা ২২ গজে, ঘটেছে কাল আইপিএলে। মুম্বাইয়ে ভ্রাতৃত্ববন্ধন ভুলে বড় ভাই টম কারানকে টানা দুই বলেই গ্যালারিতে আছড়ে ফেলেন ছোট ভাই সাম কারান।
সম্পর্কে তাঁরা আপন দুই ভাই। ইংল্যান্ড দলে এক সঙ্গেই খেলেন দুই ‘কারেন’। কিন্তু আইপিএলে হয়ে গেছে দুজনের দুটি পথ। টম খেলছেন দিল্লির হয়ে আর সাম ভিড়েছেন চেন্নাইয়ে। কাল আইপিএলে মুখোমুখি দুই ভাই।
চেন্নাই ইনিংসের ১৯তম ওভারে জমে ওঠে দুই ভাইয়ের লড়াই। নিজের আগের তিন ওভারে টম রান দিয়েছিলেন ১৭। উনিশতম ওভারে শেষ ওভার করতে আসেন। ওভারের শেষ চার বলে বদলে যায় তাঁর ভদ্রস্থ বোলিং বিশ্লেষণী। বদলে দেন সাম। দুই ছক্কা, এক চারে শেষ চার বলে তোলেন ১৫ রান। এর আগে টমের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে দুই ভাইয়ের প্রথম দেখা। ওই ওভারের শেষ বলে চার মেরে ঝড়ের ইংগিত দিয়েছিলেন সাম।
সব মিলিয়ে বড় ভাইয়ের সাত বলে ছোট ভাই তুলেছেন ২২ রান। শেষ দিকে সামের ১৫ বলে ৩৪ রানের কেমিওতেই ১৮৮ রানের বড় স্কোর পায় চেন্নাই। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বল হাতে ছোট ভাই সাম কারানও সুবিধা করতে পারেননি। ২ ওভারে দিয়ে দিয়েছেন ২৪। তবে টম কারানের মুখোমুখি হতে হয়নি। টমের নামারই প্রয়োজন পড়েনি। ৭ উইকেটের জয় পেয়েছে টমের দল দিল্লি।
গত আইপিএলেও কারেন ভাই একে অপরের মুখোমুখি হয়েছেন। দুই ভাইয়ের লড়াই নিয়ে আলোচনা তখন থেকেই। এবারও ম্যাচের আগে তাদের নিয়ে কম আলোচনা হয়নি। তাদের মাঠের লড়াইয়ের প্রভাবটা পরিবারেও যে পড়ে, টমের কথায় পরিষ্কার, ‘আমি জানি মা আজ নার্ভাস থাকবে! গত আইপিএলেও এমন হয়েছিল। তার জন্য বিষয়টা সহজ নয়।’
কারান ভাইদের বাবা কেভিন কারানও ছিলেন ক্রিকেটার । জিম্বাবুয়ের সাবেক এ ক্রিকেটারের তিন ছেলের দুই ছেলে আন্তর্জাতিক ক্রিকেট নাম লিখিয়েছেন এরই মধ্যে, খেলছেন আইপিএলেও । আরেক ছেলে বেন কারান প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। ভবিষ্যতে আইপিএলে আরেক ভাইকেও দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না!
কাল ম্যাচ শেষে জয়ের হাসি হেসেছে বড় ভাই টম। আর এমন দিনেই দুই ভাইয়ের লড়াইটা হলো যেদিন কি না ‘সিবলিংস ডে’!
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
২ ঘণ্টা আগেফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চলছে বছরের পর বছর ধরে। প্রতিদিনই শোনা যাচ্ছে মৃত্যুর খবর। মৃত্যুর মিছিলে শিশুর সংখ্যাই মূলত বেশি। যে যাঁর জায়গা থেকে পারছেন, প্রতিবাদ জানাচ্ছেন। বাদ যাচ্ছে না ক্রীড়াঙ্গনও।
২ ঘণ্টা আগেটপ এন্ড টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’-পাকিস্তান শাহিনস। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে। টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে এই ম্যাচ। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টেরও ম্যাচ রয়েছে আজ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা এখন ব্যস্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। কেয়ার্নসে পরশু হবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই বড্ড বেকায়দায় পড়েছে অস্ট্রেলিয়া। তিন অজি ক্রিকেটারের প্রোটিয়া সিরিজই শেষ হয়ে গেল।
৩ ঘণ্টা আগে